পাকা চুল কালো করার উপায় কি

পাকা চুল কালো করার উপায় কি: বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পরিবেশ দূষণের মাত্রা যে পরিমাণ বাড়ছে তার ফলে সকলের শারীরিক দিক থেকে অসুস্থতা ও বয়স বৃদ্ধি হওয়াটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষেরই অল্প বয়সে চুল পেকে যাওয়া বা সাদা হয়ে যাওয়ার সমস্যাটা বর্তমানে অতি সাধারন এক সমস্যার রূপ নিয়েছে। চুল অল্প বয়সে সাদা হওয়ায় সেদিকে পুনরায় কাল অর্থাৎ স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে আপনি যদি কেমিক্যাল দেওয়া রং ব্যবহার করেন তবে আপনার মাথায় ঘা, চুল পড়ে যাওয়া বা তার থেকেও মারাত্মক কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্যামিকেল দেওয়া বিভিন্ন রং ব্যবহার না করে আসুন জেনে নিই কয়েকটি ঘরোয়া পদ্ধতি,যার সাহায্যে পাকা, সাদা চুলের স্বাভাবিক কালো রং ফিরে পাবেন মাত্র কয়েক দিনের মধ্যেই, যা আপনার চুলের রং বজায় রাখবে স্থায়ী ভাবে।

পাকা চুল কালো করার উপায়, পাকা চুল কালো করার ঘরোয়া উপায়

ক) আলু বা আলুর রস:

আলুর কথা ভেবে অনেকেই যদি ভেবে থাকেন যে আলু কোনভাবেই মাথার চুলের কালো রং ফিরিয়ে আনতে পারবে না তবে তা সম্পূর্ণ ভুল ধারণা। মাথার পাকা চুল গুলি কে পুনরায় তার স্বাভাবিক রঙ ফিরিয়ে দিতে আলুর রস কিন্তু বেশ উপকারী।

কি কি উপকরণ ব্যবহার করবেন:

চুলের স্বাভাবিক রঙ ফিরিয়ে আনতে আলুর সঙ্গে অন্য কোন কিছুর প্রয়োজন নেই, কেবল একটি বড় গোটা আলুর রসই যথেষ্ট। 

কিভাবে ব্যবহার করবেন:
  • একটি গোটা আলুকে ভালোভাবে পিষে তার সম্পূর্ণ রস বের করে নিতে হবে প্রথমেই একটি পরিষ্কার বাটিতে। 
  • সম্পূর্ণ রস বের করবার পর সেই রস মাথায় মেখে নিতে হবে, বিশেষ করে পাকা চুল যেখানে বেশি সেখানে। 
  • মাথায় মাখার পর এটিকে ১ ঘন্টা সেইভাবেই রেখে দিন এবং একঘন্টা পর ঠান্ডা জল দিয়ে সম্পূর্ণ মাথা ভালোভাবে ধুয়ে নিন। 
  • যেদিন এটি মাথায় রাখবেন তারপরের দিন মাথা ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে সপ্তাহের সাত দিনের মধ্যে যেকোনো দুই দিন করে মাথায় মাখলে আপনার সাদা চুলের সমস্যা স্থায়ীভাবে দূর হয়ে যাবে।

আরও পড়ুন- কেক তৈরির কয়েকটি রেসিপি

খ) মেথি ও আমলকি:

আপনার মাথায় থাকা সাদা চুলের সমস্যা দূর করতে অর্থাৎ চুলের রঙ পুনরায় ফিরিয়ে আনতে মাত্র তিন থেকে চারবার ব্যবহারই যথেষ্ট আমলকি এবং মেথির। 

কি কি উপকরণ ব্যবহার করবেন:

২ টো গোটা আমলকী অথবা আমলকীর গুঁড়া ২ চা চামচ এবং এর সাথে নিতে হবে ২ চা চামচ মেথি গুঁড়ো।

কিভাবে ব্যবহার করবেন : 
  • আমলকি ও মেথি গুঁড়ো দুটি ভালোভাবে সামান্য জল দিয়ে মিশিয়ে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। গোটা আমলকির ক্ষেত্রে প্রথমেই পেস্ট করে জল ও মেথির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 
  • আমলকি ও মেথির মিশ্রণটি এক ঘন্টার জন্য সমস্ত চুলের ভালভাবে লাগিয়ে রেখে দিন। 
  • মোটামোটি একঘণ্টা পর যে কোন সাধারণ শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে ধুয়ে নিতে হবে। 

পাকা চুল কালো করার উপায়: সামান্য এইটুকু করলে আপনি নিজেই এর উপকার এবং পূর্বের থেকে অনেক বেশি পার্থক্য লক্ষ করতে পারবেন নিজে থেকেই। ঘরোয়া পদ্ধতি আপনার মাথায় পূর্বের কালো রং পুনরায় স্থায়ীভাবে ফিরিয়ে আনবে নিঃসন্দেহে।

Previous articleমুদ্রা যোজনা অনলাইন আবেদন করুন
Next articleজেনারেল নলেজ | সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply