বিশ্বকাপের পরে ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়

ভারতীয় ক্রিকেট দলের কোচ: হ্যাঁ, ভারতীয় সংবাদমাধ্যম অনুসারে এখন এটাই খবর যে আগত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। তবে অবশ্যই সম্পূর্ণ সময়ের জন্য নয়। বর্তমানে আইপিএল ২০২১ শেষ হওয়ার পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দুবাই তে, আর এর তিন দিন পরেই ভারত সফরে আসবে নিউজিল্যান্ড।

ভারতীয় ক্রিকেট দলের কোচ

প্রসঙ্গত ভারতের বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রী t20 বিশ্বকাপের পর তার চুক্তি অগ্রসর হচ্ছে অনিচ্ছা প্রকাশ করেছেন। ফলে বিশ্বকাপের পর ৩ দিনের মধ্যে শুরু হতে চলা নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলের কোনো কোচ থাকবে না। সেই কারণে বিসিসিআই রাহুল দ্রাবিড় কে ভারতীয় দলের নিউজিল্যান্ড সিরিজে কোচের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করতে চলেছে। কিছুদিন পূর্বে শ্রীলঙ্কা সফরে ভারতের কোচের দায়িত্ব পালন করেছেন রাহুল দ্রাবিড়। সেই কারণেই তাঁকে অনুরোধ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় ক্রিকেট দলের কোচ: সভাপতি সৌরভ গাঙ্গুলীরাহুল দ্রাবিড় দুজনেই খুব ভালো বন্ধু। সেই কারণে ক্রিকেট মহল মনে করছে নিউজিল্যান্ড সিরিজে রাহুল দ্রাবিড়ই ভারতের কোচ হতে চলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে রবি শাস্ত্রীর ভারতের কোচের মেয়াদ শেষ হতে চলেছে এবং তিনি সেই চুক্তি অগ্রসর করবেন না বলে জানিয়েছেন। ফলে বিসিসিআইকে নতুন কোচ এর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। কিন্তু তার জন্য বেশ কয়দিন সময় দরকার, যা বর্তমান ক্রিয়া সূচিতে একপ্রকার অসম্ভব।

আরো পড়ুন- লঞ্চ হতে চলেছে ক্রিকেটের নতুন গেম ‘Cricket 22’, জেনে নিন বিস্তারিত

নিউজিল্যান্ডের সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফরের পূর্বে বিসিসিআই ভারতের দলের প্রধান কোচ নির্বাচন করতে চলেছে। শ্রীলংকা সিরিজের পর রাহুল দ্রাবিড় কে ভারতের সম্পূর্ণ কোচের ভূমিকার প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেছেন যে, “পূর্ণ-সময়ের ভূমিকা পালন করতে অনেক চ্যালেঞ্জ আছে, তাই আমি সত্যিই জানি না।” এছাড়া রাহুল দ্রাবিড় পুনরায় ‘ন্যাশনাল ক্রিকেট একাডেমির’ (NCA) ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। হলে পূর্ণ সময়ের জন্য কোচ হওয়ার দৌড়ে তিনি নেই।

পূর্ণ সময়ের জন্য বিসিসিআইয়ের প্রথম পছন্দ অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষণ। যারা দুজনেই বর্তমানে আইপিএলে দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন।

“বিশ্বকাপের পরে ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন