সম্পূর্ণ এলাকা নীল হলুদ রঙের, মঙ্গল গ্রহের বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা

মহাকাশ প্রেমীদের জন্য মনমুগ্ধকর এক ছবি প্রকাশ করেছেন নাসা। যা দেখে বিস্মৃত প্রায় সকল নেটিজেনরা। লাল গ্রহ অর্থাৎ মঙ্গলের উত্তর মেরুর এক বিস্তীর্ণ এলাকা, যার রং নানা রকমের। আর সেই ছবি প্রকাশ করে সকল মহাকাশ প্রেমী মানুষের মন জয় করেছে আমেরিকার এই মহাকাশ গবেষণা কেন্দ্র।

মঙ্গল গ্রহের (MARS) নর্দান পোলার ক্যাপ জুড়ে যেন নীল হলুদের বিস্তৃর্ণ মহাসাগর। নাসা দ্বারা প্রকাশিত ছবিতে ইতিমধ্যেই দুই হাজারেরও বেশি মন্তব্য পড়েছে, পছন্দ করেছে ৭ লক্ষেরও বেশি মানুষ। ছবিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করবার পিছনে অবশ্য একটি উপলক্ষও রয়েছে। গত ৭ এপ্রিল নাসার MARS Odyssey Orbiter ২০ বছর পূর্ণ করল। আর সেই সফলতাকে উদযাপন করতে নাসার তরফ থেকে সকল মহাকাশ প্রেমীদের জন্য এটি একটি উপহার।

আরো পড়ুন – নাসা: সোমবার নয়, বুধবার ভোরে মঙ্গল গ্রহে উড়তে চলেছে প্রথম হেলিকপ্টার

নাসা জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিটি এক বিস্তীর্ণ অঞ্চলের, যা প্রায় হাজার ১৯ মাইল এলাকা জুড়ে অবস্থিত। মঙ্গল গ্রহের এই অঞ্চল জুড়ে রয়েছে নীল ও হলুদ রঙের বালির সমুদ্র। তবে এখানকার রং কেবল নীল ও হলুদ তা কিন্তু একেবারেই নয়। সময় এবং তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রংও বদলে যায় এই অঞ্চলের। যেখানে তাপমাত্রা কম সেখানকার রং নীল এবং তুলনামূলক উষ্ণ অঞ্চল যেখানে সূর্যের আলো পড়ে সেই অঞ্চলটি হলুদ। নীল ও হলুদের এই আশ্চর্য সংমিশ্রণ বেশ মনমুগ্ধকর এক দৃশ্যের সৃষ্টি করে এই অঞ্চলে।

ছবিটির ইতিহাস সম্পর্কে এবার একটু জেনে নেওয়া যাক। নাসা জানিয়েছে এই ছবিটি তোলা হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মাঝামাঝি সময়ে। ছবিটি তোলা হয় নাসার MARS Odyssey Orbiter থেকে, যেটি একটি রোবটিক স্পেসক্রাফট। এই স্পেসক্রাফটটিকে তৈরি করা হয়েছিল মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করে ‘থার্মাল ইমেজের‘ এর সাহায্যে জল বা বরফের অস্তিত্ব খুঁজে বার করবার জন্য। সবথেকে যেটি চমকপ্রদ বিষয় সেটি হল; এই স্পেসক্রাফটটি মঙ্গল গ্রহের উপর কাজ করা সবথেকে পুরনো স্পেসক্রাফট। ২০০১ সাল থেকে এটি মঙ্গল গ্রহের উপরে কাজ করে চলেছে।

“সম্পূর্ণ এলাকা নীল হলুদ রঙের, মঙ্গল গ্রহের বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন