এবার সিনেমাতে হরভজন সিং। মুক্তি পেল ছবির টিজার

এবার সিনেমাতে হরভজন সিং। মুক্তি পেল ছবির টিজার

ভারতীয় ক্রিকেটে হরভজন সিং নামটা খুবই প্রচলিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল ও ধারাভাষ্যকার রূপে বর্তমানে আমরা তাকে টিভির পর্দায় দেখেছি। এবার ছোটপর্দা থেকে বড় পর্দায় নিজের অভিষেক করে ফেললেন হরভজন সিং

ফ্রেন্ডশিপ'(friendship) নামের একটি তামিল সিনেমাতে ভাজ্জি কে দেখা যাবে একজন অ্যাকশন হিরোর চরিত্রে। হরভজন নিজেই তার টুইটার অ্যাকাউন্টে সোমবার সিনেমার টিজার শেয়ার করেছেন। সিনেমাটি তামিল, তেলেগু ও হিন্দি এই ৩টি ভাষাতে মুক্তি করা হবে।

Twitter source- @harbhajan_singh (Harbhajan Singh)

ফ্রেন্ডশিপ সিনেমার কিছু তথ্য

অভিনয়ে রয়েছেন:- হরভজন সিং, অর্জুন সার্জা, সতীশ মুথুকৃষ্ণান, মুঠুপেটটাই সোমু ভাস্কর।
সিনেমার ডিরেক্টর:- জন পল রাজ।

সিনেমাটি ২০২০তে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশ্বজুড়ে করোনা অতিমারীর কারণে সেটি স্থগিত হয়ে যায়। বর্তমানে ছবিটির টিজার মুক্তি করা হলেও ‘ফ্রেন্ডশিপ’ সিনেমার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

আরো পড়ুন- টুম্পা সোনা গানের লেখক, গায়ক ও বিস্তারিত বিবরণ

হরভজন সিং এর আসন্ন সিনেমা

দিক্কিলুনা (Dikkiloona)- ২০২২

দিক্কিলুনা‘ একটি তামিল সিনেমা যার পরিচালক ‘কার্তিক যোগী‘।

সিনেমার দুনিয়াতে প্রধান চরিত্রে হরভজন সিং প্রথমবার আসলেও, পূর্বে বিভিন্ন চরিত্রে স্বল্প সময়ের জন্য তাকে সিনেমাতে দেখা গেছে।

Previous articleহোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে নেওয়ার শেষ তারিখ কবে? না মানলে কি হবে? উত্তর দিলো হোয়াটসঅ্যাপ
Next articleবিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন বিরাট কোহলি। টুইট করল আইসিসি
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply