এবি ডি ভিলিয়ার্স কে নিয়ে চরম সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে প্রত্যাবর্তন হবে এবি ডি ভিলিয়ার্সের

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় এবি ডি ভিলিয়ার্সের প্রত্যাবর্তন হতে পারে। আইপিএল চলাকালীন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার এর সঙ্গে কিছু কথাবার্তা হয় ডি ভিলিয়ার্সের। ডিভিলিয়ার্স নিজেও আইপিএলের একটি ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আশা ব্যক্ত করেছিলেন।

কিন্তু এবার সর্বসম্মতভাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়ে দিল যে এবি ডি ভিলিয়ার্সের অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত থাকছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। ডিভিলিয়ার্সের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।

এবছর আইপিএলে RCB-র হয়ে ডিভিলিয়ার্সের পারফরম্যান্স ছিল নজরকাড়া। 7 টি ম্যাচে 207 রান করেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দিরেক্টর গ্র্যাম স্মিথ ডিভিলিয়ার্স কে ফেরানোর ব্যাপারে আশা জাগিয়েছিলেন। আসলে 2021-22 এই দুই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে। সেই কারণেই ফর্মে থাকা ডিভিলিয়ার্স কে জাতীয় দলে চাইছিল দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলার জন্য দল ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকার সেখানেই বিবৃতি দিয়ে এই খবর প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত তরুণ ক্রিকেটারদের উপরই ভরসা রাখল CSA নির্বাচকরা।

আরো পড়ুন- মনে দুঃখ নিয়েই অবসর নিলেন এই KKR তারকা বোলার। দেখুন বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার দল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে

ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, স্যারেল এরউই, বেউরান হেন্ড্রিক্স, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, লুঙ্গি এনজিদি, আইডেন মার্ক্রাম, উইয়ান মুলদার, অ্যানরিচ নর্টজে, কেগান পিটারসন, ক্যাগিসো রাবাদা, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভারেরিনে, তাবরেজ শামসি, লিজানা উইলিয়ামস, মার্নেলান সুব্লানস।

Previous articleশনি গ্রহের চাঁদ টাইটান-এ প্রাণের সম্ভাবনা, কি বলছেন বিজ্ঞানীরা?
Next articleব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া: প্রি-রেজিস্ট্রেশন করবেন কিভাবে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply