হোয়াটসঅ্যাপের এই অভিনব ফিচারটি হয়তো অনেকেই জানেন না, জানা না থাকলে এক্ষুনি জেনে নিন

সোশ্যাল মিডিয়ার যুগে হোয়াটসঅ্যাপ যে কতটা উপযোগী একটি অ্যাপ্লিকেশন তা সকলেই জানেন। প্লে-স্টোরে বর্তমানে এটির ডাউনলোড সংখ্যা ৫ বিলিয়ন ছাড়িয়েছে। এই বহুল ব্যবহৃত হোয়াটসঅ্যাপ সম্পর্কে এখনো এমন অনেক কিছুই আছে যা আমাদের অজানা। প্রায়শই আসতে থাকা আপডেটগুলি অ্যাপটিকে আগের চেয়ে অনেক বেশি উন্নত করেছে। চলুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের এই অভিনব ফিচারটি সম্পর্কে।

হোয়াটসঅ্যাপের এই অভিনব ফিচারটি হয়তো অনেকেই জানেন না

হোয়াটসঅ্যাপ একটি মেসেজ অ্যাপ্লিকেশন, যেখানে আপনি আপনার পরিচিতদের কে মেসেজ করে থাকেন। কিন্তু আপনি কি জানেন আপনি নিজেই নিজের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। হ্যাঁ! ঠিকই শুনেছেন। হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার রয়েছে যেটির সাহায্যে আপনি নিজেই নিজের ফোন থেকে মেসেজ, ছবি বা ভিডিও পাঠাতে পারবেন নিজের হোয়াটসঅ্যাপে। আপনি যদি চান আপনার বাজারের ফর্দ এখানে লিখে বাজারে নিয়ে যেতে পারেন। কিন্তু কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন – নিষিদ্ধ হলো ‘online rummy’, সিদ্ধান্ত নিল কেরালা সরকার

১ম ধাপ: প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল, যে ফোনে আপনার হোয়াটসঅ্যাপ টি খোলা রয়েছে সেই ফোনটির ব্রাউজারটি খুলে নিন। আপনার ব্রাউজারটি যেকোনো ব্রাউজার হতে পারে; যেমন: ক্রোম, ফায়ারফক্স বা স্যামসাংয়ের ডিফল্ট ব্রাউজার।

২য় ধাপ: আপনার ফোনের ব্রাউজার টি খোলার পর সেখানে থাকা সার্চ বা এড্রেস বারে লিখুন http://wa.me/আপনার ফোন নাম্বার। যদি আপনার ফোন নাম্বারটি হয় ৯৮৭৬৫৪৩২১০ তবে আপনাকে লিখতে হবে http://wa.me/+৯১৯৮৭৬৫৪৩২১০। টাইপ করার পর ‘সার্চ’ বা ‘গো’ বিকল্পটি বেছে নিতে হবে আপনাকে।

৩য় ধাপ: ‘সার্চ’ বা ‘গো’ বিকল্পটি বেছে নেওয়ার পর আপনার সামনে হোয়াটসঅ্যাপের একটি পেজ খুলে যাবে। যেখানে লেখা থাকবে ‘CONTINUE TO CHAT’, আপনাকে সেখানে ক্লিক করতে হবে।

৪র্থ ধাপ: এটি হবে আপনার শেষ ধাপ। যেখানে আপনার নাম ও নম্বর সহ হোয়াটসঅ্যাপের মতোই একটি উইন্ডোজ আপনার সামনে চলে আসবে। যেখানে থাকবে একটি চ্যাট বক্স, আর এই চ্যাট বক্সে আপনি আপনার পছন্দ মত যে কোন মেসেজ করে পাঠিয়ে দিন। ব্যস এটুকু করার পরেই চলে যান আপনার হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারএ। দেখতে পাবেন আপনার পাঠানো মেসেজ টি আপনারই হোয়াটসঅ্যাপে এসে হাজির। এবার আপনি বাজারের ফর্দ বা যেকোনো নোট লিখে নিজেকে পাঠিয়ে দিতেই পারেন।

“হোয়াটসঅ্যাপের এই অভিনব ফিচারটি হয়তো অনেকেই জানেন না, জানা না থাকলে এক্ষুনি জেনে নিন”-এ 1-টি মন্তব্য

Leave a Reply