লঞ্চ হতে চলেছে ক্রিকেটের নতুন গেম ‘Cricket 22’, জেনে নিন বিস্তারিত

মেলবোর্নের বিগ অ্যান্ট স্টুডিও নিয়ে আসতে চলেছে ক্রিকেটের কিয়েকটি নতুন গেম। দা অ্যাশেজ এর অফিশিয়াল গেম টি আগামী ২৫ নভেম্বর রিলিজ করা হবে এক্সবক্স ওয়ান, এক্সবক্স, এক্সবক্স সিরিজ এক্স ও এস, পিসি, পিএস ৪ এবং পিএস ৫ এর জন্য। নিটেন্ড সুইচ এর জন্য গেমটির রিলিজ ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২০২২ সালের জানুয়ারি মাস। নেক্সট জেনারেশন কনসোলের জন্য প্রথম ক্রিকেট গেম হতে চলেছে, অপরদিকে অ্যাশেজ সিরিজের তৃতীয় গেম হবে এটি ।

নতুন এই ক্রিকেটের গেমটির নাম ক্রিকেট-২২। এটিতে থাকছে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলির ক্রিকেটাররা। গেমটিতে যুক্ত হওয়া বিগ ব্যাশ টি-টোয়েন্টি, সিপিএল এবং দ্য হান্ড্রেড গেম গুলি যুক্ত হওয়ার কারণে নতুন করে ৩০টি দল যুক্ত হতে পারে গেমটিতে। যেমন নাইট রাইডার্স, সিডনি সিক্সার্স আরো অনেক। তবে বিগ অ্যান্ট স্টুডিও গেমটিতে কোন ভারতীয় ক্রিকেটার থাকবে কিনা সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি।

ক্রিকেট-২২ এর পূর্বে ক্রিকেট-১৯ গেমটিতে বিরাট কোহলির মতো বড় ধরনের খেলোয়াড়দের নিয়ে খেলার সুযোগ ছিল। তবে এই গেমটিতে তাদের যুক্ত করা হবে কিনা সে বিষয়ে তথ্য প্রকাশ করা হয়নি। তবে এটুকু স্পষ্ট ক্রিকেট-১৯ এর থেকে আরো উন্নত হতে চলেছে ক্রিকেট-২২। গেমটিতে থাকছে নতুন ফিল্ডিং ও বোলিং নিয়ন্ত্রণ, এছাড়াও গল্প চালিত ক্যারিয়ার মোড।

আরো পড়ুন-‘ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া’ চিটার মুক্ত করতে নতুন পদক্ষেপ Krafton-এর

গেমটি নির্মাণ সংস্থা বিগ অ্যান্ট স্টুডিও জানিয়েছে নেক্সট জেনারেশন কনসোলের ক্ষেত্রে ভিজুয়াল আপগ্রেড করা হয়েছে, এছাড়াও দ্রুত লোড টাইম, রিয়েল টাইম রেস্ট্রিসিং দেখতে পাওয়া যাবে গেমটিতে। নেক্সট জেনারেশন কনসোল ব্যবহারকারীরা বিনামূল্যে গেম টি আপগ্রেডও করতে পারবে। তবে গেমটি কেনার ক্ষেত্রে দাম পড়বে ৩৯৯৯ টাকা। বর্তমানে এটি প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে প্লেস্টেশন স্টোর, মাইক্রোসফট স্টোর, গেম প্রিপেইড কার্ড এবং গেমস শপে। যে সমস্ত গেমাররা গেমটিকে প্রি-অর্ডার করবেন তারা অক্টোবরের মাঝামাঝি সময়ে নেট চ্যালেঞ্জ অ্যাকসেস করতে পারবেন। গেমটি কনসোল ও এক্সবক্সে খেলা যাবে আগামী ২৫ নভেম্বর থেকে।

“লঞ্চ হতে চলেছে ক্রিকেটের নতুন গেম ‘Cricket 22’, জেনে নিন বিস্তারিত”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন