পরণে কেবলমাত্র একটি তোয়ালে! উষ্ণতা ছড়াচ্ছে এই বলিউড অভিনেতা

পরণে কেবলমাত্র একটি তোয়ালে! উষ্ণতা ছড়াচ্ছে এই বলিউড অভিনেতা

বলিউডের অভিনেত্রীদের মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন উষ্ণ আমেজের ছবি দেখতে পাওয়া যায়। তবে এক্ষেত্রে অভিনেতারাও কিছু কম যান না। বলিউডের অন্যতম অভিনেতা রণবীর সিং নতুন ছবির মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছে নেটিজেনদের মাঝে।

শনিবার রণবীর সিং তোয়ালে পড়ে একটি ছবি পোস্ট করেছেন তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ছবিতে উর্ধ্বাঙ্গ উন্মুক্ত, সমস্ত শরীর ঘামে ভেজা। এখানেই শেষ নয়, ছবির ক্যাপশনে নিজেকে নিয়ে রসিকতাও করেছেন তিনি। রণবীর সিং ছবির ক্যাপশনে লিখেছেন “রণবীর এত ঘামছ কেন? ১. সবেমাত্র স্টিম রুম থেকে বের হয়েছে ২. আজ রাতে টেলিভিশনে ডেবিউ করতে চলেছে ৩. ওনার বডি হিট অনেক বেশি ৪. হট যোগা করার চেষ্টা করছে।” সঠিক উত্তরটি বেছে নেওয়ার দায়িত্ব তিনি দিয়েছেন দর্শকদের হাতেই।

আরো পড়ুন-‘Shiddat’ গানে Yohani-র বলিউড ডেবিউ, মুহূর্তে ভাইরাল ভিডিও

অপরদিকে কমেন্ট সেকশনে রসিকতা করতে ছাড়েননি নেটিজেনরাও। আর সেই দলে যোগ দিয়েছে পূজা হেগড়ে, দিনো মারিও, মাধবন এর মত বিশিষ্ট তারকারা। পূজা হেগড়ে কমেন্ট সেকশনে লিখেছেন “তোয়ালে খুলে পড়ে যাচ্ছে! সাবধান।” অপরদিকে মাধবন রানবীর সিংয়ের এই ছবি দেখে মন্তব্য করেন “পোস্ট শাওয়ার সেলফির খেতাব আমার থেকে আর কতবার ছিনিয়ে নেবে?”।

Previous articleবিশ্বকাপের পরে ভারতের কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়
Next articleটি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শদাতা ধোনি- কি মতামত অধিনায়ক কোহলির?
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply