ওমেন আইপিএল ২০২৩: আজ প্রথম দিন, কিয়ারা আদ্ভানি, AP Dhillion আসছে উদ্বোধন অনুষ্ঠানে, সময়, দেখুন বিশদে

ওমেন আইপিএল ২০২৩: প্রথমবার ওমেন আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে ভারতের। এই ওমেন আইপিএলে মোট ৫ টি দল অংশগ্রহণ করতে চলেছে। ওমেন আইপিএলের উদ্বোধন অনুষ্ঠানে আসতে চলেছে কৃতি সানন, কিয়ারা আদ্ভানি ও AP Dhillion। ৪ মার্চ, ২০২৩ উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হবে ৫.৩০ মিনিট থেকে। আপনারা সরাসরি এই অনুষ্ঠান দেখতে পাবেন জিও সিনেমাতে এছাড়া আপনারা sports 18 network, Viacom 18 চ্যানেলে আপনারা উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাবেন।

ওমেন আইপিএল ২০২৩: ৫ টি দল অংশগ্রহণ করবে এই আইপিএলে

  • রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর
  • দিল্লি ক্যাপিটাল
  • ইউপি ওয়ারিয়ার্স
  • মুম্বাই ইন্ডিয়ান্স
  • গুজরাট জয়েন্টস

আরো পড়ুন,

মোট ২৩ দিন ধরে এই ওমেন আইপিএল আয়োজিত হবে, ৪ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম মহিলা আইপিএল সংঘটিত হবে DY প্যাটেল স্টেডিয়াম মুম্বাইতে। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অধিনায়কত্ব করবেন হারম্যানপ্রিত কোর ও গুজরাট জেন্টস এর হয়ে অধিনায়কত্ব করবেন আলিসা হাইল।

মহিলা আইপিএল ২০২৩, ওমেন আইপিএল ২০২৩

ভারতে সরাসরি সম্প্রচার হবে এই চ্যানেলগুলিতে

  • জিও সিনেমা অ্যাপ
  • Sports 18

এছাড়া বিশ্বের অন্যান্য দেশের নির্ধারিত চ্যানেলে সম্প্রচারিত হবে ওমেন আইপিএল।

মন্তব্য করুন