ফ্রী ফায়ার ক্ল্যাশ স্কোয়াডের জন্য সেরা পাঁচটি পুরুষ চরিত্র

বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগতিতে এগোনো মোবাইল গেম গুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় গেম হল গ্যারিনা ফ্রি ফায়ার। গেম এর অন্যান্য আকর্ষণ গুলির মধ্যে অন্যতম এর চরিত্র। চরিত্র গুলির বিশেষ বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, যা গেমারদেরকে খেলার সময় সহায়তা করে। 

ফ্রী ফায়ার ক্ল্যাশ স্কোয়াডের সবচেয়ে ভালো পুরুষ চরিত্র

ফ্রি ফায়ারে পুরুষ এবং নারী দুরকমই বেশ কিছু চরিত্র রয়েছে। যেগুলোর প্রত্যেকটির কিছু আলাদা আলাদা ক্ষমতাও আছে। এদের মধ্যে কারো রয়েছে অ্যাক্টিভ ক্ষমতা, আবার কারো রয়েছে প্যাসিভ ক্ষমতা। এই সব চরিত্র গুলির মধ্যে ক্ল্যাস স্কোয়াডের জন্য ভালো এরকম পাঁচটি পুরুষ চরিত্রের ব্যাপারে আলোচনা করা হলো। 

Joseph – 

অন্যান্য চরিত্রের ক্ষমতার তুলনায় জোসেফের ক্ষমতা বেশ আলাদা প্রকৃতির। চরিত্রটির বিশেষ ক্ষমতার নাম হল নাটি মুভমেন্ট (nutty movement)। চরিত্রটি প্যাসিভ ক্ষমতা বিশিষ্ট। শত্রুর দ্বারা আক্রান্ত হলে চরিত্রের চলাফেরার গতি 10% বৃদ্ধি পায়। সর্বোচ্চ স্তরে থাকলে এই ক্ষমতা 20 % বাড়ে। এই ক্ষমতার সাহায্যে মুশকিল পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসা যায়। 

আরও পড়ুন – প্রজাতন্ত্র দিবসে প্রকাশ পেতে পারে FAU-G MOBILE গেম। জানুন বিস্তারিত

Joto – 

Joto প্যাসিভ ক্ষমতা বিশিষ্ট চরিত্র। তার বিশেষ ক্ষমতার নাম সাসটেইন্ড রেইডস। এই চরিত্রের বিশেষ ক্ষমতা হলো এসএমজি অথবা শটগান দিয়ে একজনকে মারতে পারলে 25 এইচপি বারে। চরিত্রটি সর্বোচ্চ স্তরে থাকলে প্রত্যেকবার শত্রুকে মারার সঙ্গে সঙ্গে 40HP বারে।এর কুল ডাউন এর সময় 5 সেকেন্ড। 

Antonio – 

অ্যান্টোনিও এর ক্ষমতাটি গ্যাংস্টারস্ স্পিরিট নামে পরিচিত। এটিও প্যাসিভ ক্ষমতা বিশিষ্ট। চরিত্রটির বিশেষ ক্ষমতা হলো খেলা শুরু করার সময় 10 HP বেশি থাকে। সর্বোচ্চ স্তরে থাকলে 35HP অতিরিক্ত পাওয়া যায়। খেলা শুরু করার সময় সর্বোচ্চ স্তরে থাকলে 235 এইচপি পাওয়া যায়। 

Chrono – 

ক্রোনো একটি আকর্ষণীয় চরিত্র। এটি অ্যাক্টিভ ক্ষমতা বিশিষ্ট। চরিত্রটির  ক্ষমতা টির নাম টাইম টার্নার। এর ক্ষমতা ব্যবহার করলে চরিত্রটির ওপর একটি সুরক্ষা বলয় তৈরি হয়। এতে নিজের সঙ্গে সঙ্গে সঙ্গীরাও রক্ষা পায়। এছাড়া চলার গতি বৃদ্ধি পায়। এর সুরক্ষা বলয় 600 ড্যামেজ পর্যন্ত ঠেকাতে সক্ষম। 

Dj Alok – 

ফ্রী ফায়ার এর সবচেয়ে ভালো চরিত্র গুলির একটি হলো ডিজে আলোক চরিত্র। এর ক্ষমতা টি ড্রপ দ্য বিট নামে পরিচিত। এই চরিত্রের ক্ষমতা ব্যবহার করলে একটি আলোর বৃত্ত তৈরি হয়। এবং পাঁচ সেকেন্ডের জন্য 5HP বৃদ্ধি পায়। এছাড়া বৃত্তের ভেতর আসলে সঙ্গীদের চলাফেরার গতি 10% বাড়ে। সর্বোচ্চ স্তরে থাকলে 5HP 10 সেকেন্ডের জন্য বাড়ে। এর সঙ্গে সঙ্গীদের চলাফেরার গতি 15% বৃদ্ধি পায়়। প্রত্যেকের যেহেতু আলাদা আলাদা পছন্দ থাকে সেই কারণে অন্যান্য চরিত্র গুলির ক্ষমতাও অনেকেরই পছন্দ।

“ফ্রী ফায়ার ক্ল্যাশ স্কোয়াডের জন্য সেরা পাঁচটি পুরুষ চরিত্র”-এ 1-টি মন্তব্য

Leave a Reply