Eng Vs Ind Test Series: ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্ট ম্যাচে ভারতের ইনিংস শুরু হবার পর বিরাট কোহলি ব্যাটে নামতেই বিশ্ব রেকর্ড করলেন ভারত অধিনায়ক, ভাঙলেন শচীন টেন্ডুলকারের রেকর্ড। চতুর্থ টেস্ট ম্যাচে বিরাট কোহলির রেকর্ড করতে দরকার ছিল মাত্র ১ রান, জেমস অ্যান্ডারসনের বলে বাউন্ডারি মারতেই সেই রেকর্ড সম্পন্ন হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত ২৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে সবচেয়ে কম ইনিংসে ২৩ হাজার রান সম্পন্ন করেন কোহলি। যে রেকর্ড এতদিন ছিল শচীন টেন্ডুলকারের। ৫২২ ইনিংসে এই রান করেন শচীন টেন্ডুলকার, যেখানে বিরাট কোহলি ৪৯০ ইনিংসে ২৩ হাজার রানের গণ্ডি পেরোলেন। টেন্ডুলকারের থেকে ৩২ টি ইনিংস কম খেলে এই রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি।
আরো পড়ুন- কোহলি ও রোহিতের মধ্যে ঝগড়া? উত্তর দিলেন কোচ রবি শাস্ত্রী
আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির পূর্বে আরও ৬ জন ব্যাটসম্যান এই কৃতিত্ব অর্জন করেছেন। বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার ছাড়া রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান সম্পন্ন করেছেন।
23K and counting…@imVkohli | #TeamIndia pic.twitter.com/l0oVhiIYP6
— BCCI (@BCCI) September 2, 2021
Twitter source- bcci
কে কত ইনিংসে ২৩,০০০ রান করেছেন
বিরাট কোহলি- ৪৯০ ইনিংসে
শচীন টেন্ডুলকার- ৫২২ ইনিংসে
রিকি পন্টিং- ৫৪৪ ইনিংসে
জ্যাক ক্যালিস- ৫৫১ ইনিংসে
কুমার সাঙ্গাকারা- ৫৬৮ ইনিংসে
রাহুল দ্রাবিড়- ৫৭৬ ইনিংসে
মাহেলা জয়াবর্ধনে- ৬৪৫ ইনিংসে
[…] আরো পড়ুন- বিশ্ব রেকর্ড গড়লেন বিরাট ক… […]