সৌরভ গাঙ্গুলীর উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে কলকাতায়

বর্তমান ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী এবার নিজের এলাকায় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পরিষেবা চালু করতে চলেছেন। আগামী ১৩ জুন প্রথম দফায় মোট ১৫০ জন গরিব মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এটি সৌরভ গাঙ্গুলীর একটি নিজস্ব উদ্যোগ, সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশন এর তরফ থেকে এই ব্যবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে যে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তারা এই ভ্যাকসিন পরিষেবা প্রদান করবে। ১৩ জুন সকাল ৯ টা থেকে সৌরভ গাঙ্গুলী বাড়ি সংলগ্ন অফিসেই এর আয়োজন করা হয়েছে। বেহালার গরিব মানুষদের তালিকা সংগ্রহ করে এই ভ্যাকসিন দেওয়া হবে। সৌরভ গাঙ্গুলী নিজে এই দিন থাকবে বলে জানা গিয়েছে।

আরো পড়ুন- ঋষভ পন্থের সম্পত্তির পরিমাণ কত জানেন। জানলে অবাক হবেন

ইতিমধ্যে পশ্চিমবঙ্গে ৫০ টি অক্সিজেন কন্সেন্টেটর দিয়ে সাহায্য করেছেন তিনি। এছাড়া করোনা অতিমারির প্রথম থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার ফাউন্ডেশন। গত বছর বিভিন্ন দুস্থ গরিব মানুষদের খাবার প্রদান করেছে তার সংস্থা। এছাড়া স্বাস্থ্য কর্মীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছেন তিনি।

প্রথম দফায় ১৫০ জনকে ভ্যাকসিন দেওয়া হলেও পরবর্তীকালে এর সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি ডুবাইতে গিয়েছেন আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য। আইপিএলের বাকি ৩১ টি ম্যাচ আয়োজন হবে দুবাইতে সেপ্টেম্বর অক্টোবর মাসে।

মন্তব্য করুন