Fortnite Games: ১৮ বছরের নিচে খেলা যাবেনা এই গেমটি, নতুন নিয়ম Epic Games-এর

Fortnite Games: ১৮ বছরের নিচে খেলা যাবেনা এই গেমটি, নতুন নিয়ম Epic Games-এর

Fortnite Games: ১৮ বছরের নিচে খেলা যাবে না ফোর্টনাইট। এপিক গেমস (Epic Games) এর নতুন নিয়ম চালু হয়েছে।

বর্তমানে স্মার্টফোনে জনপ্রিয় মোবাইল গেম এর মধ্যে একটি হল ফোর্টনাইট (Fortnite)। এই গেমে নির্মাতা কোম্পানি এপিক গেমস এর তরফ থেকে জানানো হয়েছে তারা নতুন একটি নিয়ম জারি করেছে, যে নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে ফোর্টনাইট খেলতে পারবেন না কেউ। মোবাইল গেমের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আর এই মোবাইল গেমস এর মধ্যে অন্যতম ফোর্টনাইট। তবে এই গেমটি বর্তমানে একটি নতুন নিয়মের অধীনে পড়েছে যেখানে ১৮ বছরের বেশি বয়স্করা এই গেমটি খেলতে পারবেন। বর্তমানে এই গেমটি প্লে-স্টেশন, এক্স-বক্স, পিসি এবং বিভিন্ন প্লাটফর্মে উপলব্ধ।

আরো পড়ুন -ভারতের ১০টি সিওসি(coc) গেমিং চ্যানেল ২০২৩

এপিক গেমসের নতুন নিয়ম অনুযায়ী ১৮ বছরের কম বয়স্ক গেমাররা ভি-বাকস ইন গেম কারেন্সিটি ব্যবহার করতে পারবেন না। এছাড়াও জানানো হয়েছে ৩.৪০ আগস্ট বিল্ড ব্যবহার করে ফোর্টনাইট প্লেয়ারদের ভি-বাকস ব্যবহার করার আর কোনো বিকল্প রাখা হবে না। চলতি মাসেই ম্যাক, গুগল-প্লে এবং আইওএস থেকে গেমটিকে সরিয়ে নেওয়া হবে। যদিও বর্তমানে গেমটিতে প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ কোনো ফিচার নেই তবে একটি নির্দিষ্ট বয়সী প্লেয়ারদের জন্য বিভিন্ন রকম নিয়ম চালু হতে চলেছে গেমটিতে। বর্তমানে গেমটি শুধুমাত্র এপিক গেমস এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা যাবে।

Previous articlePoco X5 Pro: নতুন ফিচার নিয়ে হাজির পোকোর নতুন স্মার্টফোন, জেনে নিন ফিচারস, স্পেসিফিকেশন
Next articleMars: মঙ্গলের মাটিতে ভাল্লুকের ছবি, নেটদুনিয়ায় তোলপাড় নাসার আবিষ্কার
আমরা Extra Gyaan এর সদস্যরা পেশাগতভাবে ব্লগিং এর সঙ্গে যুক্ত। আমরা ইন্টারনেট, প্রযুক্তি, নাসা, মহাকাশের বিভিন্ন তথ্য, শিক্ষাগত দিক ও খেলাধুলার বিষয়ে নিবন্ধ লিখে থাকি সম্পূর্ণ বাংলা ভাষায়। আমাদের উদ্দেশ্য হলো বাংলা ভাষায় আপনাদের সামনে সেরা তথ্য তুলে ধরা।

1 COMMENT

Leave a Reply