ভারতের সেরা ৫ টি ফ্রী ফায়ার গেমিং চ্যানেল

ভারতের সেরা ৫ টি ফ্রী ফায়ার গেমিং চ্যানেল

মোবাইল বা কম্পিউটারে গেম খেলতে কে না ভালোবাসে। ছোট থেকে বড় সকলেই কম-বেশি ভালোবাসে গেম খেলতে। সেই রকমই জনপ্রিয় একটি গেম হল ফ্রী ফায়ার। অনেক বছর ধরেই ব্যাটেল-রয়েল গেমের জগতে নিজের জায়গা করে নিয়েছে ফ্রী ফায়ার। আর খুব স্বাভাবিক ভাবেই এই ফ্রী ফায়ার গেম নিয়েও রয়েছে অনেক ইউটিউব গেমিং চ্যানেল। যারা প্রতিনিয়ত গেমের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করে আসছে।


তবে কি জানা আছে ভারতের এরকমই কিছু সেরা ফ্রী ফায়ার ইউটিউবার এর ব্যাপারে? ২০২১ সালের সেরা ৫ টি ভারতীয় ফ্রী ফায়ার গেমিং চ্যানেল এবং গেমার কারা? কারোর কারোর হয়তো জানা আছে আবার অনেকেরই জানা নেই তাই নিম্নে ভারতের সেরা ৫ টি ফ্রী ফায়ার গেমিং চ্যানেল এর তালিকা তুলে ধরা হলো।


১. Total gaming – এই তালিকার প্রথম স্থানে রয়েছে টোটাল গেমিং নামের চ্যানেল। এই চ্যানেলটি যার তার আসল নাম অজয়। তার বাড়ি গুজরাটে। তার চ্যানেলে এখনো পর্যন্ত ১.৬ হাজার ভিডিও রয়েছে। বর্তমানে তার সাবস্ক্রাইবার এর পরিমান ২.৯৪ কোটি।


২. A_S Gaming – তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এ এস গেমিং নামের চ্যানেলটি। এটি যার চ্যানেল তার আসল নাম সাহিল রানা। তার বাড়ি হিমাচল প্রদেশ। বর্তমানে তার সাবস্ক্রাইবার এর পরিমান ১.৫০ কোটি।

আরও পড়ুন – PUBG New State: ভারতে রিলিজের তারিখ ঘোষণা Krafton-এর


৩. Lokesh Gamer – এই তালিকার তিন নম্বর স্থানে রয়েছে লোকেশ গেমার। চ্যানেলটি যার তার পুরো নাম লোকেশ রাজ। তার বাড়ি হায়দ্রাবাদে। তার চ্যানেলে ৯০০- র বেশি ভিডিও রয়েছে। বর্তমানে তার সাবস্ক্রাইবারের পরিমাণ ১.৩৪ কোটি।


৪. Gyan Gaming – তালিকার চতুর্থ স্থানে রয়েছে যে চ্যানেলটি সেটি হল জ্ঞান গেমিং। চ্যানেলটি যার তার সম্পূর্ণ নাম জ্ঞান সুজান (Gyan Sujan)। তার বাড়ি কলকাতায়। তার চ্যানেলের দুই হাজারের বেশি ভিডিও রয়েছে। বর্তমানে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ১.২৪ কোটি।


৫. Desi Gamers – এবং এই তালিকার শেষ অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে দেশি গেমারস নামের চ্যানেলটি। চ্যানেলটি যার তার সম্পূর্ণ নাম অমিত শর্মা। তার বাড়ি পশ্চিমবঙ্গে। তার ইউটিউব চ্যানেলে এক হাজারের বেশি ভিডিও রয়েছে। আর তার বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা ১.১৯ কোটি।

Previous articleদেখুন শেষদিনে রবি শাস্ত্রির আবেগপ্রবণ বার্তা
Next articlePUBG New State Vs BGMI: জেনে নিন দুটি গেমের মাঝে পার্থক্য কতটা

1 COMMENT

Leave a Reply