এই তরুণ billionaire কিনবেন OLA ইলেকট্রিক স্কুটার

এই তরুণ billionaire কিনবেন OLA ইলেকট্রিক স্কুটার

OLA ইলেকট্রিক স্কুটার: বর্তমানে ইলেকট্রিক বাইকের জগতে আলোরন ফেলতে চলেছে OLA ইলেকট্রিক স্কুটার। দিনের পর দিন গ্রাহকদের উত্তেজনা বাড়ছে স্কুটার টির উপর। ১০ টি রঙে স্কুটার টি বাজারে লঞ্চ হতে চলেছে যার ছবি কোম্পানি ইতিমধ্যেই প্রকাশ করেছে। এছাড়া আপনি এখন স্কুটার টি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মাত্র ৪৯৯ টাকায় বুকিং করতে পারবেন।

এই বুকিং করার ফলে স্কুটার টি যখন লঞ্চ হবে তখন এর প্রথম দাবিদার আপনারাই হবেন। যদিও বুকিং ক্যানসেল করলে টাকা সম্পূর্ণ ফেরত পাওয়া যাবে। সম্প্রতি টুইটারে OLA কোম্পানির CEO তরফ থেকে একটি রি-টুইট করা হয়, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্কুটার টি বুকিং করার পর একটি স্ক্রিনশট শেয়ার করেছেন এবং ক্যাপশনে লেখা ‘Done’। কিন্তু আপনারা জানলে অবাক হবেন এই ব্যক্তি আর কেউ নয় তিনি Paytm কোম্পানির কর্ণধার বিজয় শেখর শর্মা

আরো পড়ুন- ১০ টি রঙে আসতে চলেছে OLA ইলেকট্রিক স্কুটার

৪৩ বছর বয়সী ভারতের অন্যতম একজন তরুণ বিলিয়নিয়ার যে পেটিএম কোম্পানির প্রতিষ্ঠাতা। তিনি OLA ইলেক্ট্রিক স্কুটার টি বুকিং করার পর নিজেই টুইটারে শেয়ার করেছেন। প্রসঙ্গত পেটিএম একটি ভারতীয় কোম্পানি এবং আমরা সবাই জানি OLA একটি ভারতীয় অ্যাপ বেস কোম্পানি। যারা দুই চাকার গাড়ির জগতে পদার্পণ করতে চলেছে আর কিছুদিনের মধ্যেই।

তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম two wheeler প্লান্ট তৈরি হচ্ছে, প্রায় ৫০০ একর জমিতে এবং এর জন্য খরচ হচ্ছে প্রায় ২৪০০ কোটি টাকা। বাইকটির বিবরণ এখনো প্রকাশিত না হলেও, অনুমান করা হচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটির মূল্য হতে চলেছে ১.২ থেকে ১.৪ লক্ষ। স্কুটার টি একবার চার্জ দিলেই চলবে ১৩০-১৪০ কিমি।

Previous articleOlympic 2021: গুগল ডুডলের “চ্যাম্পিয়ন আইল্যান্ড গেম” খেলতে পারবেন আপনিও, কিভাবে জানুন?
Next articleশ্রীলঙ্কা বনাম ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচ ২৩ জুলাই ২০২১- Highlights Video
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply