এবার করোনার থাবা ধোনির পরিবারে। দেখে নিন বিশদে

রাচি: সারা ভারতে করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। খেলোয়ার, সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই ভাইরাসের শিকার হচ্ছেন। এবার ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরিবারে করোনা পজিটিভ পাওয়া গেছে। ধোনির পিতা-মাতার সম্প্রতি করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের দু’জনকেই ‘Pulse Superspeciality’ হসপিটালে ভর্তি করা হয়েছে যা ঝাড়খন্ড রাজ্যের রাচি শহরে অবস্থিত।

সংবাদ সংস্থা ANI টুইট করে খবরটি প্রকাশ করেছে। টুইটারে ANI লিখেছে, “MS ধোনির পিতা-মাতাকে করোনা টেস্টের পর রিপোর্ট পজিটিভ আশায় তাদের কে হসপিটালে ভর্তি করা হয়েছে। অক্সিজেনের মাত্রা স্থিতিশীল রয়েছে। পালস সুপারস্পেস্যালিটি হসপিটাল, রাঁচি, ঝাড়খন্ড”।

আরো পড়ুন- CSK এর বিপক্ষে আসছে সুনীল নারিন? কি বললেন ব্রেন্ডন ম্যাককালাম

ঝাড়খন্ড রাজ্যে অতিমারির পরিস্থিতি বেড়ে যাওয়ায় সেখানকার রাজ্য সরকার মঙ্গলবার 22 থেকে 29 এপ্রিল লকডাউন ঘোষণা করেছে।

বর্তমানে মহেন্দ্র সিং ধোনি আইপিএল খেলার জন্য CSK এর সাথে রয়েছে মুম্বাইতে। মুম্বাইতে দুটি ম্যাচ খেলার পর CSK এবার দিল্লি যাবে। প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করেছে চেন্নাই সুপার কিংস, একটিতে তাদের পরাজয় হয়েছে।

মন্তব্য করুন