বিদ্যালয়ের নামকরণ করা হলো মেডেল জয়ী অলিম্পিয়ানদের নামে

টোকিও অলিম্পিক ২০২১: এবছর টোকিও অলিম্পিকে মেডেল জয়ী ক্রীড়াবিদদের দেশজুড়ে সম্মানিত করা হচ্ছে। সরকার থেকে শুরু করে বড় বড় কোম্পানি বিভিন্ন ভাবে ভারতীয় অলিম্পিয়ানদের সম্মানিত করছে। কিন্তু এবার কিছুটা অভিনব উদ্যোগ নিল পাঞ্জাব রাজ্য সরকার। বলতে পারেন এক প্রকার নতুন উপায়ে তারা ভারতের অলিম্পিয়ানদের সম্মান জানালো।

আমরা সবাই জানি টোকিও অলিম্পিকে ভারতের হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে। পাঞ্জাব সরকার তাদের রাজ্যে ১০ টি বিদ্যালয়ের নামকরণ এই হকি খেলোয়াড়দের নামে করতে চলেছে। প্রসঙ্গত ভারতের হকি দলের বেশির ভাগ খেলোয়াড়ী পাঞ্জাব রাজ্যের। সেই কারণে পাঞ্জাব রাজ্য থেকে যারা অলিম্পিকে ভারতের হকি দলে খেলেছেন তাদের নামে কিছু বিদ্যালয়ের নামকরণ করা হচ্ছে।

পাঞ্জাব রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী মাননীয় বিজয় ইন্দ্র সিঙ্গলা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মাননীয় অমরিন্দর সিং ভারতীয় হকি খেলোয়াড়দের সম্মানে সরকারি স্কুলের নাম পরিবর্তন করার অনুমোদন দিয়েছেন, যারা ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ের অংশ ছিলেন।

আরো পড়ুন- অলিম্পিকে যারা মেডেল জেতেনি তাদের জন্য পুরস্কার ঘোষণা টাটার

যে সব বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে

১. ভারতের হকি দলের অধিনায়ক মানপ্রীত সিং এর নামে ‘সরকারি সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়’ মিঠাপুর, জলন্ধর, এই বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে “অলিম্পিয়ান মানপ্রীত সিং সরকারি সিনিয়র মাধ্যমিক বিদ্যালয়”।

২. এছাড়া ভারতের হকি দলের সহ-অধিনায়কের নামে, “অলিম্পিয়ান হরমনপ্রীত সিং GSSS, টিমোওয়াল” বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে।

৩. মিঠাপুর, জলন্ধরের প্রাথমিক বিদ্যালয়ের নাম করা হয়েছে, “অলিম্পিয়ান মনদীপ সিং বরুণ কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়”।

৪. GSSS, আত্তারী, অমৃতসর বিদ্যালয় এখন থেকে জানা যাবে, “অলিম্পিয়ান শমসের সিং সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুল” এর নামে।

৫. সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসিক গার্লস ফরিদকোট বিদ্যালয়ের নাম হবে, “অলিম্পিয়ান রূপিন্দরপাল সিং সরকারি মিডল স্কুল, বেসিক গার্লস ফরিদকোট”।

৬. এছাড়া সরকারি মধ্য বিদ্যালয় খুসরোপুর, জলন্ধর এর নাম পরিবর্তন করে রাখা হবে, “অলিম্পিয়ান হার্দিক সিং সরকারি মধ্য বিদ্যালয় খুসরোপুর, জলন্ধর”।

৭. সরকারি প্রাথমিক বিদ্যালয় খালাইহারা, অমৃতসর এরই নাম পরিবর্তন করে রাখা হবে, “অলিম্পিয়ান গুরজান্ত সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়”।

৮. GSSS বুটালা, অমৃতসর বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাখা হবে, “অলিম্পিয়ান দিলপ্রীত সিং সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুল বুটালা, অমৃতসর”।

৯. সরকারি উচ্চ বিদ্যালয় চাহাল কালান, গুরুদাসপুর এর পরিবর্তিত নাম হবে, “অলিম্পিয়ান সিমরঞ্জিত সিং সরকারি উচ্চ বিদ্যালয় চাহাল কালান”।

১০. GSSS হুসাইনপুর বিদ্যালয়ের নাম করন করা হবে, “অলিম্পিয়ান কৃষান বি পাঠক সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুল”। যে ভারতের হকি দলের গোলকিপার ছিলেন।

মন্তব্য করুন