ICC ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এই অনন্য নজির গড়লেন বিরাট কোহলি

ICC ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এই অনন্য নজির গড়লেন বিরাট কোহলি

ভারত ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ সদ্যই সমাপ্ত হয়েছে। সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সম্পূর্ণ সিরিজের মোট 232 রান করে কোহলি, রানের গড় 46.4 এবং শেষ ম্যাচে অপরাজিত 80 রান করে ভারতকে 3-2 ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করে বিরাট কোহলি

সদ্য প্রকাশিত হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আইসিসি র‌্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে এসেছে কোহলি। ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার পূর্বে তার র‌্যাঙ্কিং ছিল 6। টি-টোয়েন্টিতে পাঁচ নম্বরে উঠে আসার দৌলতে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে কোহলি এমন একজন ব্যাটসম্যান যিনি ৩ ফরম্যাটেই প্রথম পাঁচের মধ্যে রয়েছে।

বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং র‌্যাঙ্কিং 1, টেস্ট এবং টি-টোয়েন্টিতে 5 নম্বরে রয়েছেন তিনি। তিন ফরম্যাটেই আইসিসি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে বর্তমানে কোহলি ছাড়া আর কোন খেলোয়ার নেই।

ICC t20 batting ranking (Top 5)
খেলোয়াড়দেশ
১.ডেবিড মালানইংল্যান্ড
২.অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া
৩.বাবার আজাম পাকিস্তান
৪.কে এল রাহুল ভারত
৫.বিরাট কোহলিভারত

ICC ODI batting ranking (Top 5)
খেলোয়াড়দেশ
১.বিরাট কোহলিভারত
২.রোহিত শর্মাভারত
৩.বাবার আজামপাকিস্তান
৪.রস টেলরনিউজিল্যান্ড
৫.অ্যারন ফিঞ্চঅস্ট্রেলিয়া

ICC test batting ranking (Top 5)
খেলোয়াড়দেশ
১.কেন উইলিয়ামসননিউজিল্যান্ড
২.স্টিভেন স্মিথঅস্ট্রেলিয়া
৩.মারনুস লাবুসানেঅস্ট্রেলিয়া
৪.জো রুটইংল্যান্ড
৫.বিরাট কোহলিভারত
Previous articleনাসার সবচেয়ে শক্তিশালী রকেট ইঞ্জিনে আগুনের শিখা, কবে পাবে সফলতা
Next article‘খোঁড়া পায়ে নাচ যুবরাজের’- ভিডিও ভাইরাল। রোড সেফটি সিরিজের চ্যাম্পিয়ন ইন্ডিয়ান লেজেন্ড
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply