বিরাট কোহলি তামান্না ভাটিয়ার ব্যক্তিগত বিমানে। ইনস্টাগ্রামে ঝড় তুললো তামান্নার পোস্ট

Tamanna Bhatia Instagram post

বলিউড তথা দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্যক্তিগত বিমানে রয়েছেন বিরাট কোহলি। তামান্নার ইনস্টাগ্রম পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তামান্না ও বিরাট কোহলি প্রেম কারো অজানা নয়। বাহুবলির এই অভিনেত্রীর সঙ্গে প্রথমবার বিরাট কোহলির সাক্ষাৎ হয় একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। এরপর তাদের মধ্যে প্রেম পর্ব বেশ কিছুদিন চলে বলে গুঞ্জন ছড়ায়। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিরাট কোহলি পরবর্তীকালে অনুষ্কা শর্মার সাথে দীর্ঘদিন সম্পর্কে থাকবার পর 2017 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

সম্প্রতি তামান্না ভাটিয়া ইনস্টাগ্রামে একটি ফটো শেয়ার করে। যেখানে তামান্না তার ব্যক্তিগত বিমানে করে হায়দ্রাবাদ যাচ্ছিল, তামান্নার হাতে কেক, চিপস, বিস্কুট ইত্যাদিতে ভরা একটি প্লেট ছিল। কিন্তু তার পেছনের চেয়ার থেকে কে উকি মারছে, একদম হুবহু দেখতে বিরাট কোহলির মত। ঘাবড়াবেন না উনি বিরাট কোহলি নন, তামান্নার সাথে পেছনের মহিলা এবং পুরুষ হল তার মেকআপ আর্টিস্ট। আসলে ছেলেটির মুখের গঠন ও চুল বিরাট কোহলির সঙ্গে মিলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় তা যথেষ্ট ভাইরাল হয়।

Tamanna Bhatia Instagram post

Instagram source- @tamannaahspeaks

এখনো পর্যন্ত ইনস্টাগ্রাম পোস্টটিতে 6.5 লক্ষের বেশি লাইক ও 1850 এর বেশি কমেন্ট পড়েছে। কমেন্টে অনেকে লিখেছেন, “পিছনে বিরাট কোহলি কি করছে”, “এটা কি বিরাট কোহলি?” যাইহোক ব্যাপারটা সবাই মজার ছলেই নিয়েছে।

আরো পড়ুন- জাহ্নবী কাপুরের অত্যাশ্চর্য ফটোশুট মালদ্বীপে। দেখুন সেই ছবি গুলি

বিরাট কোহলির মত যে ছেলেটিকে দেখা যাচ্ছে তার নাম ফ্লোরিয়ান হুরলে ও মেয়েটির নাম নিলাম কেনিয়া। দক্ষিণী এই অভিনেত্রীর প্রথম ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে যার নাম 11th hours। সেটির বিজ্ঞাপন প্রচারের জন্য তিনি হায়দ্রাবাদ যাচ্ছিলেন।

Previous articleনাসা: সোমবার নয়, বুধবার ভোরে মঙ্গল গ্রহে উড়তে চলেছে প্রথম হেলিকপ্টার
Next articleসম্পূর্ণ এলাকা নীল হলুদ রঙের, মঙ্গল গ্রহের বিস্ময়কর ছবি প্রকাশ করল নাসা
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।