হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে নেওয়ার শেষ তারিখ কবে? না মানলে কি হবে? উত্তর দিলো হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই হোয়াটসঅ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসি নিয়ে যে বিতর্কে জড়িয়ে ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। বছরের শুরুর দিকে, অর্থাৎ জানুয়ারি মাসে হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে জানানো হয়, ৮ই ফেব্রুয়ারির মধ্যে যদি কোন গ্রাহক তাদের নতুন প্রাইভেসি পলিসি মেনে না নেন তবে তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে। এই নীতি দেশজুড়ে অনেকেই মেনে নিতে অস্বীকার করে। যে কারণে হোয়াটসঅ্যাপ এর পক্ষ থেকে তারিখটি পিছিয়ে দেওয়া হয়। হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে নেওয়া শেষ তারিখ ঠিক করা হয়েছে ১৫ই মে

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে নেওয়ার শেষ তারিখ কবে

সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ তাদের নতুন প্রাইভেসি পলিসি তে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এই বদল এর ফলে গ্রাহকদের কাছে দুটি বিকল্প থাকবে; যেখানে গ্রাহকরা যদি এই নীতি মেনে না নেন তবে তারা কেবল হোয়াটসঅ্যাপে কল ও নোটিফিকেশন গুলি পাবেন কিন্তু মেসেজ পাঠাতে পারবেন না। এবং যারা মেনে নেবেন তারা সমস্ত সুবিধা ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন – হোয়াটসঅ্যাপের এই অভিনব ফিচারটি হয়তো অনেকেই জানেন না, জানা না থাকলে এক্ষুনি জেনে নিন

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি যদি গ্রাহকরা মেনে নেন বা না নেন তবে তাদের জন্য দ্বিতীয় বিকল্পও রয়েছে। গ্রাহকরা তাদের হোয়াটসঅ্যাপের চ্যাট এর ইতিহাস (chat history) টি ডাউনলোড করে সেটি অন্য অ্যাপ্লিকেশনেও ব্যবহার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি না মানলে কি হবে

কোম্পানি তরফ থেকে যেহেতু তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে সে কারণে গ্রাহকদের হাতে যথেষ্ট সময় রয়েছে তাদের মতামত গ্রহণের জন্য। এর পরও যে সমস্ত গ্রাহকরা এই নতুন প্রাইভেসি পলিসি মেনে নেবেন না তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আগামী ১৫ই মে এর পর ১২০ দিনের মধ্যেই ডিলিট করে দেয়া হবে কোম্পানি তরফ থেকে।

“হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে নেওয়ার শেষ তারিখ কবে? না মানলে কি হবে? উত্তর দিলো হোয়াটসঅ্যাপ”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন