ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া: কি কি কারণে হতে পারে আপনার একাউন্ট নিষিদ্ধ। দেখেনিন বিশদে

কি কি কারণে হতে পারে BGMI অ্যাকাউন্ট ব্যান: ১৭ জুন লঞ্চ হয়েছে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। কোম্পানি গেমটি কে ধাপে ধাপে লঞ্চ করছে, প্লে-স্টোরে এখনো গেমটি না আসলেও BGMI অফিশিয়াল ওয়েবসাইটে গেমটি লঞ্চ করা হয়েছে। কিন্তু ভারতের বহু খেলোয়াড়দের গেমটি ইনস্টল করার পরে ব্যানের মুখোমুখি হতে হয়েছে। কি কারনে এই ব্যান সেটা নিয়ে আজ আলোচনা করা হবে।

প্রসঙ্গত ভারতে পাবজি মোবাইল ব্যান হয়েছে ২০২০ সালের ৩ সেপ্টেম্বর। সেই কারণে গেমের নির্মাণকারী সংস্থা ক্রফটন BGMI নামে গেমটি পুনরায় ভারতে প্রত্যাবর্তন ঘটিয়েছে কিছু পরিবর্তন করে। সেই কারণে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া এর প্রাইভেসি পলিসি যথেষ্ট কঠোর করা হয়েছে। BGMI এর অফিশিয়াল ওয়েবসাইটে এর পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া আছে।

কি কি কারণে BGMI একাউন্ট ব্যান হতে পারে?
  • অন্য কারোর গেম খেলায় জেনে-বুঝে হস্তক্ষেপ করা, (stream snipe) ইত্যাদি- ৩০ দিনের নিষেধাজ্ঞা।
  • খেলার মাঝে ‘team up/ Teming’ করলে- সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা।
  • নিজের সতীত্ব খেলোয়াড়কে কিল করলে (Teamkill) সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা।
  • অসঙ্গতিপূর্ণ, আপত্তিজনক নাম বা ক্লেনের নাম রাখলে- ৯০ দিনের নিষেধাজ্ঞা।
  • আপত্তিজনক, অসঙ্গতিপূর্ণ ভাষা ব্যবহার করলে- ৩০ দিনের নিষেধাজ্ঞা।
  • জাতি, বর্ণ, ধর্ম নিয়ে বৈষম্যমূলক আচরণ করলে- সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হবে।
  • ‘Bugs/ Glitches’ কে ব্যবহার করলে- সারা জীবন নিষিদ্ধ।
  • বেআইনি program/ hardware ব্যবহার করলে- ৩ দিনের নিষেধাজ্ঞা।
  • আপনার অ্যাকাউন্ট যদি আপনি বিক্রি করেন- তাহলে সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হবে।
  • ওনিয়ম মাফিক পেমেন্ট এবং সাবস্ক্রিপশন- সারা জীবনের জন্য নিষিদ্ধ।
  • অসঙ্গতিপূর্ণ প্রফাইল ফটো, অসঙ্গতিপূর্ণ লেখা, অন্যের ছবি ব্যবহার করলে- ৯০ দিনের নিষেধাজ্ঞা হবে।
  • অসঙ্গতিপূর্ণ, আপত্তিজনক বিজ্ঞাপন- সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা।
  • অসঙ্গতিপূর্ণ আপত্তিজনক গেম-প্লে/ গেমের মধ্যে খেলা- সারা জীবনের জন্য নিষিদ্ধ করা হবে।
  • ভুল তথ্য ছড়ানো, স্থায়ী নিষেধাজ্ঞার গুজব ছড়ানো বা এর সাথে যুক্ত থাকলে- সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা।
  • আপত্তিজনক ‘away from keyboard’ এর ব্যবহার- সারা জীবনের জন্য নিষিদ্ধ।
  • অন্য কারোর অ্যাকাউন্ট ব্যবহার করলে- সারা জীবনের জন্য নিষিদ্ধ।
  • অসঙ্গতিপূর্ণ ভাবে ম্যাচের ফলাফল কি বিঘ্নিত করলে- সারা জীবনের জন্য নিষিদ্ধ।
  • নিজের ব্যক্তিগত তথ্য বাইরে প্রকাশ করলে- সারা জীবন নিষিদ্ধ।

কি কি কারণে BGMI একাউন্ট ব্যান হতে পারে?: দেওয়া প্রত্যেকটি পয়েন্ট ক্রাফটন তাদের পলিসিতে বিশদে বিবরণ দিয়েছে। গেমের খেলোয়াড়রা যদি কোন একটি বিষয় বিঘ্নিত করে তবে তাদের স্থায়ী নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে গেম খেলার উপর।

“ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া: কি কি কারণে হতে পারে আপনার একাউন্ট নিষিদ্ধ। দেখেনিন বিশদে”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন