বদলে যেতে পারে পৃথিবীর মানচিত্র, দুই আমেরিকা থেকে দূরে সরে যেতে পারে ইউরোপ ও আফ্রিকা

বদলে যেতে পারে পৃথিবীর মানচিত্র

আটলান্টিক মহাসাগরের দুই ধারে অবস্থিত ইউরোপ আফ্রিকা ও দুই আমেরিকা ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। আটলান্টিক মহাসাগর এর ভিতর থেকে এমন কিছু মাথা তুলতে শুরু করেছে যার কারণে অদূর ভবিষ্যতে এই মহাদেশ গুলির মাঝখানে দূরত্ব দ্রুতই বাড়তে পারে।

বদলে যেতে পারে পৃথিবীর মানচিত্র

গবেষকরা জানিয়েছেন, মহাসাগরের অতলে যেটি ধীরে ধীরে উপরে উঠেছে সেটি দৈত্যাকার এক শিলাখণ্ড। আর এই শিলাখণ্ড বদলে দেবে পৃথিবীর মানচিত্র। দূরত্ব বাড়িয়ে দেবে আফ্রিকা ও ইউরোপের সাথে উত্তর ও দক্ষিণ আমেরিকার। একটি আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত গবেষণা পত্র অনুযায়ী পূর্বে উল্লেখিত দৈত্যাকার শিলাখণ্ডটি আন্টার্টিকা মহাসাগরের নিচে প্রায় ৬০০ কিলোমিটার গভীরে অবস্থিত।

আরো পড়ুন – রহস্যময় ভাবে উজ্জ্বলতা কমছে এক বিশাল ব্ল্যাকহোলের

তবে এই মহাদেশ গুলির একে অপরের থেকে দূরত্ব বৃদ্ধি যে সম্প্রতি শুরু হয়েছে তা কিন্তু নয়। এই দূরত্ব বেড়ে যাওয়ায় প্রমাণ অনেক আগেই পেয়েছিলেন গবেষকরা। এমনকি তারা এটাও জানিয়েছিলেন যে কেবল মহাদেশ গুলি নয় এগুলির নিচে থাকা প্লেট, যেগুলিকে টেকটনিক প্লেট বলা হয়, সেগুলিও একে অপরের থেকে দূরে সরে যেতে আরম্ভ করেছে। চিন্তার বিষয় হল, এই দূরত্ব বেড়ে যাওয়ার গতিবেগ নেহাত কম নয়। প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে দূরত্ব বেড়ে চলেছে।

মহাদেশ গুলির নিচে অবস্থিত টেকটোনিক প্লেটগুলোর প্রতি বছর এত গতিতে দূরে সরে যাওয়ার কারণ বেশ অনেকদিন ধরেই বিশেষজ্ঞদের অজানা ছিল। এ বিষয়ে উঠেছিল নানা প্রশ্ন। তবে সেই সব প্রশ্নের সমাধান বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই শিলাখণ্ডটিকে আবিষ্কারের পর থেকে। তারা জানিয়েছেন সম্প্রতি খুঁজে পাওয়া আটলান্টিক মহাসাগরের গভীরে ধীরে ধীরে মাথা তুলতে থাকা দৈত্যাকার শিলাখন্ড এর পেছনে একটি বড় কারণ হতে পারে। এই শিলাখণ্ড হয়তো অদূর ভবিষ্যতে উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ ও আফ্রিকাকে দূরে ঠেলে দেবে। যার কারণে বদলে যাবে পৃথিবীর মানচিত্র।

Previous articleIPL14 নিলামে অর্জুন টেন্ডুলকার। কোন দেশের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে
Next articleT10 লীগের চ্যাম্পিয়ন হলো নর্দান ওয়ারিয়রস। সেরা ব্যাটসম্যান ও বোলার হলেন KXIP এর দুই ক্রিকেটার
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply