আইপিএলের নতুন দুটি দল: নাম, অধিনায়ক, রিটেন খেলোয়াড়, কোচ

আইপিএলের নতুন দুটি দল: নাম, অধিনায়ক, রিটেন খেলোয়াড়, কোচ

২০২২ আইপিএলে নতুন দুটি দলের সংযোজন হয়েছে আমেদাবাদ ও লখনৌ। কিন্তু দুই দলের অফিশিয়াল ফ্রাঞ্চাইজির নাম কি হবে বা কোচ কে, এছাড়া রিটার্ন করা তিনজন খেলোয়াড়দের নাম এখনো পর্যন্ত অজানা ছিল। নিচে ফ্র্যাঞ্চাইজি দুটির বিভিন্ন তথ্য দেওয়া হল।

দুটি ফ্র্যাঞ্চাইজির অফিশিয়াল নাম

লখনৌ তাদের আইপিএল ফ্র্যাঞ্চাইজির নাম রেখেছে ‘লখনৌ সুপারজায়েন্ট’ কিন্তু এখনো আমেদাবাদ তাদের ফ্র্যাঞ্চাইজির অফিশিয়াল নাম প্রকাশ করেনি। লখনৌ তাদের অফিসিয়াল নাম প্রকাশ করে দেওয়ায় আমেদাবাদের উপর চাপ সৃষ্টি হয়েছে ফলে তারা খুব শীঘ্রই ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করবে।

দুটি ফ্র্যাঞ্চাইজির রিটেন করা খেলোয়াড়

লখনৌ সুপারজায়েন্ট- কেএল রাহুল (অধিনায়ক)(১৭ কোটি), মার্কাস স্টইনিস (৯.২ কোটি) ও রবি বিষ্ণোই (৪ কোটি)। বর্তমান ভারতীয় দলের ওপেনার কেএল রাহুল কে লখনৌ তাদের অধিনায়ক ঘোষণা করেছে।

আরো পড়ুন- আইপিএল 2022 Retained খেলোয়ারদের তালিকা, 8 ফ্র্যাঞ্চাইজি

আমেদাবাদ- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক) (১৫ কোটি), রাশিদ খান (১৫ কোটি) ও শুভমান গিল (৮ কোটি)। মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে এবার হার্দিক পান্ডিয়া আমাদাবাদ এর অধিনায়ক রূপে দেখা যাবে।

দুটি ফ্র্যাঞ্চাইজির কোচ

লখনৌ সুপারজায়েন্ট- অ্যান্ডি ফ্লাওয়ার (কোচ), গৌতম গাম্ভীর (মেন্টর)।

আমেদাবাদ- আশিস নেহেরা (কোচ), গ্যারি কারস্টেন (মেন্টর)।

Previous articleWhatsApp Update: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত হচ্ছে ভয়েস স্ট্যাটাস
Next articleপ্রকাশ্যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ-এর প্রথম ছবি, গন্তব্য ১৫ লক্ষ কিলোমিটার
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

2 COMMENTS

Leave a Reply