নাসা: সোমবার নয়, বুধবার ভোরে মঙ্গল গ্রহে উড়তে চলেছে প্রথম হেলিকপ্টার

নাসার ingenuity হেলিকপ্টারের ষষ্ঠ উড়ান কবে হবে? বিস্তারিত জানালো নাসা
INGENUITY helicopter

দিন পরিবর্তন করল নাসা। মঙ্গল গ্রহের আকাশে প্রথম হেলিকপ্টার উড়ানোর দিন পিছিয়ে গেল যান্ত্রিক গোলযোগের কারণে। পৃথিবীর বাইরে লাল গ্রহে প্রথমবারের জন্যে যে হেলিকপ্টারটির ওড়ার কথা ছিল সোমবার অর্থাৎ ১২ এপ্রিল সেই দিন পিছিয়ে নির্ধারিত দিন ঠিক হয়েছে বুধবার অর্থাৎ ১৪ এপ্রিল।

নাসা জানিয়েছে মঙ্গল গ্রহের হেলিকপ্টার ‘ইনজেন্যুইটি‘ (Ingenuity Halicopter) ভারতীয় সময় অনুযায়ী ১২ তারিখের পরিবর্তে ১৩ তারিখ রাত্রে অথবা ১৪ তারিখ ভোরে ওড়ানো হতে পারে।

এবার একটু জেনে নেওয়া যাক এই হেলিকপ্টারটির সম্পর্কে। গত প্রায় দু’মাস আগে ১৯ ফেব্রুয়ারি নাসা দ্বারা মঙ্গলে প্রদত্ত ল্যান্ডারটি লালগ্রহের লাল মাটি স্পর্শ করেছিল। যে ল্যান্ডারটির ভেতরে ছিল পার্সিভ্যেরান্স রোভার (perseverance Rover)। আর এই রোভারটির পেটের সাথে যুক্ত ছিল ইনজেন্যুইটি হেলিকপ্টারটি। মঙ্গল গ্রহের বুকে অবতরণের পর সপ্তাহ খানেক আগে এই হেলিকপ্টারটিকে পরীক্ষামূলক ভাবে ওড়ানো হয়েছিল এবং পরীক্ষা করে দেখা হয়েছিল লালগ্রহের হাড় জমানো ঠান্ডায় এর যন্ত্রাংশগুলো কাজ করে কিনা। সেই পরীক্ষাগুলোতে বেশ ভালো ভাবেই উত্তরে গিয়েছিল হেলিকপ্টারটি।

আরো পড়ুন – দৈত্যাকার বরফে মোড়া ইউরেনাস নির্গত করছে এক্স-রশ্মি, কি বলছেন বিজ্ঞানীরা

পরীক্ষার প্রথম ধাপ গুলিতে হেলিকপ্টারটি যথাযথভাবে উত্তীর্ণ হলেও, সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল শেষ ধাপটি। নাসা পরীক্ষা করে দেখতে চেয়েছিল হেলিকপ্টারটির উপরে থাকা চারটি রোটার ব্লেড যথাযথ গতিবেগে ঘুরছে কি না। তবে শনিবার পরীক্ষাটি মাঝপথে বন্ধ করে দিয়েছিল নাসা।

গত শুক্রবার রোটার ব্লেড গুলির গতিবেগ পরীক্ষা করার জন্য চারটি ব্লেডকেই একে অন্যের বিপরীতে ঘোরানো হয়। মিনিটে ২.৫ হাজার বার বা পৃথিবীতে ঘোরা হেলিকপ্টারের ব্লেডের ৮ গুণ গতিবেগে ঘোরার কথা ছিল রোটার ব্লেড গুলির। যেহেতু মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অনেক পাতলা সে কারণে এতটা পরিমান গতির প্রয়োজন ৪ পাউন্ডের এই হেলিকপ্টারটিকে ওড়ানোর জন্য।

নাসা গত শুক্রবার গ্রাউন্ড স্টেশন থেকে বার্তা পাঠায় ইনজেন্যুইটিকে। কিন্তু নাসার কথামতো যতটা গতিবেগ প্রয়োজন ততটা গতিতে ঘুরতে পারেনি হেলিকপ্টারের রোটার ব্লেড গুলি। যে কারণে নাসার তরফ থেকে তৎক্ষণাৎ বন্ধ করে দেয়া হয় হেলিকপ্টারটিকে। আর এ কারণেই নাসা পুনরায় প্রস্তুতি নিতে নির্ধারিত দিনটিকে পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Previous articleIPL 2021 CSK VS DC: 12 লক্ষ টাকা জরিমানা করা হলো MS Dhoni কে। কিন্তু কেন
Next articleবিরাট কোহলি তামান্না ভাটিয়ার ব্যক্তিগত বিমানে। ইনস্টাগ্রামে ঝড় তুললো তামান্নার পোস্ট
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply