ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ: ভারতীয় একাদশ, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের

ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ: ভারতীয় একাদশ, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের
Screenshot- bcci twitter

ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ: ইনডোর ক্রিকেট স্টেডিয়াম শুরু হয়ে গেল ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ। টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ব্যাটিং করার সিদ্ধান্ত নিল। পরিবর্তন হলো ভারতীয় একাদশে, সংবাদ মাধ্যমে আলোচিত সম্ভাবনাই সঠিক হল ওপেনার KL রাহুলের বদলে খেলবেন শুভমান গিল। অবশেষে ভারতীয় টিম ম্যানেজমেন্ট KL রাহুলের পরিবর্তন আনল এছাড়া দলে আরও একটি পরিবর্তন হয়েছে। ভারতের বোলিং বিভাগে মোঃ সামিকে বিশ্রাম দেওয়া হয়েছে তার বদলে খেলবেন উমেশ যাদব।

টসে জিতে রোহিত শর্মা বলেছেন যে, “আমরা প্রথমে ব্যাট করব। আমাদের সুন্দর ড্রেসিংরুম সমস্ত ছেলেদের মনবল উচ্চ। ছেলেরা তাদের দক্ষতা সম্পর্কে আত্মবিশ্বাসী যা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। আমরা এই মাঠে অনেক ক্রিকেট খেলেছি কিন্তু এই পিচটা একটু আলাদা। আমরা প্রথম দুটি টেস্ট ম্যাচে যা করেছি তারই পুনরাবৃত্তি করতে চাই।”

ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ: টস

ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন- ফ্রী ফায়ার রিডিম কোড আজকে 2023 – free fire redeem code today in bengali

ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ: ভারতীয় দল

  1. রোহিত শর্মা (অধিনায়ক)
  2. শুভমান গিল
  3. চেতেশ্বর পূজারা
  4. বিরাট কোহলি
  5. শ্রেয়াস আইয়ার
  6. রবীন্দ্র জাদেজা
  7. শ্রীকর ভারত (উইকেট কিপার)
  8. অক্ষর প্যাটেল
  9. রবিচন্দ্রন অশ্বিন
  10. উমেশ যাদব
  11. মহম্মদ সিরাজ
Previous articleইলেকট্রনিক্স কর্পোরেশন ইন্ডিয়া নিয়োগ 2023: বিশদে জানার জন্য পোস্টটি দেখুন
Next articleনাসা: বিশ্বের প্রথম নারী যিনি নাসার বিজ্ঞান প্রধানের দায়িত্ব পেলেন
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

Leave a Reply