টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ নিউজিল্যান্ডের সম্পূর্ণ দলের তালিকা প্রকাশিত হল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ নিউজিল্যান্ডের সম্পূর্ণ দলের তালিকা প্রকাশিত হল
Image credit- New Zealand cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১: শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালের জন্য দল ঘোষণা। সর্বপ্রথম নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ১৫ জন সদস্যের দল ঘোষণা করল। ১৭ অক্টোবর থেকে ইউনাইটেড আরব আমিরাতে (UAE) টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভসূচনা হতে চলেছে। তবে বিশ্বকাপের পূর্বে এই UAE দেশেই আয়োজিত হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। যা ১৯ শে সেপ্টেম্বর থেকে আয়োজন করা হবে।

যেহেতু UAE-তে টুর্নামেন্টে আয়োজিত হবে সেই কারণে নিউজিল্যান্ডের ১৫ জন সদস্যের দলে ৩ জন স্পিনার স্থান পেয়েছেন। মিচেল স্যান্টনার, ইশ সৌদি ও লেগ স্পিনার টড এস্টেল নিউজিল্যান্ডের দলে রয়েছেন। এছাড়া ফাস্ট বোলিং বিভাগে রয়েছে টিম সাউদি, ট্রেন্ট বল্ট, কাইল জ্যামিসন ও লকি ফার্গুসন এবং দলের অধিনায়ক প্রত্যাশামতোই কেন উইলিয়ামসনের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ 2021 নিউজিল্যান্ডের দল

কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সিফার্ট (উইকেটকিপার), ইশ সোধি, টিম সাউদি, টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, অ্যাডাম মিলন (ইনজুরি কভার)।

নিউজিল্যান্ড দলে অভিজ্ঞ রস টেলরকে ছাড়াই দল গঠন করা হয়েছে, এছাড়া কলিন ডি গ্র্যান্ডহোম কেও দলে জায়গা দেওয়া হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালে নিউজিল্যান্ড ভারতের গ্রুপেই আছে। ২ নম্বর গ্রুপে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও ২ টি কোয়ালিফায়ার দল রয়েছে।

আরো পড়ুন- টাকা থেকে গাড়ি কি কি পুরস্কার অপেক্ষা করছে নীরাজ চোপড়ার জন্য

১৫ জন সদস্যের দল হলেও একজন অতিরিক্ত খেলোয়ার টিমের সঙ্গে থাকবে। নিউজিল্যান্ড দলে রয়েছেন অ্যাডাম মিলন, যিনি কোন ইনজুরি খেলোয়াড়ের পরিবর্তন রূপে দলে জায়গা পাবেন। প্রসঙ্গত নিউজিল্যান্ডের এই ১৬ জন সদস্যের দল টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে ভারতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে। টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে টেস্ট সিরিজও আয়োজিত হবে ভারতে, কিন্তু নিউজিল্যান্ড এখনো টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেনি। আগামী এক মাসের মধ্যে টেস্ট সিরিজের দল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

Previous article৬ টি সিনেমা কার্তিক আরিয়ানের হাতে। একবারে ছয় মারলে তিনি
Next articleপরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত কোচিং স্টাফের
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply