গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নাসার অন্যতম মঙ্গলযান PERSEVERANCE ROVER মঙ্গল গ্রহে অবতরণ করে। অবতরণের পর এই রোভার লালগ্রহের একগুচ্ছ ছবি পাঠায় নাসার কাছে। নাসার এই রোভার লালগ্রহের জেরেজো ক্র্যাটারটির পাশেই অবতরণ করে, যেখানে এখনো পর্যন্ত কোন মঙ্গলযানই পৌঁছাতে পারেনি।
PERSEVERANCE ROVER-এর অত্যাশ্চর্য ছবি তুলল ESA
মঙ্গলের এই অঞ্চলে পদার্পণের পরে প্রথমবার এই রোভার মোট ১৪২ টি ছবির সমন্বয়ে তৈরি একটি ৩৬০ ডিগ্রি প্যানারোমা ছবি তৈরি করে নাসার কাছে প্রেরণ করে। মঙ্গলযানটি লাল গ্রহে অবতরণের পর সেখানকার পৃষ্ঠদেশের ছবি পাঠালেও সেই লালগ্রহের পৃষ্ঠে রোভারটি কেমন দেখতে সেই ছবি কিন্তু এটির পক্ষে তোলা সম্ভব নয়। তবে এই অসম্ভবকে সম্ভব করেছে ESA (European space agency) ইউরোপিয়ান স্পেস এজেন্সি।
এসা এর রোসকসমস এক্সোমার্স প্রোগ্রামের অন্তর্ভুক্ত ট্রেস গ্যাস অরবিটার (TGO) সম্প্রতি নাসার রোভারের ছবি তুলতে পেরেছে। এসার এই অরবিটার যখন মঙ্গলের আকাশের উপর দিয়ে যাচ্ছিল তখন রোভার এটির নজর কাড়ে। TGO দ্বারা তোলা ছবিটিতে নাসার রোভারটি এবং এটির বাকি অংশগুলিকে মঙ্গলের জেরেজো ক্র্যাটারটির পাশেই চিহ্নিত করা গিয়েছে।
আরো পড়ুন – মহাকাশে ভাসমান রেস্তোরা, ২০২৭ সালের মধ্যেই শুরু হতে চলেছে এই রেস্তোরা
PERSEVERANCE ROVER-টির পাশে পড়ে থাকা অংশগুলির মধ্যে একটি হিট শিল্ড ছিল, যেটি রোভারকে মঙ্গলের বায়ুমণ্ডলের দিকে উড়ে যাওয়ার সময় ১,৩০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়। এসা এর তরফ থেকে জানানো হয়, মঙ্গল গ্রহে অবতরণের জায়গাটির ছবি ক্যালিফোর্নিয়ার নাসা মিশন নিয়ন্ত্রণে এটির অবতরণের ডেটার বিষয়ে সহায়তা করবে।
এসা এর তরফ থেকে নাসার PERSEVERANCE ROVER-টির মঙ্গলপৃষ্ঠে সঠিক অবতরণের স্থানসহ এটির প্যারাসুটের অবস্থান ও হিট শিল্ড গুলি চিহ্নিত করে একটি ছবিও টুইটারে প্রকাশ করা হয়। আশা করা হচ্ছে ভবিষ্যতে এই ধরনের ছবি নাসাকে তাদের আগামী মিশনে আরো অনেক সহায়তা করবে।
There you are @NASAPersevere! I finally got the chance to take a photo of you in your new home 😊 #CountdownToMars
— ExoMars orbiter (@ESA_TGO) February 25, 2021
📷 @ExoMars_CaSSIS https://t.co/Zl2FhZ2Z8q #ExploreFarther #Mars pic.twitter.com/1CoOrs1r1S
[…] […]