বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা ভারতের এই সুপারস্টার

বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা ভারতের এই সুপারস্টার

ভারতের অভিনেতা অভিনেত্রীরা হিন্দি সিনেমা থেকে প্রচুর পয়সা আয় করে এছাড়া বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের মাধ্যমে তারা আয় করে থাকে। কিন্তু আপনি কি জানেন ভারতের এক অভিনেতা যিনি সারা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছেন বার্ষিক আয়ের দিক দিয়ে। যদিও এই অভিনেতা হলিউডে অভিনয় করেন না। একমাত্র ভারতীয় সিনেমা ও বিজ্ঞাপনের দ্বারাই আয় করে থাকে। কিন্তু তার এই আয় বিশ্বের তাবোর অভিনেতা অভিনেত্রীদের পিছনে ফেলে দিয়েছে।

শাহরুখ খানের নাম তো আমরা সবাই শুনেছি এবং দেখেছি। সিনেমার পর্দায় বা টিভিতে বিজ্ঞাপনে, রাস্তায় বড় বড় বিজ্ঞাপনের পোস্টারে, আইপিএলে দল কেনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা তাকে দেখি। ভারতের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। সেরা ১০ জনের তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা রূপে রয়েছেন তিনি। সম্প্রতি প্রকাশিত বিশ্বের আট জন ধনী ব্যক্তির মধ্যে রয়েছেন শাহরুখ খান।

আরো পড়ুন- ATM এর 4 সংখ্যা পিনের পেছনে রয়েছে এক ভালবাসার গল্প, ATM মেশিন এর আবিষ্কার

বিশ্বের সেরা ৮ জন ধনী ব্যক্তি

  • ১. জেরি সিনফেল্ড: $1 বিলিয়ন
  • ২. টাইলার পেরি: $1 বিলিয়ন
  • ৩. ডোয়াইন জনসন: $800 মিলিয়ন
  • ৪. শাহরুখ খান: $770 মিলিয়ন
  • ৫. টম ক্রুজ: $620 মিলিয়ন
  • ৬. জ্যাকি চ্যান: $520 মিলিয়ন
  • ৭. জর্জ ক্লুনি: $500 মিলিয়ন
  • ৮. রবার্ট ডি নিরো: $500 মিলিয়ন
Previous articleগোল্ডেন গ্লোব পুরস্কার পেল ভারতীয় ছবি RRR
Next articleমুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টের কাজ চলছে খুব দ্রুত গতিতে, Update
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply