THDC নিয়োগ 2023: পোষ্ট এক্সিকিউটিভ ট্রেনিং, বিশদে দেখুন

THDC নিয়োগ 2023: তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে এক্সিকিউটিভ ট্রেনি পোস্টে নিয়োগ হবে 17 টি পদের জন্য। আকর্ষণীয় বেতন অফার করা হয়েছে এই পোস্টে, MBA, গ্রেজুয়েশন পোস্ট গ্রেজুয়েট ডিগ্রী ডিপ্লোমা থাকলে এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া নিয়োগ প্রক্রিয়া, আবেদনের শেষ তারিখ, কিভাবে আবেদন করতে হবে, বয়স, বেতন ইত্যাদি বিষয় জানার জন্য বিশদে নিবন্ধটি দেখুন।

THDC নিয়োগ 2023

নিয়োগTHDC
পোস্টএক্সিকিউটিভ
শূন্যপদ17
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতাMBA
স্থানসারা ভারত
আবেদনের তারিখ01-03-2023
শেষ তারিখ30-03-2023
ওয়েবসাইটthdc.co.in

THDC নিয়োগ 2023: আবেদনের তারিখ

আবেদন শুরুর তারিখ01/03/2023
আবেদন শেষের তারিখ30/03/2023

THDC নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ

এক্সিকিউটিভ ট্রেনি
  • হিউম্যান রিসোর্স- 15
  • পাবলিক রিলেশন- 02

THDC নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা

এক্সিকিউটিভ ট্রেনি
  • হিউম্যান রিসোর্স- MBA অথবা দুই বছরের সম্পূর্ণ পোস্ট গ্রেজুয়েশন ডিপ্লোমা বা ডিগ্রী থাকতে হবে।
  • পাবলিক রিলেশন- গ্রাজুয়েশন, দু বছরের পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, ডিপ্লোমা পাশ থাকতে হবে।

আরো পড়ুন- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড নিয়োগ 2023: ট্রেনিং ইঞ্জিনিয়ার পোস্ট, বিশদে দেখুন

আরো পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প্রোডাক্ট ম্যানেজার প্রাইভেট ব্যাংকার, বিশদে পোস্টটি দেখুন

আরো পড়ুন- এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023

আরো পড়ুন- ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: বিশদে জানার জন্য পোস্টটি দেখুন

THDC নিয়োগ 2023: বয়স

উপরে দেওয়া দুটি পদের জন্য 30 বছরের বেশি বয়স হলে চলবে না।

THDC নিয়োগ 2023: বেতন

এক্সিকিউটিভ ট্রেনি- 50,000 থেকে 160,000

THDC নিয়োগ 2023: আবেদন মূল্য

  • জেনারেল- 600
  • ওবিসি- 600
  • তপশিলি জাতি- NO FEES
  • তপশিলি উপজাতি- NO FEES
  • PWD- NO FEES

THDC নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • UGC NET ডিসেম্বর 2021 এবং জুন 2022 নম্বর।
  • ইন্টারভিউ।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে এই নিবন্ধটির সম্পূর্ণ পড়ে নেবেন।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (thdc.co.in)।
  • এরপর Career অপশনে যাবেন।
  • সেখান থেকে New opening অপশনে ক্লিক করবেন।
  • এরপর Apply online এ ক্লিক করবেন।
  • আপনার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে।
  • সঠিক তথ্য দিয়ে ফর্মটি সম্পন্ন করবেন।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন।
  • অনলাইনে আবেদনমূল্য প্রদান করবেন।
  • সবশেষে ফর্মটি একবার পুনরায় যাচাই করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • এরপর এপ্লিকেশন ফর্মটি একটি প্রিন্ট করে নেবেন।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply