ভারতীয় ক্রিকেটে হরভজন সিং নামটা খুবই প্রচলিত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএল ও ধারাভাষ্যকার রূপে বর্তমানে আমরা তাকে টিভির পর্দায় দেখেছি। এবার ছোটপর্দা থেকে বড় পর্দায় নিজের অভিষেক করে ফেললেন হরভজন সিং।
‘ফ্রেন্ডশিপ'(friendship) নামের একটি তামিল সিনেমাতে ভাজ্জি কে দেখা যাবে একজন অ্যাকশন হিরোর চরিত্রে। হরভজন নিজেই তার টুইটার অ্যাকাউন্টে সোমবার সিনেমার টিজার শেয়ার করেছেন। সিনেমাটি তামিল, তেলেগু ও হিন্দি এই ৩টি ভাষাতে মুক্তি করা হবে।
Sharp,Crisp,Intense #FriendShipMovieTeaser of my Movie is Here.Enjoy it,Guys!
— Harbhajan Turbanator (@harbhajan_singh) March 1, 2021
Tamil –https://t.co/LSUImD7xUG
Telugu-https://t.co/unECTwvJK5
Hindi-https://t.co/BSzIWz05iG
@JPRJOHN1 @akarjunofficial @shamsuryastepup #Losliya @actorsathish @JSKfilmcorp @ImSaravanan_P
Twitter source- @harbhajan_singh (Harbhajan Singh)
ফ্রেন্ডশিপ সিনেমার কিছু তথ্য
অভিনয়ে রয়েছেন:- হরভজন সিং, অর্জুন সার্জা, সতীশ মুথুকৃষ্ণান, মুঠুপেটটাই সোমু ভাস্কর।
সিনেমার ডিরেক্টর:- জন পল রাজ।
সিনেমাটি ২০২০তে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশ্বজুড়ে করোনা অতিমারীর কারণে সেটি স্থগিত হয়ে যায়। বর্তমানে ছবিটির টিজার মুক্তি করা হলেও ‘ফ্রেন্ডশিপ’ সিনেমার মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
আরো পড়ুন- টুম্পা সোনা গানের লেখক, গায়ক ও বিস্তারিত বিবরণ
হরভজন সিং এর আসন্ন সিনেমা
দিক্কিলুনা (Dikkiloona)- ২০২২
‘দিক্কিলুনা‘ একটি তামিল সিনেমা যার পরিচালক ‘কার্তিক যোগী‘।
সিনেমার দুনিয়াতে প্রধান চরিত্রে হরভজন সিং প্রথমবার আসলেও, পূর্বে বিভিন্ন চরিত্রে স্বল্প সময়ের জন্য তাকে সিনেমাতে দেখা গেছে।
[…] আরো পড়ুন- এবার সিনেমাতে হরভজন সিং। মু… […]