মাটির নিচে ফাইবার-অপটিক তারগুলি শুধু উচ্চগতির ইন্টারনেটই দেবেনা, ভূমিকম্প ও বন্যার আগাম সর্তকতাও জানাবে

ফাইবার-অপটিক তারগুলি ভূমিকম্প ও বন্যার আগাম সর্তকতা জানাবে

ইন্টারনেট সরবরাহ করা তার গুলি মাটির নিচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, যে তার গুলির মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয়। এই তার গুলিকে বলা হয় ফাইবার-অপটিক তার। তবে শুধু উচ্চগতির ইন্টারনেট পরিষেবা নয় এবার এই তার গুলিকে ব্যবহার করা হবে ভূমিকম্পের স্থান নির্ণয় এবং বন্যার সম্ভাবনা আছে কিনা তা জানতে।

ফাইবার-অপটিক তারগুলি ভূমিকম্প ও বন্যার আগাম সর্তকতা জানাবে

আপনি যদি ভেবে থাকেন মাটির নিচে ছড়িয়ে থাকা ফাইবার-অপটিক তারগুলি শুধুমাত্র উচ্চগতির ইন্টারনেট প্রদান করে তবে আপনার আরো একবার ভেবে দেখা উচিত। কারণ এই তার গুলি ইন্টারনেট পরিষেবা ছাড়াও বিপদজনক ভূমিকম্প বা বন্যার মূল্যবান তথ্য দিতে সক্ষম। তার গুলি অধিকাংশই মাটির নিচে জালের মতো ছড়িয়ে, যা ভূমিকম্পের স্থান নিরীক্ষণ করতে সক্ষম। ব্যাপারটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে এই লুকানো ফাংশনটি ফাইবার-অপটিক তার গুলিতে রয়েছে, যার সাহায্যে এমনটা সম্ভব। কারণ ভূ-বিজ্ঞানীদের মতে এমন প্রযুক্তি যদি আলাদা ভাবে কোন জায়গায় ইনস্টল করা হয় তবে তা ভেঙে যাওয়া অথবা চুরি হওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে অপটিক তারগুলির মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করতে চান তারা।

আরো পড়ুন – কেন্দ্রের নয়া পন্থা, ভুয়ো খবর ভাইরাল করলেই হতে পারে হাজতবাস

ফাইবার অপটিক তার গুলিতে ডিস্ট্রিবিউটেড অ্যাকোস্টিক সেন্সিং (DAS) প্রযুক্তি এবং টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবহার করে পেন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা ফ্যাকাল্টি কম্পাসের অধীনে থাকা ফাইবার-অপটিক তার গুলিকে ইতিমধ্যেই ২৩০০ সিকমিক সেন্সরে রূপান্তরিত করেছেন।

এরপর গবেষকরা এই তারগুলি থেকে আসা মাটির উপর সমস্ত কম্পনের ডেটা রেকর্ড করতে সক্ষম হন, এবং এই রিয়েল-টাইম ডাটা দূরবর্তী একটি স্টোরেজ সার্ভারে সঞ্চয় করেন তারা। গবেষকরা জানান তারা এটির সাহায্যে মানুষের পায়ে হাঁটার আওয়াজ, সংগীত কনসার্টের সংকেত কম্পন থেকে বজ্রপাত সমস্ত কিছু ধরতে সক্ষম হয়েছেন।

যদিও এই ফাইবার অপটিক তারগুলি থেকে প্রাপ্ত ডেটাগুলি প্রচলিত GEOPHONE গুলির মত একদম সঠিক হয় না সবক্ষেত্রে। তবুও বৈজ্ঞানিকরা আশা করেছেন আগামী পাঁচ বছরের মধ্যে এই প্রযুক্তি আরো অনেক উন্নত হবে এবং এর সীমাবদ্ধতাকে অতিক্রম করা সম্ভব হবে।

Previous articleমঙ্গল গ্রহে PERSEVERANCE ROVER-এর অত্যাশ্চর্য ছবি তুলল ESA
Next articleমুক্তি পেল সাইনা নেওয়ালের বায়োপিকের টিজার। দেখে নিন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply