জেনে নিন ২০২০ এর সবচয়ে সুদর্শন পুরুষ হিসেবে কে নির্বাচিত হলেন

২০২০ সালে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হলেন ৩৩ বছর বয়সী ইংরেজ অভিনেতা রবার্ট ডগলাস টমাস প্যাটিনসন। বিজ্ঞানীদের গবেষণা মতে নিখুঁত মুখের গঠন এর অধিকারী হিসেবে তাকে বিশ্বের সবচেয়ে সুদর্শন ব্যাক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ এই অভিনেতা বিউটি ফির গোল্ডেন রেশিওএর কাছে ৯২.১৫ শতাংশ নির্ভুল বলে মনে করা হয়। তার চোখ, ভ্রু, নাক, ঠোঁট, চিবুক, এবং মুখের গঠন অন্যান্য সেলিব্রিটিদের তুলনায় প্রাচীন গ্রিকদের সিধতার ধারণায় অনেকটাই নিকট।  

বিশিষ্ট ফেসিয়াল কসমেটিক সার্জন ডাঃ জুলিয়ান ডি সিলভা কম্পিউটারাইজড মাপিংয়েরে ব্যাবহার করে একটি তালিকা তৈরি করেন এবং এই প্রযুক্তির ব্যাবহার করে তিনি যখন রবার্ট প্যাটিনসন এর শারীরিক পরিপূর্ণতা জন্য মুখের সমস্ত উপাদান পরিমাপ করেন তখন তিনি জানান প্যাটিনসন সব ক্ষেত্রেই নির্ভুল ভাবে উত্তীর্ণ হয়েছেন। বিউটি ফির গোল্ডেন রেশিওটি ইউরোপীয় রেনেসাঁ থেকে উৎপন্ন। শিল্পী ও স্থপতিরা তাদের স্থাপত্যকর্ম নির্মাণের ক্ষেত্রে এই গোল্ডেন রেশিওটি ব্যাবহার করেন। এই অনুপাত লিওনার্দো দ্যা ভিঞ্চি তার বিখ্যাত রচনা ভিত্রুভিয়ান ম্যান এর নিখুঁত মানব পুরুষ দেহের সৃষ্টির জন্য ব্যাবহার করেছিলেন।  

রবার্ট প্যাটিনসন হলেন বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ। কিন্তু আপনি কি জানেন এশিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ কে? তাও আবার গত ১০ বছরে তিনি সবচেয়ে সুদর্শন পুরুষ এর শিরোপা পেয়েছেন। এশিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ এর খেতাব রয়েছে একজন ভারতীয়র কাছেই। হয়তো এতক্ষণে বুঝে গেছেন এখানে কার কথা বলা হচ্ছে। হ্যাঁ! ঠিকই ধরেছেন। তিনি হলেন ভারতীয় বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশন। তার মুখের গঠন থেকে শুরু করে শরীরের গঠন একেবারে নিখুঁত যে কারণে প্রায় দশ বছরে তার জায়গাটা কেউ নিতে পারেনি।   

লন্ডনের একটি জনপ্রিয় পত্রিকা যেটির নাম ‘ইস্টার্ন আই’। এই জনপ্রিয় ব্রিটিশ ম্যাগাজিনের প্রকাশ করা সবচেয়ে সুদর্শন পুরুষ এর তালিকায় এশিয়ার পুরুষদের মধ্যে সর্বপ্রথম নামটি ঋত্বিক রোশনের। ম্যাগাজিন অনুযায়ী গত দশ বছরে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ এর উপাধি তাকেই দেওয়া হয়। তবে ভারতীয় তারকা তার এই খেতাব কে ব্যক্তিগত কৃতিত্ব হিসেবে মেনে নিতে পারবেন না বলে জানান। তিনি বলেন ‘আমি মনে করি জীবনের বৃহত্তর ক্ষেত্রে মানুষের বাহ্যিক সৌন্দর্য খুব বেশি কাজে লাগে না’।  

কেবলমাত্র ২০১৯ সালে নয় তার আগের দশ বছরে তিনি একমাত্র ব্যক্তি যিনি এশিয়ার সুদর্শন পুরুষ এর খেতাব পান। ইস্টার্ন আই ম্যাগাজিনে প্রকাশ পাওয়ায় এই তালিকায় সুদর্শন পুরুষ বেছে নেওয়া হয় ভোটের মাধ্যমে। সারাবিশ্বে চলচ্চিত্রপ্রেমীদের দ্বারা দেওয়া ভোটার অনুযায়ী বিচার করা হয় এই খেতাবজয়ী নাম। তালিকা অনুযায়ী ভোট হিসেবে সবাইকে ছাড়িয়ে এই খেতাব দখল করেন ‘ওয়ার্’ তারকা।   

তবে এ ব্যাপারে তার মতামত একবার জেনে নেওয়া যাক। হৃত্বিক রোশন এ ব্যাপারে বলেন ‘আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, তাদের সকলকে যারা আমাকে ভোট দিয়েছেন’, প্রসঙ্গত বলে রাখা যাক তিনি ইতিমধ্যেই বলিউড ইন্ডাস্ট্রিতে পূর্ণ করে ফেলেছেন দুই দশকেরও বেশি সময়।

আরো পড়ুন- আশ্চর্য এক সমুদ্র, যেখানে কোনো প্রাণী বা বস্তু ডুবে যায় না

এশীয় সুদর্শন পুরুষ এর তালিকায় ঋত্বিক রোশনের পরেই যিনি স্থান পেয়েছেন তিনিও একজন ভারতীয় অভিনেতা। তিনি হলেন সহিদ কাপুর। সুদর্শন পুরুষ এ তালিকার তৃতীয় স্থানে যিনি স্থান পেয়েছেন তিনি কোন সিনেমার নায়ক নন। ছোট পর্দার নায়ক হিসেবে জনপ্রিয় ভিভিয়ান ডিসেনা এই স্থানে রয়েছেন।  

চতুর্থ স্থানটি রয়েছে বলিউডের তারকা টাইগার শ্রফের এবং পঞ্চম স্থানটি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ পপস্টার জায়ান মালিক এর। এই তালিকায় বিভিন্ন পর্দার তারকার থাকলেও সেরা দশে একজন ক্রিকেটার ও আছেন। তিনি হলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, তার স্থান সপ্তম।  

২০২০ সালের সচেয়ে সুদর্শন পুরুষদের তালিকায় আরও যারা যারা আছে তারা হলেন:-

  • ১. রবার্ট প্যাটিনসন
  • ২.  ব্র্যাড পিট  
  • ৩. ব্র্যাডলি কুপার  
  • ৪. হেনরি ক্যাভিল  
  • ৫. ডেভিড বেকহ্যাম  
  • ৬. ইয়ান সোমারহোল্ডার
  • ৭.ওমর বোরকান আল গালা
  • ৮. ক্রিস ইভান্স  
  • ৯. টম ক্রুজ
  • ১০. কিম তাই-হিউং  
  • ১১. হৃতিক রোশন  

২০১৯ সালে সবচেয়ে সুদর্শন পুরুষ এর তালিকায় যারা যারা ছিলেন তাদের তালিকাও দেওয়া হলো:-

  • ১. হৃত্বিক রোশন
  • ২. টম ক্রুজ
  • ৩. জাস্টিন ট্রুদেও
  • ৪. অমর বর্কাম আল গলা
  • ৫. জনি ডেপ

Leave a Reply