রবিবার ‘রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের’ ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ডস কে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়ান লেজেন্ড। প্রথমবার আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবার পর যখন শচীন, যুবরাজরা হোটেলে ফেরে, তখন এক অভিনব কায়দায় অভ্যর্থনা জানালো হোটেল কর্মীরা। যুবরাজ সিং নিজে সেই ভিডিও তার ইনস্টাগ্রম প্রোফাইলে শেয়ার করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তুমুল ভাইরাল হয়। নিচে ভিডিওটি দেওয়া হলো।
Instagram source- Yuvraj Singh
Road safety World Series final scoreboard:-
ইন্ডিয়ান লেজেন্ডস (Indian legends)
ব্যাটসম্যান | রান |
বীরেন্দ্র শেহবাগ | ১০(১২) |
শচীন টেন্ডুলকার | ৩০(২৩) |
সুব্রমনিয়াম বদ্রিনাথ | ৭ (৫) |
যুবরাজ সিং | ৬০(৪১) |
ইউসুফ পাঠান* | ৬২(৩৬) |
ইরফান পাঠান* | ৮ (৩) |
মোট রান | ১৮১ |
শ্রীলংকা লেজেন্ডস (Srilanka legends)
ব্যাটসম্যান | রান |
তিলকরত্নে দিলশান | ২১(১৮) |
সানাথ জয়সুরিয়া | ৪৩(৩৫) |
চামারা সিলভা | ২(৪) |
উপুল থারাঙ্গা | ১৩(১৬) |
চিন্তক জয়সিংহে | ৪০(৩০) |
কৈশল্যা বীররত্নে | ৩৮(১৫) |
নুয়ান কুলাসেকরা* | ১(২) |
ফারভেজ মাহরুফ | ০(১) |
মোট রান | ১৬৭ |
আরো পড়ুন- ICC ব্যাটিং র্যাঙ্কিংয়ে এই অনন্য নজির গড়লেন বিরাট কোহলি
শ্রীলংকা লেজেন্ড টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সেই মতো ইন্ডিয়ান লেজেন্ড প্রথমে ব্যাট করতে নেমে ১৮১/৪ রান করে। যুবরাজ ৬০(৪১) ও ইউসুফ পাঠান ৬২(৩৬) রানের দুরন্ত ইনিংস খেলেন। জবাবে রান তাড়া করতে নেমে শ্রীলংকা লেজেন্ড ১৬৭/৭ রান করে। কৌশল্যা বিররটনে শেষ মুহূর্তে ১৫ বলে ৩৮ রান করলেও তাকে মনপ্রীত গনি আউট করে।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ফাইনাল ম্যান অফ দ্যা ম্যাচ- ইউসুফ পাঠান।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেরা নির্বাচিত হয়- তিলকরত্নে দিলশান।
[…] […]