নাসা: বিশ্বের প্রথম নারী যিনি নাসার বিজ্ঞান প্রধানের দায়িত্ব পেলেন

নাসা: বিশ্বের প্রথম নারী যিনি নাসার বিজ্ঞান প্রধানের দায়িত্ব পেলেন

নাসা: নাসার বিজ্ঞান প্রধানের দায়িত্বে যোগদানের পূর্বে ফক্স সোলার প্রোব মিশনে নেতৃত্ব দিয়েছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA) তার প্রথম মহিলা বিজ্ঞানী প্রধান পেয়েছে।  নাসার হেলিওফিজিক্স বিভাগের প্রধান নিকোলা ফক্স-কে নাসার এজেন্সির প্রথম মহিলা বিজ্ঞানী প্রধান হিসেবে যুক্ত করতে চলেছে। একজন কর্মকর্তা জানিয়েছেন এই প্রথম কোন নারী মহাকাশ সংস্থার বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে নেতৃত্ব দিতে চলেছে।

নাসার বিজ্ঞান মিশনের অধিদপ্তরে নতুন সহযোগী প্রশাসক হিসেবে ফক্সকে এজেন্সির বিভিন্ন বৈজ্ঞানিক কর্মসূচি তথ্যবাধানের জন্য দায়িত্বে রাখা হবে। এই মিশন গুলির কয়েকটি মধ্যে রয়েছে রোবোটিক মিশন যা মঙ্গলে অতীত জীবনের চিহ্ন খুঁজে বার করার জন্য ডিজাইন করা হয়েছে এবং দূরবর্তী ছায়াপথ গুলির জন্য জেমস ওয়েব টেলিস্কোপের অনুসন্ধান মিশন।

নাসার প্রথম মহিলা বিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে যোগদান এর আগে তিনি সূর্যের বিস্তারিত অধ্যয়নের জন্য চালু করা পার্কার সোলার প্রোব মিশনের নেতৃত্ব দিয়েছিলেন।

ফক্স একটি নাসা স্টাডি গ্রুপের তত্ত্বাবধানও করবে যা সামরিক বাহিনীকে অজ্ঞাত বায়বীয় ঘটনার চিহ্নিত করতে সাহায্য করে। ২০১৬ সাল থেকে নাসার বিজ্ঞান প্রধানের দায়িত্বে ছিলেন থমাস জুরবুচেন যিনি একজন সুইস জ্যোতিপদার্থবিদ ছিলেন। তিনি ২০২২ সালের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন বর্তমানে তিনি সান্ড্রা কনেলি বিভাগের নেতৃত্ব দিচ্ছেন।

আরো পড়ুন -Mars: মঙ্গলের মাটিতে ভাল্লুকের ছবি, নেটদুনিয়ায় তোলপাড় নাসার আবিষ্কার

২০১৮ সালে ফক্সকে এজেন্সির হেলিওফিজিক্স বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল তিনি সূর্য অধ্যায়ন এবং পৃথিবী এবং অন্যান্য গ্রহের উপর প্রভাব, সেই সাথে পার্কার সোলার প্রোবের উপর তদারকি করার দায়িত্বে ছিলেন। নাসার সাথে যোগদান করার আগে তিনি জনস হকিং ইউনিভার্সিটিতে পরীক্ষাগারে কাজ করতেন।

একজন বিজ্ঞানী হিসেবে কাজ করার পাশাপাশি ফক্স বিভিন্ন বৈজ্ঞানিক নিবন্ধে অবদান রেখেছেন এবং একাধিক গবেষণা পত্র প্রকাশ করেছেন। হিলিওফিজিক্স এর ক্ষেত্রে অবদানের জন্য আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে কার্ল সাগান মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাকে ২০২০ সালে নাসা অসামান্য নেতৃত্ব পদক দেয়া হয়েছিল।

Previous articleভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ: ভারতীয় একাদশ, টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের
Next articleইংল্যান্ডের পিচ হবে ভারতে? হ্যাঁ এমনটাই শোনা যাচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচে
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply