আইপিএলের এই খেলোয়াড় এখন বাস চালক। তিনি ধোনির অধীনে খেলেছেন

আইপিএলের এই খেলোয়াড় এখন বাস চালক

আইপিএল দেশ-বিদেশের বহু খেলোয়াড় কে কোটিপতি করেছে কিন্তু এমন খেলোয়ারও রয়েছে যারা ক্রিকেট ছেরে সম্পূর্ণ অন্য পেশায় বর্তমানে নিজেদের জীবন কে অতিবাহিত করছে।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শ্রীলংকার অফস্পিনার ‘সুরাজ রণদীপ‘ ২০১১ ও ২০১৩ সালে খেলেছেন। দু বছরে মোট ৮টি ম্যাচ খেলেছেন সুরাজ রণদীপ। বর্তমানে এই ৩৬ বছর বয়সি অফ স্পিনার অস্ট্রেলিয়াতে বাসচালকের পেশায় নিযুক্ত আছেন। একটি ফ্রেঞ্চ কোম্পানির অধীনে মেলবোর্নে তিনি বাস চালান।

আরো পড়ুন- বড় খবর, চতুর্থ টেস্টে থাকছেনা জসপ্রীত বুমরাহ

প্রাক্তন এই শ্রীলংকার অফস্পিনারের টেস্ট ম্যাচে অভিষেক ঘটে ২০১০ সালে এবং ২০০৯ সালে একদিনের ম্যাচে ভারতের বিরুদ্ধে। দেশের হয়ে তিনি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।

শ্রীলংকার এই ক্রিকেটার ছাড়াও জিম্বাবুয়ের ক্রিকেটার ‘ওয়েডিংটন ময়য়েনগা‘ তিনি বাস চালকের পেশায় নিযুক্ত আছেন।

Previous articleনিষিদ্ধ হলো ‘online rummy’, সিদ্ধান্ত নিল কেরালা সরকার
Next articleহোয়াটসঅ্যাপের এই অভিনব ফিচারটি হয়তো অনেকেই জানেন না, জানা না থাকলে এক্ষুনি জেনে নিন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply