Mars: মঙ্গলের মাটিতে ভাল্লুকের ছবি, নেটদুনিয়ায় তোলপাড় নাসার আবিষ্কার

Mars: সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার অরবিটার থেকে তোলা মঙ্গল (Mars) গ্রহের একটি ছবি হতবাক করে তুলেছে গোটা দুনিয়াকে।

মঙ্গল গ্রহের মাটিতে ভাল্লুকের মুখের ছবি! হ্যাঁ! ঠিকই শুনছেন। সম্প্রতি নাসার একটি ছবিতে এমনই অদ্ভুত দৃশ্যর দেখা মিলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মহাকাশ গবেষণা কেন্দ্র ন্যাশনাল অ্যারন্টিকস এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি তাদের অরবিটারের সাহায্যে মঙ্গল গ্রহের এমনই এক অদ্ভুত ছবি তুলেছে। ১৭ বছর ধরে এই অর্বিটারটি মঙ্গল গ্রহে চারপাশে ঘুরে চলেছে এবং বিজ্ঞানীরা মঙ্গল গ্রহকে নিয়ে গবেষণা করে চলেছে। ছবিটি তোলা হয়েছিল গত ১২ ডিসেম্বর।

গত ১৭ বছর ধরে নাসার অরবিটার মঙ্গল গ্রহের হাই-রেজুলেশন এর ছবি তুলে আসছে। এই হাই-রেজুলেশন ছবিগুলির বিশ্লেষণ করা হয় টাকসনের ইউনিভার্সিটি অফ আরিজোনা লুনার এন্ড প্লানেটরি ল্যাবরেটরীতে। গবেষণা পরবর্তীতে এই ছবিটি একটি টুইট অ্যাকাউন্টের মাধ্যমে প্রকাশ পায়। এই ছবিতে বিভিন্ন নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ ছবিটিকে ভাল্লুকের সাথে তুলনা করেছে আবার কেউ প্যাঁচার সাথে।

আরো পড়ুন -ISRO Shukrayaan Mission: শুক্রযান লঞ্চে দেরি হতে পারে আরো ৭বছর, জানালো ISRO

তবে মঙ্গল গ্রহে যে ভাল্লুকের দেখা মিলেছে তা আদৌ কোন ভাল্লুক নয়। গবেষকরা বলছেন এটি একটি পাহাড় যা ভি আকৃতির। এই পাহাড়টি দেখতে ভাল্লুকের নাকের মতো এবং চোখের জায়গায় যে দুটি জিনিস রয়েছে সেদুটি হল গর্ত। এই গর্ত দুটো তৈরি হওয়ার কারণেই এত বড় একটি সার্কুলার ফ্র্যাকচার প্যাটার্ন তৈরি সম্ভব হয়েছে। এ দুটি গর্তের কারণেই একটি বৃত্তাকার ফাটল সৃষ্টি হয়েছে পাহাড়টিকে ঘিরে। যা সম্পূর্ণ একটু ভাল্লুকের চেহারা নিয়েছে।

“Mars: মঙ্গলের মাটিতে ভাল্লুকের ছবি, নেটদুনিয়ায় তোলপাড় নাসার আবিষ্কার”-এ 1-টি মন্তব্য

Leave a Reply