ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: বিশদে জানার জন্য পোস্টটি দেখুন

ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: ECIL নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে টেকনিক্যাল প্রশ্নের জন্য। টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে নিচে দেওয়া শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যারা যোগ্য তারা এই পোস্টে আবেদন করতে পারেন। এই নিয়োগ প্রক্রিয়ায় কোন লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। কিভাবে আবেদন করবেন, বয়স, যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ইত্যাদি বিশদে নিচে দেওয়া আছে, এছাড়া অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ধরনের সরকারি চাকরি সংক্রান্ত খবরের জন্য আমাদের ওয়েবসাইটফেসবুক পেজকে ফলো করুন।

ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023

নিয়োগEIL
পোস্টটেকনিক্যাল
শূন্যপদ66
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতাB.TECH
স্থানসারা ভারত
আবেদনের তারিখ28-02-2023
শেষ তারিখ07-03-2023
ওয়েবসাইটecil.co.in.

ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: তারিখ / Date-

আবেদন শুরুর তারিখ28/02/2023
আবেদন শেষের তারিখ07/03/2023

ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ-

পদশূন্যপদ
টেকনিক্যাল অফিসার43
অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার23
মোট66

ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা-

প্রত্যেক আবেদনকারী কে অবশ্যই B.E/ B.Tech / Diploma / B.Sc পাস করে থাকতে হবে।

ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: বয়স / Age-

পদবয়স
টেকনিক্যাল অফিসার30
অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার25

আরো পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প্রোডাক্ট ম্যানেজার প্রাইভেট ব্যাংকার, বিশদে পোস্টটি দেখুন

আরো পড়ুন- এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023

আরো পড়ুন- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানতে বিস্তারিত পরুন

ইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: বেতন / Salary-

  • টেকনিক্যাল অফিসার- 28,000-31,000
  • অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার- 26,950-30,000

আবেদন মূল্য-

এই নিয়ে প্রক্রিয়ার কোন আবেদন মূল্য লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া-

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে অফিশিয়াল নোটিফিকেশনটি অবশ্যই একবার দেখে নেবেন।
  • এরপর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন www.ecil.co.in।
  • এরপর সেখানে কেরিয়ার অপশনে ক্লিক করবেন।
  • সেখান থেকে current opening অপশনে ক্লিক করবেন।
  • এরপর সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি নিজের ফোনে সেভ করবেন।
  • এরপর আবেদন পত্রটি সম্পন্ন ফিলাপ করবেন।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স ফর্ম এর সাথে লাগাবেন।
  • এরপর ইন্টারভিউ দিনে ফর্ম টি সাথে ও প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে ইন্টারভিউ স্থানে সময় মত চলে যাবেন।
  • ইন্টারভিউ এর ঠিকানা নিচে দেওয়া আছে।

ইন্টারভিউ সময়-

9 টা থেকে 12 টার মধ্যে।

ইন্টারভিউ ঠিকানা-

  1. Hyderabad, New Delhi, Kota, Paradip & Vizag: 28/02/2023 & 01/03/2023.
  2. Tarapur, Mumbai, Rawatbhata, Jamnagar, Naliya, Ahmedabad & Kakrapar: 03/03/2023 & 04/03/2023.
  3. Bengaluru, Kaiga, Gauribidanur, Kalpakkam & Mysuru: 06/03/2023 & 07/03/2023

নোটিফিকেশনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply