অনুশীলনে ছয় মেরে নিজেই বল খুজতে গেলেন MS ধোনি

অনুশীলনে ছয় মেরে নিজেই বল খুজতে গেলেন MS ধোনি

আইপিএল ২০২১ দ্বিতীয় পর্ব: শুরু হয়ে গেছে আইপিএল ২০২১ এর দ্বিতীয় পর্বের প্রস্তুতি। প্রায় সমস্ত ফ্র্যাঞ্চাইজি দুবাইতে পৌঁছে গেছে, সেরকমই চেন্নাই সুপার কিংস আইসিসি একাডেমী দুবাইতে তাদের অনুশীলন সম্পন্ন করছে। সেই অনুশীলনের একটি ভিডিও চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে CSK অধিনায়ক মহেন্দ্র সিং ধনীকে বড় শট মারতে।

চার-পাঁচটি বড় হিট মারার পর মহেন্দ্র সিং ধোনি সহ দলের বাকি খেলোয়াড়রা সেই বল খুঁজতে গেছে মাঠের বাইরে বাগানের মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি নিজে বাউন্ডারি লাইনের বাইরে গিয়ে বাগানের মধ্যে বল খুঁজতে। যে ভিডিও CSK সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। বর্তমান পরিস্থিতির জন্য মাঠের মধ্যে দলের খেলোয়াড়রা ছাড়া অন্য কারোর প্রবেশের অনুমতি নেই। সেই কারণে কোনো বল বয় বা অন্য কোন সহকারী মাঠে উপস্থিত নেই।

MS ধোনির বল খোঁজার ভিডিও

Twitter source- CSK

আরো পড়ুন- অলিম্পিকে যারা মেডেল জেতেনি তাদের জন্য পুরস্কার ঘোষণা টাটার

১৯ সেপ্টেম্বর আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে দুবাইতে যেখানে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২১ আইপিএলে Csk যথেষ্ট ভাল ফর্মে ছিল প্রথম পর্বে, এবার দেখার বিষয় দ্বিতীয় পর্বে তারা কেমন পারফরম্যান্স করে। দ্বিতীয় পর্বে মোট ৮ টি ম্যাচ খেলবে Csk, বর্তমানে তাদের পয়েন্ট সংখ্যা ১০। পয়েন্ট টেবিলে তারা দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালসের পরে, DC এর পয়েন্ট সংখ্যা ১২।

Previous articleবিদ্যালয়ের নামকরণ করা হলো মেডেল জয়ী অলিম্পিয়ানদের নামে
Next articleগরীবের ভগবান সোনু সুদ যোগ দিচ্ছেন রাজনীতিতে? জবাব দিলেন অভিনেতা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply