ভারত ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ সদ্যই সমাপ্ত হয়েছে। সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সম্পূর্ণ সিরিজের মোট 232 রান করে কোহলি, রানের গড় 46.4 এবং শেষ ম্যাচে অপরাজিত 80 রান করে ভারতকে 3-2 ব্যবধানে সিরিজ জিততে সাহায্য করে বিরাট কোহলি।
সদ্য প্রকাশিত হওয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আইসিসি র্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে এসেছে কোহলি। ইংল্যান্ড সিরিজ শুরু হওয়ার পূর্বে তার র্যাঙ্কিং ছিল 6। টি-টোয়েন্টিতে পাঁচ নম্বরে উঠে আসার দৌলতে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে কোহলি এমন একজন ব্যাটসম্যান যিনি ৩ ফরম্যাটেই প্রথম পাঁচের মধ্যে রয়েছে।
বর্তমানে ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং র্যাঙ্কিং 1, টেস্ট এবং টি-টোয়েন্টিতে 5 নম্বরে রয়েছেন তিনি। তিন ফরম্যাটেই আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ে প্রথম পাঁচে বর্তমানে কোহলি ছাড়া আর কোন খেলোয়ার নেই।
ICC t20 batting ranking (Top 5)
খেলোয়াড় | দেশ | |
১. | ডেবিড মালান | ইংল্যান্ড |
২. | অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া |
৩. | বাবার আজাম | পাকিস্তান |
৪. | কে এল রাহুল | ভারত |
৫. | বিরাট কোহলি | ভারত |
ICC ODI batting ranking (Top 5)
খেলোয়াড় | দেশ | |
১. | বিরাট কোহলি | ভারত |
২. | রোহিত শর্মা | ভারত |
৩. | বাবার আজাম | পাকিস্তান |
৪. | রস টেলর | নিউজিল্যান্ড |
৫. | অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া |
ICC test batting ranking (Top 5)
খেলোয়াড় | দেশ | |
১. | কেন উইলিয়ামসন | নিউজিল্যান্ড |
২. | স্টিভেন স্মিথ | অস্ট্রেলিয়া |
৩. | মারনুস লাবুসানে | অস্ট্রেলিয়া |
৪. | জো রুট | ইংল্যান্ড |
৫. | বিরাট কোহলি | ভারত |
[…] আরো পড়ুন- ICC ব্যাটিং র্যাঙ্কিংয়ে এই অ… […]