ChatGPT in Bengali | ChatGPT কি? ChatGPT কিভাবে কাজ করে?

ChatGPT কি?, ChatGPT কিভাবে কাজ করে?, ChatGPT in Bengali: ChatGPT হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি একটি চ্যাট বট যা প্রাকৃতিকভাবে ভাষা তৈরিতে সক্ষম।

বর্তমানে সবাই এই ChatGPT সম্পর্কে জানতে আগ্রহী। অনেক বিশেষজ্ঞ এই AI (artificial intelligence) রোবট থেকে google এর প্রতিযোগী হয়ে উঠবে বলে মনে করছেন। প্রাথমিকভাবে দেখে এটাই বলা যায় যে ChatGPT হল এমন একটি চ্যাটবট যার কাছে আপনি যদি কোন প্রশ্ন করেন তবে আপনি তার সঠিক উত্তর পাবেন। কিন্তু আমরা এই ChatGPT কে কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন জীবন আরো সহজ করে তুলতে পারি।

আজ এই নিবন্ধে আমরা ChatGPT কি?, ChatGPT কিভাবে কাজ করে? ChatGPT কে কিভাবে দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন এই নিয়ে বিশদে আলোচনা করা হলো।

চ্যাট জিবিটি কি? What is ChatGPT in Bengali

ChatGPT কি? ChatGPT কিভাবে কাজ করে? ChatGPT in Bengali
Screenshot- chatgpt

ChatGPT হল একটি Chat Bot যা কৃত্রিমভাবে প্রাকৃতিক ভাষা তৈরি করতে পারে। আমেরিকার সানফ্রান্সিসকো বেস কোম্পানি OpenAi দ্বারা এই ChatGPT তৈরি করা হয়েছে। যে Ai চ্যাট রোবট টি পূর্ব থেকেই প্রচুর ডেটা দ্বারা প্রশিক্ষণ করা হয়েছে। শুধু ইংরেজি নয় বিশ্বের বিভিন্ন ভাষা মডেলের সাহায্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে এই ChatGPT কে। যাতে এই Chat Bot মানুষের মত ভাষা তৈরি করতে সক্ষম হয়।

২০২২ সালের নভেম্বর মাসে ChatGPT প্রথম লঞ্চ করা হয়। লঞ্চের পর থেকেই এর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। বর্তমানে ChatGPT শুধুমাত্র ইংরেজি ভাষাতে লঞ্চ হয়েছে তবে খুব শীঘ্রই ChatGPT তে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় ভাষা গুলিকে যুক্ত করা হবে।

OpenAi কোম্পানির ওয়েব সাইটের মাধ্যমে আপনারা ChatGPT তে প্রবেশ করতে পারবেন। ChatGPT কে আপনি Google এর মত একটি সার্চ ইঞ্জিনও বলতে পারেন। কারণ ChatGPT তে আপনি যদি কোন প্রশ্ন করেন তবে সেটি আপনার প্রশ্নের সঠিক উত্তর তৈরি করে দেবে। যেমন আপনি কোন অফিস বা স্কুলের জন্য যদি চিঠি লেখেন তবে ChatGPT খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে এই চিঠি তৈরি করে এনে দেবে এবং আপনি সেটিকে কপি করতে পারবেন।

ChatGPT এর প্রাইমারি লক্ষ হল প্রাকৃতিক ও সহজ উপায়ে মানুষের সাথে কথোপকথন করা। এই Ai Chat Bot প্রশ্ন, স্টেটমেন্ট, কম্পিউটার কোডিং, ভাষণ, বিজ্ঞাপনের হেডলাইন, ইন্টারভিউ এর প্রশ্ন-উত্তর ইত্যাদি সবকিছু দক্ষতার সাথে তৈরি করতে সক্ষম।

চ্যাট জিবিটির বিবরণ: ChatGPT in Bengali

নামChatGPT
নির্মাতাOpenAi
প্রোডাক্টChatBot
লাইসেন্সProprietary
CEOস্যাম অল্টম্যান
লঞ্চের তারিখ৩০-১১-২০২২
ওয়েবসাইটchat.openai.com
ChatGPT in Bengali

ChatGPT এর পুরো নাম কি? Full form of ChatGPT in Bengali

ChatGPT এর পুরো নাম হলো Chat Generative Pre-Trained Transformer (চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফর্মার)।

ChatGPT কে তৈরি করে?

২০১৫ সালে স্যাম অল্টম্যান ইলন মাস্কের সঙ্গে এই ChatGPT শুরু করেছিলেন। কিন্তু সে সময় কোম্পানিটি সফল হতে পারেনি। এই স্টাটআপ কোম্পানি টি সেই সময় স্থগিত হয়ে যায়।

ChatGPT এর ইতিহাস (History of ChatGPT in bengali)

২০১৫ সালের ডিসেম্বর মাসে স্যাম অল্টম্যান, ইলন মাস্ক সহ আরো অনেকে মিলে ১ বিলিয়ন ডলার নিবেশ করে OpenAi কোম্পানির সূচনা করেছিলেন। প্রথমে কোম্পানিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, Ai সফটওয়্যার ও রিচার্জ অর্গানাইজেসন রূপে শুরু করেছিল।

OpenAi কোম্পানি আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে অবস্থিত। ২০১৮ সালে টেসলা কোম্পানির CEO ইলন মাস্ক  OpenAi কোম্পানির বোর্ড থেকে পদত্যাগ করেন। এরপর মাইক্রোসফট OpenAi কোম্পানিতে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করেন। সংবাদ সূত্রের খবর অনুযায়ী মাইক্রোসফট ২০২৩ সালের জানুয়ারি মাস পর্যন্ত ১০ বিলিয়ন ডলার খরচ করেছে এই কোম্পানির পেছনে।

Microsoft এর বিনিয়োগ: ChatGPT in bengali

গুগলের সাথে প্রতিযোগিতায় এবার ChatGPT এর সঙ্গে মাঠে নামল মাইক্রোসফট। সম্প্রতি মোটা অংকের অর্থ ChatGPT কোম্পানিতে বিনিয়োগ করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফট এই টেকনোলজিটি কে তাদের সার্চ ইঞ্জিন Bing এর সাথে যুক্ত করতে চলেছে। অন্যদিকে ChatGPT এর প্রতিযোগিতায় Google, Baidu তাদের চ্যাট বট লঞ্চ করতে চলেছে।

ChatGPT ইতিমধ্যে দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এই টেকনোলজির মধ্যে এটি একটি বিপ্লব বলা যেতে পারে, লঞ্চ হওয়ার পরে এখনো পর্যন্ত ChatGPT তে ২০ মিলিয়ন গ্রাহক নিজেদের এখন খুলেছে।

এছাড়া ChatGPT সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়া ষ্টার, ইউটিউবাররা এই Ai Chat Bot ব্যবহার করার পরামর্শ দিচ্ছে।

ChatGPT কিভাবে কাজ করে? How ChatGPT works in Bengali

ChatGPT কিভাবে কাজ করে তার প্রশ্নের উত্তর Chat GPT নামের দ্বিতীয়ার্ধে লুকিয়ে আছে। অর্থাৎ GPT, এর পুরো নাম হলো জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফর্মার। প্রধানত এই ট্রান্সফরমার গুলি আপনার প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে।

ট্রান্সফর্মারটি শুধুমাত্র একটি শব্দ বা বাক্য নয়, একটি বাক্য তৈরি করার পর পরবর্তী বাক্যের ভবিষ্যৎবাণী করতে পারে।
ধরুন একটি রচনার একটি অনুচ্ছেদের পর পরবর্তী অনুচ্ছেদ কি হতে পারে সেটা নির্ধারণ করে GPT। এইভাবে ChatGPT একটি বড় নিবন্ধ বা গল্প তৈরি করতে পারে।

ChatGPT এর প্রশিক্ষণের জন্য তাদের ডেভলপাররা জনসাধারণে ব্যবহৃত সহজ ভাষা ব্যবহার করা হয়েছে। এর ভিত্তিতে আপনার করা প্রশ্ন Chat Bot তার ডাটাবেসে খোঁজা শুরু করে এবং আপনাকে আপনার ভাষায় উত্তর দেয়।

এখানে আরও একটি বিষয় রয়েছে যদি চ্যাট বট এর দেখানো উত্তর আপনার পছন্দ না হয় তবে আপনি তার ফিডব্যাক জানাতে পারবেন। অথবা আবারও আপনি ChatGPT কে প্রশ্ন করতে পারবেন। ChatGPT আপনার পুরনো চ্যাট মনে রাখতে সক্ষম এবং সেই চ্যাটের ভিত্তিতে আপনাকে পরবর্তী উত্তর দেবে।

তবে একটি বিষয় আপনাকে যা জেনে রাখতে হবে, চ্যাট জিবিটি এর ট্রেনিং ও Chat Bot এ ব্যবহৃত ডাটা ২০২২ সাল পর্যন্ত দেওয়া আছে। সুতরাং আপনি যদি রিয়েল টাইমের মধ্যে ঘটে যাওয়া কোন তথ্য জিজ্ঞাসা করেন তবে তার উত্তর আপনি নাও পেতে পারেন।

Google ও Baidus ChatGPT

প্রসঙ্গত ২০১৭ সালে alphabet লঞ্চ করে google যা google এর গবেষক দ্বারা তৈরি। গুগল তাদের এই পরীক্ষা মূলক পরিষেবাটি তাদের Chat Bot Bard-এ ব্যবহার করতে চলেছে। যা ব্যবহারকারী দের প্রশ্ন করা শব্দের উত্তর দেয়। এছাড়া গুগলের এই বার্ড ছবি পড়তে সক্ষম ও ছবির মধ্যে লেখা বা ছবির ক্যাপশনে লেখা শব্দ পড়তে সক্ষম। যে টেকনোলজির বৈশিষ্ট্য গুলি আমরা গুগল লেন্সে ব্যবহার করে থাকি।
এছাড়া চাইনিজ টেক জয়েন্ট Baidu তাদের নিজস্ব ChatGPT আনতে চলেছে খুব শীঘ্রই। 

ChatGPT “at capacity” কথাটির অর্থ কি?

যদি আপনি ChatGPT ব্যবহার করার সময় আপনার সামনে মেসেজ আসে at capacity, তখন আপনাকে বুঝতে হবে সফটওয়্যারটিতে অতিরিক্ত লোড পড়েছে। বর্তমানে এই AI টেকনোলজিটি সীমিত সংখ্যক লোড নিতে সক্ষম তবে কোম্পানির সূত্রে খবর যে তারা খুব শীঘ্রই এটিকে আনলিমিটেড লোড নেওয়ার উপযুক্ত করে তুলবে।

ChatGPT থেকে আমরা কি কি করতে পারি? ChatGPT in Bengali

এবার আসুন দেখে নেওয়া যাক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ChatGPT এর সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি। ChatGPT এর কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যা আমাদের জানা দরকার।

  1. ChatGPT এই Chat Bot টি ব্যবহার করে আমরা খুব সহজেই রিয়েল টাইম আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব।
  2. ChatGPT এর মাধ্যমে আপনি প্রবন্ধ, রচনা ইত্যাদি খুব সহজে বানিয়ে নিতে পারবেন।
  3. এই AI সফটওয়্যারের মাধ্যমে আপনি ওয়েবসাইটের আর্টিকেল লিখতে পারবেন এছাড়া ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট, ডেসক্রিপশন ইত্যাদি তৈরি করা যেতে পারে।
  4. মজার ব্যাপার হল এটাই যে, ChatGPT তে এইসব কাজের জন্য আপনাকে এক পয়সা দিতে হবে না। বর্তমানে বিনামূল্যে আপনি এই টেকনোলজি ব্যবহার করতে পারবেন।

চ্যাট ডিপিটি কিভাবে আমরা ব্যবহার করব? How to use ChatGPT in bengali

ChatGPT ব্যবহার করার জন্য আপনাকে গুগলে গিয়ে Openai সার্চ করতে হবে এরপর openai অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে, আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডির মাধ্যমে। এরপরে আপনি ChatGPT ব্যবহার করতে পারবেন।

বর্তমানে এই পরিষেবা একদম বিনামূল্যে আপনি পেয়ে যাবেন কিন্তু পরবর্তীকালে এই টেকনোলজি ব্যবহারের জন্য আপনাকে স্বল্প মূল্য দিতে হতে পারে।

  1. প্রথমে ব্যবহারকারী কে মোবাইলের ইন্টারনেট সংযোগ করতে হবে, এরপর তাকে যেকোনো সার্চ ব্রাউজার খুলতে হবে, যেমন- ক্রোম।
  2. এরপর আপনাকে সার্চ বাড়ে টাইপ করতে হবে OpenAi
  3. এরপর আপনি দেখতে পাবেন সবার প্রথমে chat.openai.com নামে একটি ওয়েবসাইট এসেছে।
  4. এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে এবং ভেতরে গিয়ে লগইন ও সাইন আপ দুটি অপশন দেখতে পাবেন। আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে।
  5. সাইন আপ বা account খুলতে গেলে আপনাকে ইমেইল আইডির প্রয়োজন হবে এবং মোবাইল নাম্বার লাগবে।
  6. ইমেল আইডি দিয়ে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে।
  7. মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেটি আপনাকে ভেরিফাই করার পর আপনি এটি ব্যবহার করতে পারবেন।

ChatGPT কি, ChatGPT in Bengali

ChatGPT এর সুবিধা গুলি কি কি? Benefit of ChatGPT in Bengali

ChatGPT নতুন একটি টেকনোলজি যা সংবাদ মাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আসুন এবার আমরা জেনে নিই ChatGPT এর থেকে আমরা কি কি সুবিধা পেতে পারি।

ChatGPT এর প্রধান সুবিধা হল এখানে যদি আপনি কোন প্রশ্ন করেন তবে আপনি তার সরাসরি উত্তর পেয়ে যাবেন।
আপনি যদি গুগল এ গিয়ে কিছু সার্চ করেন তবে আপনাকে বিভিন্ন ওয়েবসাইট দেখানো হয় যেখানে আপনাকে ক্লিক করে সঠিক উত্তর অনুসন্ধান করতে হয়।
কিন্তু ChatGPT আপনাকে সরাসরি সেরা উত্তরটি বেছে এনে দেবে।
ChatGPT দেওয়া উত্তরে যদি আপনি সন্তুষ্ট না হন তবে আপনি নিজে ChatGPT কে উত্তর প্রদান করতে পারবেন। যে তথ্যের দ্বারা ChatGPT পরবর্তীকালে নিজেকে আপডেট করবে।
টেকনোলজিটির সবচেয়ে ভালো বিষয় হলো বর্তমানে এটি বিনামূল্যে আপনি ব্যবহার করতে পারবেন।

ChatGPT এর কি কি অসুবিধা রয়েছে? Cons of ChatGPT in bengali

অনেক সুবিধার কথা হল এবার আসুন দেখে নেওয়া যাক এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ChatGPT টির কিছু অসুবিধার কথা।

বর্তমানে এই চ্যাট বটের সবচেয়ে প্রধান অসুবিধার কারণ হলো এর সীমিত ডেটা। অর্থাৎ ChatGPT এর কাছে কিছু সীমিত ডাটা রয়েছে যার ভিত্তিতে বর্তমানে Chat Bot উত্তর দেয়।
বর্তমানে শুধু ইংরেজি ভাষায় ChatGPT উপলদ্ধ রয়েছে। ইংরেজি ভাষা ব্যবহার করি গ্রাহকরা এর সুবিধা ভোগ করতে পারবেন। তবে খুব শীঘ্রই অন্যান্য ভাষা এই চ্যাট রোবটটিতে যুক্ত করা হবে বলে বলা হয়েছে।
ChatGPT ২০২১ সালের শেষ পর্যন্ত ডেটা আপডেট করা আছে এবং সেই মতো ট্রেনিং দেওয়া আছে। ফলে গত এক বছরে ঘটে যাওয়া কোন তথ্যের উত্তর এই চ্যাট রোবটটি দিতে পারবেনা।
পরবর্তীকাল ChatGPT ব্যবহার করতে গেলে আপনাকে টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হবে। তবে কত টাকা দিতে হবে তার পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

চ্যাট জিপিটি কি গুগলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে? ChatGPT will become a rival to Google?

ChatGPT লঞ্চ হবার পরেই সময় মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইটে বলা হচ্ছে, ChatGPT পরবর্তীকালে গুগুলের প্রতিদ্বন্দ্বি হয়ে উঠবে। আবার কেউ কেউ বলছে google কে পরিবর্তন করেও দিতে পারে এই AI টেকনোলজি।
কিন্তু আপনাদের জানার জন্য বলে রাখি ChatGPT কখনোই গুগলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি করা হয়নি। ChatGPT হল একটি ভাষা সমূহের চ্যাটবট। Google ও ChatGPT যে যার নিজের জায়গায় সেরা টেকনোলজি প্রদান করছে।

ChatGPT শুধুমাত্র সেই তথ্যই দিতে পারবে যেটা সে জানে, অর্থাৎ ChatGPT এর কাছে সীমিত কিছু ডেটা রয়েছে যার মাধ্যমে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই ডেটার বাইরে আপনার কোন প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। অন্যদিকে গুগলের কাছে প্রায় বিশ্বের সমস্ত ব্যক্তির ডেটা রয়েছে। কারণ আমরা আমাদের মোবাইলে সব সময় গুগলের প্রোডাক্ট ব্যবহার করে থাকি। গুগল জানে আমাদের কখন কি প্রয়োজন হবে। সেই কারণে গুগল শুধুমাত্র ভাষা নয়, ভয়েস টাইপিং, ছবি ও ভিডিওর মাধ্যমে আপনার প্রয়োজনীয় তথ্য দিতে সক্ষম।

ChatGPT যে উত্তর দেবে সেটা যে সবসময় সঠিক হবে তার কোন নিশ্চয়তা নেই। কিছু তথ্য ভুল হতেই পারে কারণ সেখানে একটি Chat Bot আপনাকে উত্তর তৈরি করে দিচ্ছে। অন্যদিকে গুগলের মস্তিষ্ক বা অ্যালগরিদম বিশ্বের সবচেয়ে উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি। সে জানে গ্রাহক যে প্রশ্নটা করছে তার পেছনে গ্রাহক কি ধরনের উত্তর পেতে চাইছেন। গুগল সব সময় আপনাকে তথ্যরূপে বিভিন্ন ওয়েবসাইট দেখায় যেখান থেকে আপনারা তথ্য পেয়ে থাকেন এবং এই ওয়েবসাইটগুলি কোন রোবট দ্বারা তৈরি নয়। এগুলি কোন কোম্পানি বা মানুষ দ্বারা তৈরি করা। যার ফলে ওখানে উপলব্ধ তথ্যগুলি ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে।

ChatGPT in Bengali

ChatGPT কি মানুষের চাকরি কেড়ে নিতে পারে? Can ChatGPT take away people’s jobs in bengali

প্রযুক্তির বা টেকনোলজি মানুষের সব সময় প্রিয় একটি আকর্ষণের বস্তু। কিন্তু এই টেকনোলজি এখন মানুষের চাকরি কেড়ে নিতে চলেছে এমন সম্ভাবনার কথা বলছে অনেক বিশেষজ্ঞ। কিন্তু সত্যি কি ChatGPT মানুষের চাকরির কেড়ে নিতে চলেছে?। তবে বলে রাখি ChatGPT এখনো পর্যন্ত ১০০% নির্ভুল নয়। ChatGPT এর ডেটা সীমিত এবং এর দেখানো তথ্য সব সময় সঠিক না হতে পারে সেই কারণে এর জন্য যে মানুষের চাকরি হারাবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে।

এখন যদি ভবিষ্যতে ChatGPT এর ডেভলপাররা কঠোর পরিশ্রমের মাধ্যমে সফটওয়্যারটির অ্যালগরিদম নির্ভুল করে তোলে তবে এই ChatGPT কিছু ব্যবসায় তে প্রভাব ফেলতে পারে। যেমন কল সেন্টারের কাজ, কোচিং সেন্টার, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি। তবে কোন সফটওয়্যার কোনভাবেই একজন মানুষের জায়গা নিতে পারে না। AI এর মাধ্যমে দেখানো তথ্য ডেটার মাধ্যমে নির্ধারিত করা থাকে, অন্যদিকে মানুষ চিন্তা ভাবনা করতে সক্ষম। একজন মানুষ তার মস্তিষ্কের ব্যবহারের মাধ্যমে নির্ভুল কাজ করতে সক্ষম।

আরও পরুন – কাগজের আবিষ্কারক কে ছিলেন? নিত্য প্রয়োজনীয় বস্তু কাগজ আবিষ্কারের ইতিহাস

চ্যাট জিপিটি থেকে কিভাবে আয় করা যায়? How to earn money from ChatGPT in bengali

ChatGPT এখনো তাদের কোম্পানির তরফ থেকে এই বিষয়ে কোন বিবৃতি দেওয়া হয়নি যে কিভাবে ChatGPT এর মাধ্যমে মানুষ পয়সা আয় করতে পারবে। তবে আপনি এই টেকনোলজি ব্যবহার করে বর্তমান ইন্টারনেটের যুগে পয়সা আয় করতে পারবেন। নিচে সেই বিষয়ে কিছু পয়েন্ট আলোচনা করা হলো।

১. ওয়েবসাইট: আপনারা সবাই জানেন গুগলে ওয়েবসাইট তৈরি মাধ্যমে পয়সা ইনকাম করা যেতে পারে। আপনার যদি নিজস্ব কোন ওয়েবসাইট থাকে তবে আপনি এই ChatGPT এর মাধ্যমে আর্টিকেল লিখে সেটিকে পাবলিশ করতে পারেন। এছাড়া আপনি যদি ওয়েবসাইট তৈরি করতে না পারেন তবে, ইন্টারনেটে এরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে পোস্ট লেখার জন্য লেখক এর প্রয়োজন হয়। আপনি সেখানে আবেদন করতে পারেন এবং ChatGPT এর মাধ্যমে নিবন্ধন লিখতে পারেন। তবে যেহেতু এটি শুধুমাত্র ইংরেজি ভাষা পড়তে সক্ষম। সেই কারণে বর্তমানে শুধুমাত্র ইংরেজি ভাষার ওয়েবসাইটগুলিকে টার্গেট করে আপনি পয়সা ইনকাম করতে পারবেন। পরবর্তীকালে যখন হিন্দি ভাষা যুক্ত হবে ChatGPT তে, তখন হিন্দি ভাষার ওয়েবসাইটগুলিতে আপনি আর্টিকেল লিখে পয়সা ইনকাম করতে পারবেন।

২. ইউটিউব: আপনার যদি কোন ইউটিউব চ্যানেল থাকে তবে আপনি এই ChatGPT এর মাধ্যমে ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট লিখতে পারবেন এবং সেই রকম ভাবে ভিডিও বানাতে পারবেন। এছাড়া অন্যের ইউটিউব চ্যানেলে আপনি স্টোরি রাইটিং এর কাজ করতে পারবেন। ভিডিও তৈরি করতে গেলে আগে ভিডিওর স্ক্রিপ্ট লিখতে হয় প্রত্যেকে ইউটিউবার কে, যা লেখার জন্য তারা অনেক সময় পয়সা দিয়ে থাকেন। আপনি ChatGPT এর মাধ্যমে এই ধরনের কাজ করতে পারবেন।

৩. বিজ্ঞাপন: ChatGPT এর মাধ্যমে আপনি বিজ্ঞাপনের বিভিন্ন শিরোনাম তৈরি করতে পারবেন। আপনারা সবাই জানেন বিজ্ঞাপনে ছোট ভিডিও বা পোস্টারের উপরে আকর্ষণীয় হেডলাইন লেখা থাকে যা দর্শকদের আকর্ষণ করে। এই ধরনের হেডলাইন আপনারা এই ChatGPT এর মাধ্যমে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই AI চ্যাট বটে আপনি বিজ্ঞাপনের বিষয়বস্তু দিয়ে প্রশ্ন করলেই বিভিন্ন আকর্ষণীয় শিরোনাম পেতে পারেন।

৪. অনলাইন ওয়েবসাইট: আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি তাদের কাজ করে পয়সা ইনকাম করতে পারেন। যেমন, freelancer, fibre ইত্যাদি ওয়েবসাইটে দেশ-বিদেশের বিভিন্ন লোক তাদের প্রয়োজনীয় কাজের জন্য Job পোস্ট করেন। সেটা ডেটা এন্ট্রি হতে পারে, ফটো এডিটিং, রাইটিং, ভিডিও এডিটিং, অ্যাপ নির্মাণ প্রায় সমস্ত ধরনের কাজ পাওয়া যায় এই ওয়েবসাইটগুলিতে। আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে সঠিক কাজ বেছে নিতে হবে এবং ChatGPT কে কাজে লাগিয়ে আপনারা খুব সহজেই আয় করতে পারবেন।

উপসংহার:

আজকের এই নিবন্ধটিতে আপনারা জানলেন ChatGPT কী? কিভাবে কাজ করে? ChatGPT in Bengali, কিভাবে আয় করা সম্ভব এর থেকে?। আশা করি এই আর্টিকেলটি আপনাদের উপযুক্ত তথ্য প্রদান করতে সক্ষম হয়েছে। আর্টিকেলটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি আপনাদের মনে কোন প্রশ্ন থাকে তবে সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে আমরা তার সদুত্তর দেয়ার চেষ্টা করব।

সবাই ভালো থাকবেন এবং আমাদের এই Extra Gyaan ওয়েবসাইটিকে ফলো করবেন। এই ওয়েবসাইট সবসময় আপনাদের জন্য বাংলা ভাষায় উপযুক্ত তথ্য প্রদান করে থাকে। ধন্যবাদ।

ChatGPT এর পুরো নাম কি?

– Chat Generative Pre-Trained Transformer (চ্যাট জেনারেটিভ প্রি-ট্রেনড ট্রান্সফর্মার)।

ChatGPT এর অফিসিয়াল ওয়েবসাইট কি?

– chat.openai.com

ChatGPT কবে চালু করা হয় ?

– ৩০ নভেম্বর, ২০২২

ChatGPT কোন কোন ভাষায় উত্তর দেয়?

– ইংরাজি

ChatGPT এর CEO কে?

– স্যাম অল্টম্যান

ChatGPT কোন কোম্পানীর অন্তর্গত?

– OpenAi

“ChatGPT in Bengali | ChatGPT কি? ChatGPT কিভাবে কাজ করে?”-এ 4-টি মন্তব্য

মন্তব্য করুন