ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2023: ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট

ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2023: সম্প্রতি ইঞ্জিনিয়ার ইন্ডিয়া লিমিটেড নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। বিভিন্ন ধরনের পদ রয়েছে যেখানে 22 ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে চলবে 14 মার্চ পর্যন্ত। শূন্য পদের বিবরণ শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি জানার জন্য নিচের আর্টিকেলটি সম্পূর্ণ পরুন। অফিশিয়াল নোটিফিকেশন নিচে দেওয়া আছে, এছাড়া আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। এই ধরনের সরকারি চাকরি সংক্রান্ত খবরের জন্য আমাদের ওয়েবসাইটফেসবুক পেজকে ফলো করুন।

Engineers India Limited Recruitment 2023 in bengali

ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2023

নিয়োগEIL
পোস্টম্যানেজমেন্ট ট্রেনি
শূন্যপদ42
আবেদন পদ্ধতিঅনলাইন
যোগ্যতাB.TECH
স্থানসারা ভারত
আবেদনের তারিখ22-02-2023
শেষ তারিখ14-03-2023
ওয়েবসাইটengineersindia.com

ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2023: তারিখ / Date-

আবেদন শুরুর তারিখ22/02/2023
আবেদন শেষের তারিখ14/03/2023

ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2023: শূন্যপদের বিবরণ-

পদশূন্যপদ (MTC)শূন্যপদ(MTO)
ইলেকট্রিক্যাল43
সিভিল72
কেমিক্যাল5
মেকানিক্যাল79
ইন্সট্রুমেন্টেশন32
মোট2121

আরো পড়ুন- ব্যাঙ্ক অফ বরোদা নিয়োগ 2023: প্রোডাক্ট ম্যানেজার প্রাইভেট ব্যাংকার, বিশদে পোস্টটি দেখুন

আরো পড়ুন- এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড নিয়োগ 2023

আরো পড়ুন- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন নিয়োগ ২০২৩: শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জানতে বিস্তারিত পরুন

ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2023: শিক্ষাগত যোগ্যতা-

  • আবেদনকারী কে BE, B.Tech, B.sc পাস করে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে 65% নম্বরসহ।
  • এছাড়া আবেদনকারীকে গ্রেট 2023 পরীক্ষায় অংশগ্রহণ করে থাকতে হবে।

ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2023: বয়স /Age-

  • জেনারেল- 25
  • ওবিসি- 28
  • তপশিলি জাতি- 30
  • তপশিলি উপজাতি- 30
  • PWD- 35

ইঞ্জিনিয়ারস ইন্ডিয়া লিমিটেড নিয়োগ 2023: বেতন /Salary-

60,000 থেকে 180,000 বেতন পাওয়া যাবে।

আবেদন মূল্য-

এই নিয়ে প্রক্রিয়ার কোন আবেদন মূল্য লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া-

  • GATE 2023 পাস নম্বর।
  • ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।

কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে আবেদনকারীকে অনুরোধ করা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নেবেন।
  • এরপর আপনারা অফিসিয়াল ওয়েব সাইটে যাবেন (engineersindia.com)।
  • এরপর কেরিয়ার অপশনে ক্লিক করবেন।
  • সেখান থেকে apply now অপশনে ক্লিক করবেন।
  • 22 ফেব্রুয়ারি থেকে ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে।
  • আবেদনকারীর অবশ্যই একটি বৈধ মোবাইল নাম্বার ইমেল আইডি থাকতে হবে।
  • এরপর ফর্ম টি সম্পূর্ণ ফিলাপ করবেন অনলাইনে।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করবেন।
  • এরপর ফর্ম টি যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করবেন।
  • ফর্মের একটি প্রিন্ট করে নেবেন ভবিষ্যতের জন্য।

নোটিফিকেশনCLICK HERE
আবেদন করুনCLICK HERE
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE

মন্তব্য করুন