মূল প্রী-লঞ্চ পরীক্ষায় সাফল্য পেল বিশ্বের সবচেয়ে বড় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
James Webb Space Telescope

আমেরিকার অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় এবং অন্যতম শক্তিশালী স্পেস টেলিস্কোপ এর উপরে কাজ করছে। যে টেলিস্কোপটি নাম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb space telescope)

টেলিস্কোপটি এখনো পর্যন্ত নির্মিত সমস্ত টেলিস্কোপ গুলির মধ্যে সবচেয়ে বড় এবং সবথেকে শক্তিশালী। এতে রয়েছে ২১ ফুট ৪ ইঞ্চি (৬.৫ মিটার) আয়তনের অতিকায় আয়না বা গোল্ডেন মিরর। আয়না টিতে ১৮টি ষড়ভূজ বা হেক্সাগণাল বিভাগ রয়েছে, যার প্রতিটি বিভাগের উপরে রয়েছে সোনার অতি পাতলা বা আলট্রা থিন আস্তরন।

আরো পড়ুন -প্রায় ৫ বিলিয়ন বছর পুরনো গ্রহাণু BENNU-এর ছবি শেয়ার করল নাসা

২০২১ সালের শেষের দিকে অথবা ২০২২ সালের শুরুতে লঞ্চ করা হবে এই টেলিস্কোপটি। যার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলো নাসা। পৃথিবীতে থাকাকালীন এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে এর বিশাল আয়নাটি ফোল্ড এবং এনফল্ড করতে পারে কিনা সেই পরীক্ষাই করা হচ্ছিল। এই মুল প্রী-লঞ্চ পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে জেমস ওয়েব টেলিস্কোপটি। নাসা এই সাফল্য কে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও শেয়ার করেছে সম্প্রতি।

আমাদের ব্রহ্মান্ডের সৃষ্টি কিভাবে হয়েছিল এবং এর উৎস কোথায় এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে এই বিশাল টেলিস্কোপ। আগামী দিনে প্রায় ১.৬ মিলিয়ন কিলোমিটার পাড়ি দেবে জেমস ওয়েব। এটি নির্মাণে খরচ হয়েছে ১০ বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় টাকায় ৭৩,৫৪৬,২৫ কোটি টাকার কাছাকাছি। টেলিস্কোপটি নির্মাণ করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল এরোস্পেস এন্ড ডিফেন্স টেক কোম্পানি। টেলিস্কোপটি Ariane 5 rocket এর সাহায্যে আগামী ৩১শে অক্টোবর লঞ্চ করার পরিকল্পনা করছে নাসা।

Previous articleঅল্পের জন্য রক্ষা পেল ওয়ার্নার, স্মিথ, প্যাট কামিন্সরা। কি কারনে দেখুন বিস্তারিত
Next articleশতাধিক গ্যালাক্সিগুচ্ছ: এক আশ্চর্য ছবি শেয়ার করল নাসা, দেখুন সেই ছবি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply