এবার সাহায্যের জন্য এগিয়ে এলো যুবরাজ সিংয়ের সংস্থা। দেখুন বিশদে

সারা ভারতে করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের জন্য এবার সাহায্যের জন্য এগিয়ে এলো যুবরাজ সিংয়ের সংস্থা ‘YouWeCan‘। সারা ভারত জুড়ে তারা করোনা রোগীদের জন্য বেডের ব্যবস্থা করবে। যুবরাজ সিং তার অফিসিয়াল টুইটার একাউন্টের মাধ্যমে খবরটি প্রকাশ করেছে।

মিশন ১০০০ বেড” নামে তারা এই ক্যাম্পেইনটি রান করবে। তবে এই কাজে যুবরাজ একা নয়, ওয়ান ডিজিটাল এন্টারটেইনমেন্ট এর সঙ্গে সহযোগে তারা এই কাজটি সম্পন্ন করবে। এই উদ্যোগের মাধ্যমে বিশেষত সরকারি পরিকাঠামো কে আরো শক্ত করে তোলা। করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় ভেন্টিলেটর, অক্সিজেন, বেড যাবতীয় সরঞ্জাম তারা সরবরাহ করবে।

টুইটারে যুবরাজ সিং লিখেছে যে, “করোনার দ্বিতীয় ঢেউ ধ্বংসাত্মক হয়েছে। অসংখ্য প্রাণহানি হয়েছে এবং হাজার হাজার মানুষকে লড়াই করতে হয়েছে। #mission1000bed গুলি হাসপাতালের পরিকাঠামো ক্ষমতা বাড়ানোর একটি প্রচেষ্টা। আমাদের লড়াইয়ে যোগ দিন যাতে আমরা মূল্যবান জীবন বাঁচাতে পারি।”

আরো পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জার্সি প্রকাশ করল রবীন্দ্র জাদেজা

যুবরাজ সিংয়ের টুইট

দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, জম্মু-কাশ্মীর, রাজস্থান, তেলেঙ্গানা ইত্যাদি রাজ্য ‘YouWeCan‘ এই মিশনটি কে প্রথমে চালু করবে।

মন্তব্য করুন