শ্রীলংকার বিরুদ্ধে ৬ বলে ৬টি ছয় মারলেন কাইরন পোলার্ড। দেখেনিন ভিডিওতে

Kieron Pollard 6 sixes

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে শ্রীলঙ্কা আর এই সফরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা।

৪ই মার্চ বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করে, জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ভালো শুরু করলেও চতুর্থ ওভারে হ্যাটট্রিক করে শ্রীলংকার অফস্পিনার অকিলা ধনঞ্জয়া। এর পরের ওভারেই অকিলা ধনঞ্জয়কে ৬ বলে ৬টি ছয় মারেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড

Kieron Pollard 6 sixes

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিওটি শেয়ার করা হয়েছে।

Twitter source- @windiescricket (Westindies cricket)

আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বলে ৬টি ছয় মারার কৃতিত্ব খুব কম লোকেরই আছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্সেল গিবস, ভারতের পূর্ব অলরাউন্ডার ব্যাটসম্যান যুবরাজ সিং এর পর, কায়রন পোলার্ড তৃতীয় ব্যাটসম্যান যিনি এক ওভারে ৬টি ছয় মারেন। প্রথম ওয়েস্ট ইন্ডিয়া়ন ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন।

আরো পড়ুন- আইপিএল ২০২১: ৬টি স্টেডিয়ামে সম্পন্ন হবে সমগ্র আইপিএল। কোন জায়গা গুলি?

Kieron Pollard 6 sixes
আন্তর্জাতিক ক্রিকেটে ৬টি ছয়
  • হার্সেল গিবস ২০০৭ সালে ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডের বোলার ‘ডেন ভেন বুংয়ের’ বিরুদ্ধে প্রথমবার এই কৃতিত্ব অর্জন করেন।
  • ভারতের যুবরাজ সিং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে ৬ বলে ৬টি ছয় মারেন।
  • ২০২১ সালে শ্রীলংকার বোলার আকিলা ধনঞ্জইয়ের বিপক্ষে কায়রন পোলার্ড ৬ বলে ৬টি ছয় মারেন।

ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩ ওভারে ৬ উইকেটে ১৩৪ রান করে ম্যাচে জয়লাভ করে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কায়রন পোলার্ড কে।

“শ্রীলংকার বিরুদ্ধে ৬ বলে ৬টি ছয় মারলেন কাইরন পোলার্ড। দেখেনিন ভিডিওতে”-এ 1-টি মন্তব্য

Leave a Reply