ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়: সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্ল্যাটফর্ম গুলির মধ্যে সবচেয়ে উচ্চস্থানে রয়েছে ইউটিউব। ইউটিউব ব্যবহার করেন না এমন মানুষ বর্তমানে খুব কমই আছেন। ইন্টারনেটে ভিডিও প্ল্যাটফর্ম গুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপ্লিকেশন। আজ লক্ষ লক্ষ ভিডিও যেমন সিনেমার ট্রেলার, গানের ভিডিও, টিউটোরিয়াল ভিডিও হোক বা যেকোনো মজার ভিডিও সবকিছু এক জায়গায় পাওয়ার একমাত্র ঠিকানা ইউটিউব।

আমাদের পছন্দসই যেকোন ভিডিও আমরা ইউটিউবে পেয়ে যাই। এই সমস্ত ভিডিওগুলি আমরা ইউটিউবের মধ্যেই ডাউনলোড করে রাখতে পারি। যখন আমাদের ইন্টারনেট থাকে না সেই সময় সেই ভিডিওগুলো দেখা যায় শুধুমাত্র ইউটিউব থেকেই। কিন্তু এই ভিডিওগুলি আমরা নিজেদের মোবাইলে স্টোর করতে পারি না। ইউটিউব ছাড়া আমরা এগুলো ডাউনলোড করে দেখতে পারি না, অর্থাৎ youtube হল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নিজেদের পছন্দমত সমস্ত ভিডিও পেয়ে যাই। কিন্তু সেগুলো নিজেদের মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করতে পারি না। তবে এর মানে কখনোই এটা নয় যে আমরা ইউটিউব ভিডিওগুলি আমাদের মোবাইল বা ডেস্কটপে কোন রকম ভাবেই ডাউনলোড করতে পারবো না। বিভিন্ন ওয়েবসাইট ও এপ্লিকেশন রয়েছে যেগুলি ব্যবহার করে আমরা ইউটিউব ভিডিওগুলি ডাউনলোড করতে পারব। এমন অনেক ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশন রয়েছে যার সাহায্যে ইউটিউবে থাকা যে কোন ভিডিও ডাউনলোড করে স্টোর করা যায় স্মার্টফোন অথবা ডেস্কটপে।

এই নিবন্ধে আমরা জানবো এমন কতগুলি ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের নাম যেগুলির সাহায্যে ইউটিউব এর যে কোন ভিডিও ডাউনলোড করে মোবাইল এবং ডেস্কটপে সেভ করা যায়। শুধু তাই নয়, যে কোন ভিডিওর থেকে গান আলাদা করে সেটিকে আলাদাভাবে কিভাবে সেভ করা যায় সে বিষয়েও এখানে আলোচনা করা হলো।

Read More, হোয়াটসঅ্যাপ কিভাবে টাকা ইনকাম করে?

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়:

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায় তার কয়েকটি সহজ উপায় ও নির্ভরযোগ্য ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানুন নিম্নের প্রবন্ধ থেকে।

এই ওয়েবসাইট গুলো দ্বারা ইউটিউবের যে কোনো ভিডিও নিজের মোবাইল ও ডেস্কটপে ডাউনলোড করতে পারবেন। ইউটিউবের ভিডিও গুলোর ফরম্যাট ও রেজোলিউশন নিজের পছন্দসই বেছে নিতে পারবেন আপনি। ইউটিউব ভিডিও গুলোর ফরম্যাট থাকবে MP4, MP3, WEBM, AVI, SQ, HD, FULL HD ইত্যাদি।

SSYouTube Video Downloader

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়

SSYouTube Video Downloader একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের সাহায্যে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে এই ওয়েবসাইটটি অন্যতম।

এই ওয়েবসাইটটি উইন্ডোজ, এপেল, অ্যান্ড্রয়েড সাপোর্ট করে ও যে কোনো ডিভাইসেই ভিডিও ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। যেখানে আপনি পাবেন mp4, mp3, sq, hd, full hd ফরম্যাট। শুধু তাই নয় মোবাইল এবং ডেস্কটপ এর ক্ষেত্রে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই ওয়েবসাইটের একটি নিজস্ব সফটওয়্যার রয়েছে যেটি ডাউনলোড করার মাধ্যমে আপনি আরো সহজে ভিডিও ডাউনলোড করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয় এই ওয়েবসাইট থেকে।

  • ভিডিও ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ইউটিউবে।
  • ইউটিউবে সার্চ বক্সে আপনার যে ভিডিওটি প্রয়োজন সেই ভিডিওটি সার্চ করুন।
  • ইউটিউবে আপনার পছন্দর ভিডিওটি পাওয়ার পর ভিডিওর নিচে শেয়ার অপশনে ক্লিক করুন।
  • এই শেয়ার অপশনটি ব্যবহার করা হয় ভিডিওর লিংক নেওয়ার জন্য বা ভিডিওর লিংক whatsapp, facebook এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে শেয়ার করার জন্য।
  • অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন।
ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়
  • মোবাইলের ক্ষেত্রে শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি একটি কপি অপশন দেখতে পারবেন।
  • কপি অপশন থেকে ইউটিউব ভিডিওর লিংকটি কপি করে নিতে হবে আপনাকে।
  • ডেক্সটপ এর ক্ষেত্রে শেয়ার অপশনে ক্লিক করলেই আপনি একটি ভিডিওর লিংক সহ কপি অপশন দেখতে পারবেন।
  • লিংক কপি করার পরে আপনি চলে আসুন গুগল সার্চ বক্সে।
  • গুগল সার্চ অপশনে SSYouTube Video Downloader লিখুন এবং সার্চ করুন।
  • সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে তার সাথে এই নামটি যাচাই করে নিন এবং ওয়েবসাইটটি ওপেন করুন।
  • এই ওয়েবসাইটে আসার পর আপনার সামনে একটি পেজ আসবে যেখানে লেখা থাকবে ইউটিউব ভিডিও ডাউনলোডার এবং নিচে একটি লিংক পেস্ট করা জায়গা থাকবে।
  • নির্দিষ্ট স্থানে যে ভিডিও লিংকটি আপনি ইউটিউব থেকে কপি করেছিলেন সেটি পেস্ট করুন।
  • ডেক্সটপ এবং মোবাইল উভয় ক্ষেত্রেই আপনি ভিডিওর ডাউনলোড করার বিভিন্ন অপশন গুলি পাবেন।
  • আপনাকে বেছে নিতে হবে আপনি কোন কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করতে চান।
  • আপনার পছন্দের কোয়ালিটি বেছে নিয়ে ডাউনলোড অপশনে ক্লিক করুন।
  • এই পদ্ধতির মাধ্যমে আপনি অতি সহজেই ইউটিউব এর যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন।

10 Downloader

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়
  • এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পছন্দের youtube ভিডিও ডাউনলোড করতে পারবেন। প্লে-লিস্ট, থাম্বনেল ও ডাউনলোড করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও এই ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওর গান ডাউনলোড করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে গানগুলি হতে হবে কপিরাইট ফ্রি।
  • ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য ইউটিউব থেকে ভিডিও লিঙ্ক কপি করতে হবে।
  • কপি করা লিংক 10 Downloader ওয়েবসাইটে “pest video link here…” এই জায়গায় পেস্ট করতে হবে।
  • লিংক পেস্ট করার পরে এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন যার মধ্যে রয়েছে কোয়ালিটি, ফরম্যাট এবং সাইজ।
  • এছাড়াও হাই কোয়ালিটিতে ভিডিও ডাউনলোড করা যাবে কিন্তু সেক্ষেত্রে ভিডিওর আওয়াজ আপনি পাবেন না।
  • এই ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব ভিডিও, ইউটিউব শর্ট, ইউটিউব প্লে-লিস্ট এবং ইউটিউব থাম্বনেল ডাউনলোড করতে পারবেন।

Savefrom.net

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়
  • এই ওয়েবসাইটি থেকে আপনি খুব সহজেই যে কোন ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন ।এই ওয়েবসাইটটি বানানো হয়েছে সহজ এবং সরল ভাবে কোন অতিরিক্ত এবং বিরক্তি মূলক ইন্টারফেস ছাড়াই ব্যাবহার করার মত করে। এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।
  • ভিডিও ডাউনলোড করার জন্য পূর্বের পদ্ধতিগুলির মতই ইউটিউব ভিডিওর লিংক কপি করার পর এই ওয়েবসাইটে যথাস্থানে লিংক পেস্ট করে আপনাকে ডাউনলোড বটনে ক্লিক করতে হবে।

X2download.app

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়
  • এই ওয়েবসাইটটির সাহায্যে আপনি 4K, 8K পর্যন্ত ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার আইফোন এবং অ্যান্ড্রয়েডে।
  • যে ইউটিউব ভিডিওটি আপনি ডাউনলোড করতে চান সেই ইউটিউব ভিডিও লিংক কপি করে এই ওয়েবসাইটে এসে যথাস্থানে সেটি পেস্ট করুন।
  • এরপর আপনাকে ক্লিক করতে হবে ‘Get Link Video’ অপশনে।
  • গেট লিঙ্ক অপশনে ক্লিক করার পর আপনার সামনে ভিডিওর থামনেল সহ একটি ডিটেলস আসবে।
  • এখান থেকে আপনি বেছে নিতে পারবেন আপনি কত সাইজের এবং কত রেজুলেশন এর ভিডিও ডাউনলোড করতে চান এবং ভিডিওর ফরম্যাট কি হবে। আপনি আপনার ভিডিওর শুধু ভয়েস বা গানের ভিডিওর ক্ষেত্রে শুধু গানটি এখান থেকে আলাদাভাবে ডাউনলোড করতে পারবেন।
  • আপনাকে ক্লিক করতে হবে Get Link অপশনে যেখানে প্রসেসিং এর জন্য কিছুটা সময় লাগবে।
  • এরপর আপনাকে দুটি অপশন দেবে ডাউনলোড এবং কন্টিনিউ।
  • ডাউনলোড অপশন এ ক্লিক করে আপনি আপনার পছন্দের ভিডিও বা ভিডিওর গান ডাউনলোড করতে পারবেন খুব সহজে।

আরো পড়ুন –

এই সকল ওয়েবসাইট ছাড়াও আরো বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলি সাহায্যে আপনি ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন যেগুলি হল-

www.onlinevideoconverter.pro

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়


এটি একটি ফ্রী ওয়েবসাইট। এখান থেকে আপনি ভিডিও অথবা অডিও ফরম্যাটে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

www.4kdownload.com

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়


এই ওয়েবসাইট থেকে হাই রেজুলেশন ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।

www.y2mate.com

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়


এটি ভিডিও ডাউনলোড করার জন্য একটি ভালো ওয়েবসাইট। যে কোন ভিডিও কনভার্ট করা যায় এই ওয়েবসাইটে।

www.tubemate.com

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়


এটি একটি এপ্লিকেশন যার সাহায্যে ভিডিও ডাউনলোড করা যায়। এটি ভিডিও ডাউনলোডার অ্যাপ্লিকেশন।

www.instube.com


এই অ্যাপ্লিকেশনটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনের সাহায্যে ইউটিউব সহ যে কোন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

www.clipconverter.com

ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করা যায়


এই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ভিডিও ও আপনার পছন্দমত ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। ভিডিও থেকে গান কনভার্ট করা যায় এই ওয়েবসাইটের মাধ্যমে।

মন্তব্য করুন