ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানতে বিস্তারিত পরুন

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: IOCL নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নন এক্সিকিউটিভ পদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমাদের এই নিবন্ধটি সম্পূর্ণ পড়ে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। কবে আবেদন করতে হবে?, কিভাবে করতে হবে?, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, অফিসিয়াল নোটিফিকেশন ইত্যাদি নিচে বিস্তারিত পেয়ে যাবেন।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩

নিয়োগইন্ডিয়ান অয়েল
পোস্টটেকনিশিয়ান
শূন্যপদ513
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতাডিপ্লোমা
স্থানসারা ভারত
আবেদনের তারিখ01-03-2023
শেষ তারিখ20-03-2023
ওয়েবসাইটiocl.com

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: তারিখ / Date-

আবেদন শুরুর তারিখ1 মার্চ, 2023
আবেদন শেষের তারিখ20 মার্চ, 2023

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ-

মোট ৫১৩ টি পদে নিয়োগ হতে চলেছে, নন এক্সিকিউটিভ পোস্টে।

প্রোডাকশন296
P&U35
ইলেকট্রিক্যাল65
মেকানিক্যাল32
ইন্সট্রুমেন্টেশন37
কোয়ালিটি29
ফায়ার সেফটি14
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট04
নার্সিং অ্যাসিস্ট্যান্ট01

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা-

প্রোডাকশনতিন বছরের ডিপ্লোমা কেমিক্যাল, রিফাইনারি, পেট্রোকেমিক্যাল, অথবা B.SC ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পাস থাকতে হবে।
P&Uতিন বছরের ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা বয়লার কার্পেন্টারি সার্টিফিকেট থাকতে হবে।
ইলেকট্রিক্যালতিন বছরের ডিপ্লোমা পাস থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 50% নম্বরসহ। জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য 50% ও 45% নম্বর থাকতে হবে ST, SC, PWD প্রার্থীদের জন্য।
মেকানিক্যালতিন বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 50% নম্বর সহ। জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য 50% ও 45% নম্বর থাকতে হবে ST, SC, PWD প্রার্থীদের জন্য।
ইন্সট্রুমেন্টেশনতিন বছরের ডিপ্লোমা পাস করে থাকতে হবে ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স এবং কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য 50% ও 45% নম্বর থাকতে হবে ST, SC, PWD প্রার্থীদের জন্য।
কোয়ালিটিB.SC পাস থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স 50 শতাংশ নম্বর সহ।
ফায়ার সেফটিMatric plus sub officer course from NFSC Nagpur or equivalent যোগ্যতা কোনো সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে। এছাড়া এর সঙ্গে ভারী গাড়ি চালানোর লাইসেন্স লাগবে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টতিন বছরের ডিপ্লোমা পাস থাকতে হবে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে।
নার্সিং অ্যাসিস্ট্যান্ট4 বছরের বিএসসি নার্সিং বা তিন বছরের ডিপ্লোমা নার্সিং পাস করে থাকতে হবে।

আরো পড়ুন- এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023

আরো পড়ুন- হিন্দুস্তান কপার লিমিটেড নিয়োগ 2023 – পোস্ট 24 আবেদন করুন

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: বয়স / AGE-

18 থেকে 26 বছরের মধ্যে বয়স থাকতে হবে।

বেতন / Salary-

25,000 থেকে 105,000 প্রতিমাসে বেতন পাওয়া যাবে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: আবেদন মূল্য-

  • জেনারেল- 150
  • ওবিসি- 150
  • SC/ ST/ PWD- কোন আবেদন মূল্য লাগবে না

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া-

  • প্রাথমিকভাবে লিখিত পরীক্ষা
  • স্কিল টেস্ট
  • শারীরিক সক্ষমতার পরীক্ষা
  • নথিপত্র যাচাই
  • মেডিকেল এক্সামিনেশন

কিভাবে আবেদন করবেন?

  • অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদনকারীর মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।
  • JPG ফরম্যাট এর সমস্ত সার্টিফিকেট নথিপত্র স্ক্যান করে রাখতে হবে।
  • 1 মার্চ 2023 থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে iocl.com যাবেন।
  • এরপর এই স্টেপগুলি ফলো করবেন,
  • রেজিস্টার করা ইমেইল ও মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন।
  • এরপর লগ ইন করে সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করবেন।
  • এরপর আবেদন মূল্য প্রদান করবেন।
  • এরপর পুনরায় একবার যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • ফর্মটির একটি প্রিন্ট করে নেবেন।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

Leave a Reply