ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প্রোডাক্ট ম্যানেজার প্রাইভেট ব্যাংকার, বিশদে পোস্টটি দেখুন

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যারা ব্যাংকে কাজ করতে ইচ্ছুক তারা আমাদের এই নিবন্ধটির সম্পূর্ণ পড়ে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। অবশ্যই মনে রাখবেন 14 মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, ইত্যাদি বিষয় জানার জন্য পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

Bank of Baroda Recruitment 2023 Post 46 in bengali

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023

নিয়োগBOB
পোস্টম্যানেজার
শূন্যপদ46
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতাগ্রাজুয়েশন
স্থানসারা ভারত
আবেদনের তারিখ22-02-2023
শেষ তারিখ14-03-2023
ওয়েবসাইটbankofbaroda.in

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: তারিখ / DATE-

আবেদন শুরুর তারিখ22/02/2023
আবেদন শেষের তারিখ14/03/2023

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ-

পদশূন্যপদ
রিজনাল অ্যাকুইজিশন ম্যানেজার4
ন্যাশনাল অ্যাকুইজিশন হেড1
প্রাইভেট সেলস হেড1
প্রাইভেট ব্যাংকার15
প্রোডাক্ট হেড1
প্রোডাক্ট ম্যানেজার1
সেলস হেড1
Wealth strength19
Head wealth1
প্রোডাক্ট ম্যানেজার (trade/forex)1
Trade regulation সিনিয়র ম্যানেজার1
মোট46

নিয়োগের স্থান-

মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, দিল্লি, পুনে ও কানপুর।

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা-

গ্রাজুয়েশন সম্পূর্ণ থাকতে হবে এর সঙ্গে কাজে অভিজ্ঞতা বাধ্যতামূলক।
এছাড়া রিজনাল অ্যাকুইজিশন ম্যানেজার ও ন্যাশনাল অ্যাকুইজিশন হেড ওদের জন্য গ্রেজুয়েশন, MBA, পোস্ট গ্রাজুয়েট, ডিগ্রী ডিপ্লোম সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এই সম্পর্কিত বিশদ তথ্যের জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন।

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: বয়স / AGE-

পদবয়স
রিজনাল অ্যাকুইজিশন ম্যানেজার28 থেকে 36
ন্যাশনাল অ্যাকুইজিশন হেড35 থেকে 40
প্রাইভেট সেলস হেড35 থেকে 50
প্রাইভেট ব্যাংকার33 থেকে 50
প্রোডাক্ট হেড24 থেকে 45
প্রোডাক্ট ম্যানেজার26 থেকে 40
সেলস হেড31 থেকে 45
Wealth strength24 থেকে 45
Head wealth34 থেকে 45
প্রোডাক্ট ম্যানেজার (trade/forex)24 থেকে 40
Trade regulation সিনিয়র ম্যানেজার24 থেকে 40

আরো পড়ুন- এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023

আরো পড়ুন- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানতে বিস্তারিত পরুন

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: বেতন / Salary-

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও পুরনো বেতনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।

আবেদন মূল্য-

  • জেনারেল- 600
  • ওবিসি- 600
  • তপশিলি জাতি- 100
  • তপশিলি উপজাতি- 100
  • PWD- 100
  • মহিলা- 100

ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া

  • প্রথমে আবেদনকারীর তথ্য গুলি যাচাই করা হবে।
  • এরপর ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে সমস্ত আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন।
  • আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (bankofbaroda.in)।
  • এরপর কেরিয়ার অপশনে যাবেন।
  • সেখান থেকে Current opportunities যাবেন।
  • এরপর apply now অপশনে ক্লিক করবেন।
  • একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।
  • এরপর লগইন করে যাবতীয় তথ্য দিতে হবে।
  • আবেদনকারী কে অবশ্যই তার বায়োডাটা আপলোড করতে হবে।
  • এরপর আবেদার মূল্য দেবেন।
  • নিজের ছবি, হস্তাক্ষর ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • এরপর ফর্মটি একবার যাচাই করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • একটি প্রিন্ট করে নেবেন ফর্মটির।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

“ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প্রোডাক্ট ম্যানেজার প্রাইভেট ব্যাংকার, বিশদে পোস্টটি দেখুন”-এ 3-টি মন্তব্য

মন্তব্য করুন