Upcoming Bikes 2023: সালের সেরা ৫টি কমিউটার বাইক

Upcoming bikes 2023: ২০২৩ সালে বাজারে আসতে চলেছে বেশ কয়েকটি নতুন বাইক, যার মাইলেজ এবং গতি আপনার সাধ্যের মধ্যে থাকতে পারে, এমন কয়েকটি বাইক যেগুলির মূল্যও যেমন কম ঠিক তেমনি কম খরচে চালাতে পারবেন এই বাইক গুলি।

বর্তমানে ভারতীয় বাজারে সবচেয়ে বেশি বিকৃত বাইক গুলি হল কমিউটার বাইক। দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এই ধরনের বাইক বিক্রির হার অনেকটাই বেড়েছে বর্তমানে। বর্তমানে তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে অনেক বাইক ব্যবহারকারীরা এমন ধরনের বাইক কিনতে পছন্দ করেন, যে সমস্ত বাইকে মাইলেজ অনেক বেশি দেয়। যে কারণে টুু-হুইলার বিক্রয়কারী সংস্থাগুলিও এই ধরনের বাইকের উপরে বেশি নজর দিচ্ছে। চলুন দেখে নেওয়া যাক এই সময়ের সেরা ৫টি বেশি মাইলেজ দেওয়া বাইক কোনগুলি।

TVS Fiero 125: গত বছরে TVS তাদের বিভিন্ন প্রোডাক্টের নাম রেজিস্টার করে ফেলেছে ইতিমধ্যেই যার মধ্যে একটি হল tvs Fiero 125। গত বছরের Raider ১২৫ এ ব্যবহৃত অন্যতম ১২৫ সিসির ইঞ্জিন ব্যবহার করা হবে এই নতুন মডেলে।

Honda 100cc: ভারতের অন্যতম মোটর বাইক বিক্রেতা কোম্পানি হন্ডা এর সভাপতি আত্সুসি ওগাটা একটি সাক্ষাৎ করে জানান ২০২৩-এ তারা নতুন কমিউটার বাইক লঞ্চ করতে চলেছে। এই বাইকটি ১০০ থেকে ১১০ সিসির মধ্যে হতে চলেছে এবং এই বাইকের মাইলেজ হোন্ডা CD১১০ ড্রিমের থেকেও বেশি হবে।

Yamaha XSR125: ভারতে বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত বাইক কোম্পানিগুলির মধ্যে একটা ইয়ামাহা। ইয়ামাহা এর নতুন নতুন মডেল গুলি ইয়ংস্টারদের কাছে বেশ জনপ্রিয়। সম্প্রতি ইয়ামাহা-এর তরফ থেকে জানানো হয়েছে ২০২৩ সালে তারা ভারতের লঞ্চ করবে তাদের নতুন একটি মডেল যার নাম Yamaha XSR125। ১২৫ সিসির লিকুইড কুল ইঞ্জিনের সাথে ১৪.৭৫ বিএইচপি পাওয়ার জেনারেট করবে এই বাইকটি। এই বাজেট ফ্রেন্ডলি বাইক কবে লঞ্চ হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

Ola Electric bike: আপনি যদি কম খরচে অনেক দূর পর্যন্ত বাইক চালানোর কথা ভেবে থাকেন তবে আপনার জন্য সেরা ইলেকট্রিক বাইক গুলি। ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে আপনার খরচ হবে না কোন পেট্রোল, ঠিক এমনই একটি বাইক নিয়ে এসেছে ওলার সিইও ভাবিস আগরওয়াল। তিনি জানিয়েছেন এই বছরই কমিউটার বাইকের দুনিয়ায় পদার্পণ করতে চলেছে ওলা। ২০২৩ সালে একাধিক টু হুইলার লঞ্চ করা হবে, শুধু তাই নয় একাধিক প্রিমিয়াম বাইক-ও তৈরি করবেন তারা।

আরো পড়ুন -Tata Curvv electric SUV car: দেখুন ছবি, ফিচারস, মাইলেজ

PURE EV EcoDryft: ২০২৩-এ নতুনভাবে লঞ্চ হওয়া আরও একটি নতুন বাইক রয়েছে ইলেকট্রিক বাইকের ক্যাটাগরিতে। PURE EV ইতি মধ্যে তাদের নতুন ইলেকট্রিক বাইক সম্পর্কে তথ্য প্রকাশ করেছে।

“Upcoming Bikes 2023: সালের সেরা ৫টি কমিউটার বাইক”-এ 2-টি মন্তব্য

Leave a Reply