Prime Gaming: এক গুচ্ছ ফ্রি গেম লঞ্চ করতে চলেছে Amazon

Prime Gaming: Amazon চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করতে চলেছে, একাধিক ফ্রী গেম। তারই একটি তালিকা প্রকাশ পেয়েছে সম্প্রতি।

অ্যামাজন প্রাইমে সম্প্রীতি শুরু হয়েছে প্রাইম গেমিং। প্রতিমাসে প্রাইম সাবস্ক্রাইবার প্রাইম গেমিং সার্ভিস পাবেন বিনামূল্যে এবং সাথেই পাবেন একাধিক পিসি গেম খেলার সুযোগ। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকেই প্রাইম গেমিং-এ একাধিক ফ্রী গেম যুক্ত হতে চলেছে। এই ফ্রী গেম গুলির একটি তালিকা প্রকাশ করেছে amazon। ফেব্রুয়ারি থেকেই এই গেমগুলি উপলব্ধ হবে অ্যামাজন প্রাইম গেমসে।

এই গেমের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন রকম গেমগুলি। সাবস্ক্রাইবারা একটা টাকাও খরচ না করে এই গেমগুলি খেলতে পারবেন। ২রা ফেব্রুয়ারি থেকে সাবস্ক্রাইবাররা খেলতে পারবেন আরপিজি, এছাড়াও থাকছে হট স্প্রিং কাস্টমার ম্যানেজমেন্ট গেম যার নাম অন্সেন মাস্টার। এরিয়াল নাইটস নেভার ইয়েলেড গেমটি উপলব্ধ হবে ৯ ফেব্রুয়ারি থেকে. এখানেই শেষ নয়, ডিভাইন নকআউট নামের একটি গেমও বিনামূল্যে উপলব্ধ থাকবে সাবস্ক্রাইবারদের জন্য। ১৬ ফেব্রুয়ারি থেকে একটি গেম নিয়ে আসা হবে এই প্লাটফর্মে, আর্কেড ব্রলার শুটার স্ল্যাশার টাইটেল গেমটির নাম ব্যাটস: ব্লাডসাকার এন্টি-টেরর স্কোয়াড। এছাড়াও থাকছে ওয়ান হেন্ড ক্লাপিং গেম।

আরো পড়ুন -Fortnite Games: ১৮ বছরের নিচে খেলা যাবেনা এই গেমটি, নতুন নিয়ম Epic Games-এর

আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে amazon prime গেমিং এ যুক্ত হবে স্পেস ক্রু: লেজেন্ডারি এডিশন, টুঞ্চ এবং স্পেস ওয়ারলড অর্গান ট্রেডিং সামুলেটর। এই সমস্ত গেমগুলি খেলা যাবে প্রাইম গেমসে, যেটি amazon prime subscription এর আয়তায় পড়ে। এই গেমগুলি খেলতে পারবেন সাবস্ক্রাইবররা। যারা নতুন নিতে চান তারা বছরে ১৪৯৯ টাকা খরচ করে সাবস্ক্রিবশন পেতে পারেন। এছাড়াও থাকছে ১৭৯ টাকার এক মাসের এবং ৪৫৯ টাকা তিন মাসের সাবস্ক্রাইব প্ল্যানের সাথে।

“Prime Gaming: এক গুচ্ছ ফ্রি গেম লঞ্চ করতে চলেছে Amazon”-এ 1-টি মন্তব্য

মন্তব্য করুন