ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে যারা ব্যাংকে কাজ করতে ইচ্ছুক তারা আমাদের এই নিবন্ধটির সম্পূর্ণ পড়ে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। অবশ্যই মনে রাখবেন 14 মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এছাড়া শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, ইত্যাদি বিষয় জানার জন্য পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
Bank of Baroda Recruitment 2023 Post 46 in bengali
ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023
নিয়োগ | BOB |
পোস্ট | ম্যানেজার |
শূন্যপদ | 46 |
আবেদন পদ্ধতি | অনলাইন |
যোগ্যতা | গ্রাজুয়েশন |
স্থান | সারা ভারত |
আবেদনের তারিখ | 22-02-2023 |
শেষ তারিখ | 14-03-2023 |
ওয়েবসাইট | bankofbaroda.in |
ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: তারিখ / DATE-
আবেদন শুরুর তারিখ | 22/02/2023 |
আবেদন শেষের তারিখ | 14/03/2023 |
ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ-
পদ | শূন্যপদ |
---|---|
রিজনাল অ্যাকুইজিশন ম্যানেজার | 4 |
ন্যাশনাল অ্যাকুইজিশন হেড | 1 |
প্রাইভেট সেলস হেড | 1 |
প্রাইভেট ব্যাংকার | 15 |
প্রোডাক্ট হেড | 1 |
প্রোডাক্ট ম্যানেজার | 1 |
সেলস হেড | 1 |
Wealth strength | 19 |
Head wealth | 1 |
প্রোডাক্ট ম্যানেজার (trade/forex) | 1 |
Trade regulation সিনিয়র ম্যানেজার | 1 |
মোট | 46 |
নিয়োগের স্থান-
মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, দিল্লি, পুনে ও কানপুর।
ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা-
গ্রাজুয়েশন সম্পূর্ণ থাকতে হবে এর সঙ্গে কাজে অভিজ্ঞতা বাধ্যতামূলক।
এছাড়া রিজনাল অ্যাকুইজিশন ম্যানেজার ও ন্যাশনাল অ্যাকুইজিশন হেড ওদের জন্য গ্রেজুয়েশন, MBA, পোস্ট গ্রাজুয়েট, ডিগ্রী ডিপ্লোম সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
এই সম্পর্কিত বিশদ তথ্যের জন্য অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন।
ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: বয়স / AGE-
পদ | বয়স |
---|---|
রিজনাল অ্যাকুইজিশন ম্যানেজার | 28 থেকে 36 |
ন্যাশনাল অ্যাকুইজিশন হেড | 35 থেকে 40 |
প্রাইভেট সেলস হেড | 35 থেকে 50 |
প্রাইভেট ব্যাংকার | 33 থেকে 50 |
প্রোডাক্ট হেড | 24 থেকে 45 |
প্রোডাক্ট ম্যানেজার | 26 থেকে 40 |
সেলস হেড | 31 থেকে 45 |
Wealth strength | 24 থেকে 45 |
Head wealth | 34 থেকে 45 |
প্রোডাক্ট ম্যানেজার (trade/forex) | 24 থেকে 40 |
Trade regulation সিনিয়র ম্যানেজার | 24 থেকে 40 |
আরো পড়ুন- এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023
ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: বেতন / Salary-
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও পুরনো বেতনের উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে।
আবেদন মূল্য-
- জেনারেল- 600
- ওবিসি- 600
- তপশিলি জাতি- 100
- তপশিলি উপজাতি- 100
- PWD- 100
- মহিলা- 100
ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: নিয়োগ প্রক্রিয়া
- প্রথমে আবেদনকারীর তথ্য গুলি যাচাই করা হবে।
- এরপর ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
কিভাবে আবেদন করবেন?
- প্রথমে সমস্ত আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন।
- আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন (bankofbaroda.in)।
- এরপর কেরিয়ার অপশনে যাবেন।
- সেখান থেকে Current opportunities যাবেন।
- এরপর apply now অপশনে ক্লিক করবেন।
- একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে।
- এরপর লগইন করে যাবতীয় তথ্য দিতে হবে।
- আবেদনকারী কে অবশ্যই তার বায়োডাটা আপলোড করতে হবে।
- এরপর আবেদার মূল্য দেবেন।
- নিজের ছবি, হস্তাক্ষর ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
- এরপর ফর্মটি একবার যাচাই করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন।
- একটি প্রিন্ট করে নেবেন ফর্মটির।
নোটিফিকেশন | CLICK HERE |
আবেদন করুন | CLICK HERE |
অফিসিয়াল ওয়েবসাইট | CLICK HERE |
[…] আরো পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প… […]
[…] আরো পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প… […]
[…] […]