TLC Tab: নতুন ট্যাব লঞ্চ করল টিএলসি

TLC Tab: TLC বাজারে নিয়ে আসলো তাদের নতুন ট্যাব। তাদের নতুন এই অ্যান্ড্রয়েড চালিত ট্যাবলেটটির নাম দেয়া হয়েছে TLC Tab 8LE।

সম্প্রতি টিএলসি তাদের নতুন একটি অ্যান্ড্রয়েড ট্যাব লঞ্চ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে অনুষ্ঠিত একটি ইভেন্টে। নতুন এই এন্ড্রয়েড ট্যাবটির নাম দেয়া হয়েছে টিএলসি ট্যাব ৮ এলই। ৪০৮০mAh ব্যাটার, ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং মিডিয়াটেক এর MT8766 প্রসেসর সহ নতুন এই ট্যাবটি নিয়ে আসা হয়েছে, চলুন এর দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যায়।

TLC Tab 8 LE দাম:

TLC Tab 8LE এর দাম রাখা হয়েছে মাত্র ১২,৯৫০ টাকা। ভারতে এই ট্যাব লঞ্চের বিষয়ে কোনো তথ্য সামনে আসেনি।

TLC Tab 8LE স্পেসিফিকেশনস:

TLC Tab 8LE ট্যাবে মিডিয়াটেক হেলিও A22 প্রসেসর থাকছে, ট্যাবটিতে স্টোরেজ হিসেবে দেয়া হয়েছে ৩ জিবি এবং ৩২ জিবি স্টোরেজ অপশন, এই স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে। ৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে সহ ১২৮০×৮০০ রেজুলেশন পাওয়া যাবে।

আরো পড়ুন -Dell laptop: দুর্দান্ত ফিচার সহ Dell-এর এই ল্যাপটপটিতে পাচ্ছেন ১৭০০০ টাকা পর্যন্ত ছাড়

TLC Tab 8LE ট্যাবটিতে ফটোগ্রাফির জন্য দেয়া হয়েছে ৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, এছাড়াও থাকছে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.১, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, 4g lte নেটওয়ার্ক সাপোর্ট। ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৪৮০০mAh। এছাড়াও থাকছে সিঙ্গেল ন্যানো সিম স্লট। ট্যাবটির ওজন হবে ৩১০ গ্রাম মাত্র। এছাড়াও এই ট্যাবটিতে ব্যবহার করা হয়েছে ২K আইপিএস টাচক্রিন এবং ডলবি ভিশন। এছাড়াও ব্যবহারকারীদের চোখ রক্ষা করার জন্য ডিসপ্লেটি TUV Rheinland ব্যাবহার করে তৈরি হয়েছে।

Leave a Reply