JIPMER নিয়োগ 2023: গ্রুপ বি, গ্রুপ সি পোস্ট, আবেদন করুন এক্ষুনি

JIPMER নিয়োগ 2023: গ্রুপ বি, গ্রুপ সি পোস্ট, আবেদন করুন এক্ষুনি

JIPMER নিয়োগ 2023: জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রেজুয়েশন মেডিকেল এডুকেশন এবং রিসার্চ সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি বিশদে দেখে আপনি আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া, আবেদনের লিংক, ও অফিসিয়াল নোটিফিকেশন আপনার এই নিবন্ধের নিচে পেয়ে যাবেন।

JIPMER নিয়োগ 2023

নিয়োগJIPMER
পোস্টগ্রুপ-B,C
শূন্যপদ69
আবেদন পদ্ধতিঅনলাইন
স্থানসারা ভারত
আবেদনের তারিখ22-02-2023
শেষ তারিখ18-03-2023
ওয়েবসাইটjipmer.edu.in

JIPMER নিয়োগ 2023: তারিখ

আবেদন শুরুর তারিখ22-02-2023
আবেদন শেষের তারিখ18-03-2023

JIPMER নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

গ্রুপ-B পোস্ট

পদশূন্যপদ
ডেন্টাল হাইজেনিস্ট1
জুনিয়র ট্রান্সলেটর1
মেডিকেল সোশ্যাল6
স্পিচ থেরাপিস্ট2
এক্সরে টেকনিশিয়ান4
মোট14

গ্রুপ- C পোস্ট

পদশূন্যপদ
এনেসথেসিয়া টেকনিশিয়ান8
অডিওলজি টেকনিশিয়ান1
ডেন্টাল মেকানিক1
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট32
Ophthalmic টেকনিশিয়ান1
পারফিউশন অ্যাসিস্ট্যান্ট1
ফার্মাসিস্ট5
Physiotherapy টেকনিশিয়ান2
স্টেনোগ্রাফার গ্রেড 23
Uro টেকনিশিয়ান1
মোট55

আরো পড়ুন- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্ট, বিশদে দেখুন

আরো পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প্রোডাক্ট ম্যানেজার প্রাইভেট ব্যাংকার, বিশদে পোস্টটি দেখুন

আরো পড়ুন- এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023

JIPMER নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেক প্রার্থীকে Degree in Science / Master’s degree / Graduate Degree in a relevant discipline / B.Sc / BASLP / DHLS / DHA / Dental Mechanic course / 12th / Diploma / D.Pharm পাস করে থাকতে হবে।

JIPMER নিয়োগ 2023: বয়স

পদবয়স
ডেন্টাল হাইজেনিস্ট18 – 35 বছর
জুনিয়র ট্রান্সলেটর18 – 30 বছর
মেডিকেল সোশ্যাল18 – 35 বছর
স্পিচ থেরাপিস্ট18 – 30 বছর
এক্সরে টেকনিশিয়ান18 – 30 বছর
এনেসথেসিয়া টেকনিশিয়ান18 – 30 বছর
অডিওলজি টেকনিশিয়ান18 – 25 বছর
ডেন্টাল মেকানিক18 – 30 বছর
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট18 – 30 বছর
Ophthalmic টেকনিশিয়ান18 – 30 বছর
পারফিউশন অ্যাসিস্ট্যান্ট18 – 30 বছর
ফার্মাসিস্ট18 – 30 বছর
Physiotherapy টেকনিশিয়ান18 – 30 বছর
স্টেনোগ্রাফার গ্রেড 218 – 27 বছর
Uro টেকনিশিয়ান18 – 30 বছর

JIPMER নিয়োগ 2023: বেতন

পোস্টবেতন
গ্রুপ- B35,400
গ্রুপ- C25,500

JIPMER নিয়োগ 2023: আবেদন মূল্য

  • জেনারেল- 1500
  • ওবিসি- 1500
  • তপশিলি জাতি- 1200
  • তপশিলি উপজাতি- 1200

JIPMER নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • অনলাইন পরীক্ষা।
  • স্কিল টেস্ট।

কিভাবে আবেদন করবেন এই পোস্টে?

  • প্রথমে আমাদের নিবন্ধটি ও অফিসিয়াল নোটিফিকেশনটি বিশদে দেখে নেবেন।
  • এরপর অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন (jipmer.edu.in)।
  • আবেদনকারীর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর লগইন করবেন।
  • এরপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি সম্পূর্ণ করবেন।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন।
  • এরপর আবেদনমূল্য প্রদান করবেন।
  • সব হয়ে গেলে ফর্মটি একবার সম্পূর্ণ দেখে সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • একটি প্রিন্ট করে নেবেন ফর্মটির, যা পরবর্তীকালে কাজে লাগবে।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
Previous articleTHDC নিয়োগ 2023: পোষ্ট এক্সিকিউটিভ ট্রেনিং, বিশদে দেখুন
Next articleসেরা ১০ দেশ টেস্ট ক্রিকেটে ২০২৩
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।