আইপিএল ২০২৩ নিলাম | Tata ipl 2023 auction in bengali

আইপিএল ২০২৩ নিলাম, Tata ipl 2023 auction in bengali: সম্পূর্ণ হলো আইপিএলের এবছরের মিনি নিলাম। এবার আসুন দেখে নেওয়া যাক ২০২৩ সালের আইপিএল এর ১০ টি দলের সম্পূর্ন খেলোয়াড়দের তালিকা। কিরকম হলো আইপিএল ২০২৩ নিলাম, কোন দলের পাল্লা ভারী হলো?, ক্রিকেটারা সবচেয়ে বেশি মূল্য পেল? নিচে তা বিস্তারিত দেওয়া হল।

আইপিএল নিলাম ২০২৩: সমস্ত দলগুলির ব্যয় অর্থ মূল্য

  • পাঞ্জাব কিংস- ২০ কোটি, ৬ টি খেলোয়ার
  • সানরাইজার্স হায়দ্রাবাদ- ৩৪.৫ কোটি, ১১ টি খেলোয়ার
  • রাজস্থান রয়্যালস- ৯.৮৫ কোটি, ৯ টি খেলোয়ার
  • লখনৌ সুপার জায়েন্ট- ১৯.৮ কোটি, ১০ টি খেলোয়ার
  • গুজরাট টাইটানস- ১৪.৮ কোটি, ৭ টি খেলোয়ার
  • দিল্লি ক্যাপিটাল- ১৫ কোটি, ৫ টি খেলোয়ার
  • মুম্বাই ইন্ডিয়ান্স- ২০.৫ কোটি ৮ টি খেলোয়ার
  • রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো- ৭ কোটি, ৭ টি খেলোয়ার
  • চেন্নাই সুপার কিংস- ১৮.৯৫ কোটি, ৭ টি খেলোয়ার
  • কলকাতা নাইট রাইডার্স- ৫.৪ কোটি, ৮ টি খেলোয়ার

Tata ipl 2023 auction in bengali

আইপিএল ২০২৩ নিলাম: কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আইপিএল ২০২৩ নিলামে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি মূল্য পেল?

  • স্যাম কুরান, ১৮.৫ কোটি, পাঞ্জাব কিংস।

আইপিএল ২০২৩ নিলামে দ্বিতীয় ক্রিকেটার যে সর্বোচ্চ মূল্য পেয়েছে?

  • ক্যামেরন গ্রিন, ১৭.৫ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স।

২০২৩ আইপিএল নিলামে মোট কত টাকা ব্যয় করেছে ১০ টি ফ্রাঞ্চাইজি?

  • ১৬৭ কোটি, ৮০ টি খেলোয়ারদের জন্য।

আইপিএল ২০২৩ নিলাম, ipl 2023 auction in bengali

১.পাঞ্জাব কিংস (Punjab kings)

রিটেন ক্রিকেটার- শিখর ধাওয়ান (অধিনায়ক), শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকসে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আরশদীপ সিং, বালতেজ সিং, নাথান এলিস, কাগিসো রাবাদা, রাহুল চাহার এবং হারপ্রীত ব্রার।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- স্যাম কুরান (১৮.৫০ কোটি), সিকান্দার রাজা (৫০ লাখ), হরপ্রীত ভাটিয়া (৪০ লাখ), বিদথ কাভেরাপ্পা (২০ লাখ), মোহিত রাঠে (২০ লাখ), শিবম সিং (২০ লাখ)।

২. সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)

রিটেন ক্রিকেটার- আব্দুল সামাদ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকী, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, এবং উমরান মালিক।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- হ্যারি ব্রুক (১৩.২৫ কোটি), মায়াঙ্ক আগরওয়াল (৮.২৫ কোটি), হেনরিখ ক্লাসেন (৫.২৫), আদিল রশিদ (২ কোটি), মায়াঙ্ক মারকান্ডে (৫০ লাখ), বিভ্রান্ত শর্মা (২.৬ কোটি), সমর্থ ব্যাস (২০ লাখ), সানভীর সিং (২০ লাখ), উপেন্দ্র সিং যাদব (২৫ লাখ), মায়াঙ্ক ডাগর (১.৮ কোটি), নীতীশ কুমার রেড্ডি (২০ লাখ), আকেল হোসেইন (১ কোটি), আনমোলপ্রীত সিং (৫০ লাখ)।

৩. রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)

রিটেন ক্রিকেটার- সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাডিকল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং কেসি ক্যারিয়াপ্পা।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- জেসন হোল্ডার (৫.৭৫ কোটি), ডোনোভান ফেরেরা (৫০ লাখ), কুনাল রাঠোর (২০ লাখ), অ্যাডাম জাম্পা (১.৫০ কোটি), কে.এম.আসিফ (৩০ লাখ), মুরুগান অশ্বিন (20 লাখ), আকাশ বশিষ্ট (২০ লাখ), আবদুল পি এ (২০ লাখ), জো রুট (১ কোটি)

৪. লখনৌ সুপার জায়েন্ট (Lucknow Super Giant)

রিটেন ক্রিকেটার- KL রাহুল (অধিনায়ক), আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, কৃষ্ণাপ্পা গৌথাম, দীপক হুডা, কাইল মায়ার্স, ক্রুনাল পান্ড্য, আভেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, এবং রবি বিষ্ণোই।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- নিকোলাস পুরান (16 কোটি), জয়দেব উনাদকাট (৫০ লাখ), যশ ঠাকুর (৪৫ লাখ), রোমারিও শেফার্ড (৫০ লাখ), ড্যানিয়েল সামস (৭৫ লাখ), অমিত মিশ্র (৫০ লাখ), প্রেমাক মানকদ (২০ লাখ), স্বপ্নিল সিং (২০ লাখ), নবীন উল হক (২০ লাখ), যুধবীর চরক (২০ লাখ)।

৫. গুজরাট টাইটানস (Gujarat Titans)

রিটেন ক্রিকেটার- হার্দিক পান্ড্য (অধিনায়ক), শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড, রশিদ খান, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, প্রদীপ সাংওয়ান, দর্শন নালকান্দে, জয়ন্ত ইয়াদ। , আর সাই কিশোর, এবং নূর আহমদ।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- কেন উইলিয়ামসন (২ কোটি), ওডেন স্মিথ (৫০ লাখ), KS ভরত (১.২ কোটি), শিবম মাভি (৬ কোটি), উরভিল প্যাটেল (২০ লাখ), জোশুয়া লিটল (৪.৪ কোটি), মোহিত শর্মা (৫০ লাখ)

৬. দিল্লি ক্যাপিটাল (Delhi Capitals)

রিটেন ক্রিকেটার- ঋষভ পান্ত (অধিনায়ক) not available , ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অ্যানরিচ নর্টজে, চেতন সাকারিয়া, কমলেশ নগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান , আমান খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, এবং ভিকি অস্টওয়াল, আমান খান।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- ফিল সল্ট (২ কোটি), ইশান্ত শর্মা (৫০ লাখ), মুকেশ কুমার (৫.৫ কোটি), মনীশ পান্ডে (২.৪ কোটি), রিলি রসু (৪.৬ কোটি)।

৭. মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)

রিটেন ক্রিকেটার- রোহিত শর্মা (অধিনায়ক), টিম ডেভিড, রমনদীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, ট্রিস্টান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, জোফরা আর্চার, জাসপ্রিত বুমরাহ, অর্জুন টেন্ডুলকার, আরশাদ খান, কুমার কার্তিকেয়া, হৃতিক শোকিন, এবং আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- ক্যামেরন গ্রিন (১৭.৫০ কোটি), ঝিয়ে রিচার্ডসন (১.৫ কোটি), পীযূষ চাওলা (৫০ লাখ), ডুয়ান জেনসন (২০ লাখ), বিষ্ণু বিনোদ (২০ লাখ), শামস মুলানি (২০ লাখ), নেহাল ওয়াধেরা (২০ লাখ), রাঘব গয়াল (২০ লাখ)।

৮. রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালো (Royal Challengers Bangalore)

রিটেন ক্রিকেটার- ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, সুয়াশ প্রভুদেসাই, রজত পতিদার, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসরাঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষাল প্যাটেল, ডেভিড উইলি, কর্ন শর্মা, মহিপাল লোমর, মোহাম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কৌল এবং আকাশ দীপ।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- রিস টপলে (১.৯ কোটি), উইল জ্যাকস (৩.২ কোটি), মনোজ ভান্দগে (২০ লাখ), রাজন কুমার (৭০ লাখ), অবিনাশ সিং (৬০ লাখ), সোনু যাদব (২০ লাখ), হিমাংশু শর্মা (২০ লাখ)।

৯. চেন্নাই সুপার কিংস (Chennai Super kings)

রিটেন ক্রিকেটার- MS ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আম্বাতি রাইডু, শুভ্রাংশু সেনাপতি, মঈন আলি, শিবম দুবে, রাজবর্ধন হ্যাঙ্গারগেকর, ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, সিমার্শা পাথিরানা, দীপাতিরা সিং , প্রশান্ত সোলাঙ্কি, এবং মহেশ থেকশানা।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- অজিঙ্কা রাহানে (৫০ লাখ), বেন স্টোকস (১৬.২৫ কোটি), শাইক রশিদ (২০ লাখ), নিশান্ত সান্ধু (৬০ লাখ), কাইল জেমিসন (১ কোটি), অজয় ​​মণ্ডল (২০ লাখ), ভগথ ভার্মা (২০ লাখ)।

১০. কলকাতা নাইট রাইডার্স (Kolkata knight riders)

রিটেন ক্রিকেটার- শ্রেয়াস আইয়ার (শ্রেয়াস আইয়ার), আন্দ্রে রাসেল, নীতীশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, এবং রিংকু সিং, শার্দুল ঠাকুর (ট্রেড ইন), রহমানুল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন।

২০২৩ নিলামে কেনা ক্রিকেটার- নারায়ণ জগদেসান (৯০ লাখ), বৈভব অরোরা (৬০ লাখ), সুয়শ শর্মা (২০ লাখ), ডেভিড উইজ (১ কোটি), কুলবন্ত খেজরোলিয়া (২০ লাখ), লিটন দাস (৫০ লাখ), মনদীপ সিং (৫০ লাখ), সাকিব আল হাসান (১.৫ কোটি)।

আরো পড়ুন- ২০২৬ ফিফা বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? দেখে নিন

“আইপিএল ২০২৩ নিলাম | Tata ipl 2023 auction in bengali”-এ 10-টি মন্তব্য

মন্তব্য করুন