JIPMER নিয়োগ 2023: জহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রেজুয়েশন মেডিকেল এডুকেশন এবং রিসার্চ সংস্থা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। গ্রুপ বি ও গ্রুপ সি পদে নিয়োগ করা হবে, আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি বিশদে দেখে আপনি আবেদন করতে পারেন। আবেদন প্রক্রিয়া, আবেদনের লিংক, ও অফিসিয়াল নোটিফিকেশন আপনার এই নিবন্ধের নিচে পেয়ে যাবেন।
প্রত্যেক প্রার্থীকে Degree in Science / Master’s degree / Graduate Degree in a relevant discipline / B.Sc / BASLP / DHLS / DHA / Dental Mechanic course / 12th / Diploma / D.Pharm পাস করে থাকতে হবে।
JIPMER নিয়োগ 2023: বয়স
পদ
বয়স
ডেন্টাল হাইজেনিস্ট
18 – 35 বছর
জুনিয়র ট্রান্সলেটর
18 – 30 বছর
মেডিকেল সোশ্যাল
18 – 35 বছর
স্পিচ থেরাপিস্ট
18 – 30 বছর
এক্সরে টেকনিশিয়ান
18 – 30 বছর
এনেসথেসিয়া টেকনিশিয়ান
18 – 30 বছর
অডিওলজি টেকনিশিয়ান
18 – 25 বছর
ডেন্টাল মেকানিক
18 – 30 বছর
জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
18 – 30 বছর
Ophthalmic টেকনিশিয়ান
18 – 30 বছর
পারফিউশন অ্যাসিস্ট্যান্ট
18 – 30 বছর
ফার্মাসিস্ট
18 – 30 বছর
Physiotherapy টেকনিশিয়ান
18 – 30 বছর
স্টেনোগ্রাফার গ্রেড 2
18 – 27 বছর
Uro টেকনিশিয়ান
18 – 30 বছর
JIPMER নিয়োগ 2023: বেতন
পোস্ট
বেতন
গ্রুপ- B
35,400
গ্রুপ- C
25,500
JIPMER নিয়োগ 2023: আবেদন মূল্য
জেনারেল- 1500
ওবিসি- 1500
তপশিলি জাতি- 1200
তপশিলি উপজাতি- 1200
JIPMER নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া
অনলাইন পরীক্ষা।
স্কিল টেস্ট।
কিভাবে আবেদন করবেন এই পোস্টে?
প্রথমে আমাদের নিবন্ধটি ও অফিসিয়াল নোটিফিকেশনটি বিশদে দেখে নেবেন।
এরপর অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন (jipmer.edu.in)।
আবেদনকারীর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।
রেজিস্ট্রেশন করার পর লগইন করবেন।
এরপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি সম্পূর্ণ করবেন।
এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন।
এরপর আবেদনমূল্য প্রদান করবেন।
সব হয়ে গেলে ফর্মটি একবার সম্পূর্ণ দেখে সাবমিট বাটনে ক্লিক করবেন।
একটি প্রিন্ট করে নেবেন ফর্মটির, যা পরবর্তীকালে কাজে লাগবে।
[…] […]
[…] […]